॥Welcome to Paikgacha॥

॥Welcome to Paikgacha॥ ★দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলিষ্ঠ কন্ঠস্বর★
(1)

★এক নজ‌রে পাইকগাছা উপ‌জেলা★



পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। ২২-০৪-১৮৭২ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। পাইকগাছা উপজেলার মোট আয়তন ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার। এই উপজেলার মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩ জন। খুলনা

জেলা সদর থেকে এর দূরত্ব প্রয় ৬৫ কিঃমিঃ।





★পরিচিতি★


পাইকগাছা উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২২ ২৮' এবং ২২ ৪৩' উত্তর অক্ষাংশে ৮৯ ১৪' এবং ৮৯ ২৮' পূর্ব দ্রাঘিমাংশের উত্তরে সাতক্ষীরার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ((মোঃ আব্দুল আজিজ))পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহি...
24/05/2025

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

((মোঃ আব্দুল আজিজ))পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, জেলা আইসিটি কর্মকর্তা আলিমুজ্জামান খান।

উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান, মহিম গাংগুলি, সহকারী অধ্যাপক হোসনেআরা খানম, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সেখ রুহুল কুদ্দুস, গাজী নুর মোহাম্মাদ, শিক্ষার্থী সায়েমা তাসনিম তিশা ও তুরানী আক্তার রাশা। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

27/03/2025

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবস উদযাপিত

((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার প্রতুষ্যে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, দি রাইজিং সান প্রি ক্যাডেট স্কুল, বনানী সংঘ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, সোনালী ব্যাংক, রুপা মিউজিক্যাল একাডেমি ও পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯ টায় সরকারি কলেজ মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অফিসার ইনচার্জ সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,

সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান,

আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরকার, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন ও রমেন্দ্র নাথ সরকার সহ সকল সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি...SAAN Health cear Bangladesh ltd.লস্কর,সোলাদানা ,দেলুটি স্থানীয় ব্যাক্তি প্রয়োজন।নারী ও পুরুষ(মে...
17/02/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি...

SAAN Health cear Bangladesh ltd.
লস্কর,সোলাদানা ,দেলুটি স্থানীয় ব্যাক্তি প্রয়োজন।

নারী ও পুরুষ
(মেডিকেল কার্ড এর ধরনা ও সেল করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে)
👉 ডিউটি -(সকাল ৯ টা হতে বিকেল ৫ টা)
👉নিজ এলাকায় কাজের সুজোগ।
👉বেতন:(১০,০০০+টিএ ডিএ ২৫০০)
👉(6জন নারী ও পুরুষ) দরকার।
👉শিক্ষাগত যোগ্যতা: এস এস সি / এইচ এচ সি।
👉বয়স : (১৮ থেকে 30)
👉স্থানীয় বাসিন্দা হতে আবেদন আশা করছি।
লস্কর ,সোলাদানা ,দেলুটি বা তার আশপাশ। যাতে প্রতিদিন কাজ শেষ এ বাসায় ফিরতে বাড়তি খরচ না লাগে।
জব লোকেশন (পাইকগাছা থানা ।)

যোগাযোগ👉
টেরিটরি সেলস অফিসার(TSO)
( 01925676550) Only Whatsapp

16/02/2025

পাইকগাছা সরকারি কলেজে পিঠা উৎসব ; ৭০ প্রকারের পিঠা প্রদর্শন

((মোঃ আব্দুল আজিজ,))
পাইকগাছায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা সরকারি কলেজ দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে। কলেজ মাঠে আয়োজিত পিঠা উৎসবের ৯ টি স্টলে ৭০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। শনিবার দুপুরে পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক স্বপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন।

উদ্বোধক অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আলহাজ্ব জিএ সবুর, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও বিভাগ থেকে স্টল দেওয়া হয়। মোট ৯ টি স্টল স্থান পায়। বিভিন্ন ফুলের নামে স্টল গুলোর নামকরণ করা হয়। স্টল গুলো হচ্ছে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের রজনী গন্ধা, প্রভাষক লুৎফা ইসলামের জুঁই চামেলী, বাংলা বিভাগের শাপলা শালুক, প্রভাষক মোখলেছুর রহমানের কৃষ্ণচুড়া, প্রভাষক মাহবুবা নাজনীন ইরানী, সোমা রায় ও তরুণ ঘোষ এর হাসনাহেনা, সুলতানা জাহান, উম্মে হায়াত মেহেরা বানু ও রনজিতা রাণীর পারিজাত, ব্যবস্থাপনা বিভাগের অপরাজিতা, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিফা আনজুম রাফীর রক্তকরবী ও সমাজকর্ম বিভাগের চন্দ্র মল্লিকা। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ।উদ্বোধনের পর পরই প্রতিটি স্টলে পিঠা ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।

পরিবার পরিজন এবং প্রিয়জনদের সাথে নিয়ে পিঠা উৎসবে আসেন বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ৩০-৪০ থেকে শুরু করে ৭০-৭২ প্রকারের পিঠা স্থান পায় স্টল গুলোতে। নানান ভাবে সাজানো হয় প্রতিটি স্টল। ক্রেতা আর দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে দিনভর উৎসব মূখর পরিবেশে মুখরিত থাকে পিঠা উৎসব। হরেক রকম পিঠা দেখতে উৎসবে এসেছে বলে জানান শিশু আরিয়ান ইয়াস। উৎসবে এসে নানান রকমের পিঠার সাথে পরিচিত হতে পেরেছি বলে জানান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া সুলতানা সাথী।

৭২ রকমের পিঠা প্রদর্শন করা হয়েছে বলে কৃষ্ণচুড়া স্টলের মাসুমা আক্তার জানান। স্টলে উপচে পড়া ভীড় ছিল বলে জানান হাসনা হেনা স্টলের প্রভাষক মাহবুবা নাজনীন ইরানি জানান।

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when ॥Welcome to Paikgacha॥ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ॥Welcome to Paikgacha॥:

Share

★ পাইকগাছা উপজেলার ইতিহাস ★ ***এক নজরে পাইকগাছা***

★ পাইকগাছা উপজেলার ইতিহাস ★ 📷

পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। ২২-০৪-১৮৭২ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। পাইকগাছা উপজেলার মোট আয়তন ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার। এই উপজেলার মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩ জন। খুলনা জেলা সদর থেকে এর দূরত্ব প্রয় ৬৫ কিঃমিঃ।

▣ ভৌগলিক পরিচিতি ::পাইকগাছা উপজেলার ভৌগলিক অবস্থানউত্তর অক্ষাংশের ২২ ২৮' এবং ২২ ৪৩' উত্তর অক্ষাংশে ৮৯ ১৪' এবং ৮৯ ২৮' পূর্ব দ্রাঘিমাংশের উত্তরে সাতক্ষীরার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।