॥Welcome to Paikgacha॥

॥Welcome to Paikgacha॥ ★দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলিষ্ঠ কন্ঠস্বর★
(1)

★এক নজ‌রে পাইকগাছা উপ‌জেলা★



পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। ২২-০৪-১৮৭২ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। পাইকগাছা উপজেলার মোট আয়তন ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার। এই উপজেলার মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩ জন। খুলনা

জেলা সদর থেকে এর দূরত্ব প্রয় ৬৫ কিঃমিঃ।





★পরিচিতি★


পাইকগাছা উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২২ ২৮' এবং ২২ ৪৩' উত্তর অক্ষাংশে ৮৯ ১৪' এবং ৮৯ ২৮' পূর্ব দ্রাঘিমাংশের উত্তরে সাতক্ষীরার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ((মোঃ আব্দুল আজিজ))পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহি...
24/05/2025

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

((মোঃ আব্দুল আজিজ))পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, জেলা আইসিটি কর্মকর্তা আলিমুজ্জামান খান।

উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জাহিদুর রহমান, মহিম গাংগুলি, সহকারী অধ্যাপক হোসনেআরা খানম, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, সেখ রুহুল কুদ্দুস, গাজী নুর মোহাম্মাদ, শিক্ষার্থী সায়েমা তাসনিম তিশা ও তুরানী আক্তার রাশা। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

27/03/2025

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় জাতীয় দিবস উদযাপিত

((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার প্রতুষ্যে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, দি রাইজিং সান প্রি ক্যাডেট স্কুল, বনানী সংঘ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, সোনালী ব্যাংক, রুপা মিউজিক্যাল একাডেমি ও পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯ টায় সরকারি কলেজ মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অফিসার ইনচার্জ সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,

সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান,

আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরকার, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন ও রমেন্দ্র নাথ সরকার সহ সকল সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি...SAAN Health cear Bangladesh ltd.লস্কর,সোলাদানা ,দেলুটি স্থানীয় ব্যাক্তি প্রয়োজন।নারী ও পুরুষ(মে...
17/02/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি...

SAAN Health cear Bangladesh ltd.
লস্কর,সোলাদানা ,দেলুটি স্থানীয় ব্যাক্তি প্রয়োজন।

নারী ও পুরুষ
(মেডিকেল কার্ড এর ধরনা ও সেল করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে)
👉 ডিউটি -(সকাল ৯ টা হতে বিকেল ৫ টা)
👉নিজ এলাকায় কাজের সুজোগ।
👉বেতন:(১০,০০০+টিএ ডিএ ২৫০০)
👉(6জন নারী ও পুরুষ) দরকার।
👉শিক্ষাগত যোগ্যতা: এস এস সি / এইচ এচ সি।
👉বয়স : (১৮ থেকে 30)
👉স্থানীয় বাসিন্দা হতে আবেদন আশা করছি।
লস্কর ,সোলাদানা ,দেলুটি বা তার আশপাশ। যাতে প্রতিদিন কাজ শেষ এ বাসায় ফিরতে বাড়তি খরচ না লাগে।
জব লোকেশন (পাইকগাছা থানা ।)

যোগাযোগ👉
টেরিটরি সেলস অফিসার(TSO)
( 01925676550) Only Whatsapp

16/02/2025

পাইকগাছা সরকারি কলেজে পিঠা উৎসব ; ৭০ প্রকারের পিঠা প্রদর্শন

((মোঃ আব্দুল আজিজ,))
পাইকগাছায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা সরকারি কলেজ দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে। কলেজ মাঠে আয়োজিত পিঠা উৎসবের ৯ টি স্টলে ৭০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। শনিবার দুপুরে পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক স্বপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন।

উদ্বোধক অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আলহাজ্ব জিএ সবুর, নিসচা সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ।

পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও বিভাগ থেকে স্টল দেওয়া হয়। মোট ৯ টি স্টল স্থান পায়। বিভিন্ন ফুলের নামে স্টল গুলোর নামকরণ করা হয়। স্টল গুলো হচ্ছে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের রজনী গন্ধা, প্রভাষক লুৎফা ইসলামের জুঁই চামেলী, বাংলা বিভাগের শাপলা শালুক, প্রভাষক মোখলেছুর রহমানের কৃষ্ণচুড়া, প্রভাষক মাহবুবা নাজনীন ইরানী, সোমা রায় ও তরুণ ঘোষ এর হাসনাহেনা, সুলতানা জাহান, উম্মে হায়াত মেহেরা বানু ও রনজিতা রাণীর পারিজাত, ব্যবস্থাপনা বিভাগের অপরাজিতা, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিফা আনজুম রাফীর রক্তকরবী ও সমাজকর্ম বিভাগের চন্দ্র মল্লিকা। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথি বৃন্দ।উদ্বোধনের পর পরই প্রতিটি স্টলে পিঠা ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।

পরিবার পরিজন এবং প্রিয়জনদের সাথে নিয়ে পিঠা উৎসবে আসেন বিভিন্ন বয়স এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ৩০-৪০ থেকে শুরু করে ৭০-৭২ প্রকারের পিঠা স্থান পায় স্টল গুলোতে। নানান ভাবে সাজানো হয় প্রতিটি স্টল। ক্রেতা আর দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে দিনভর উৎসব মূখর পরিবেশে মুখরিত থাকে পিঠা উৎসব। হরেক রকম পিঠা দেখতে উৎসবে এসেছে বলে জানান শিশু আরিয়ান ইয়াস। উৎসবে এসে নানান রকমের পিঠার সাথে পরিচিত হতে পেরেছি বলে জানান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া সুলতানা সাথী।

৭২ রকমের পিঠা প্রদর্শন করা হয়েছে বলে কৃষ্ণচুড়া স্টলের মাসুমা আক্তার জানান। স্টলে উপচে পড়া ভীড় ছিল বলে জানান হাসনা হেনা স্টলের প্রভাষক মাহবুবা নাজনীন ইরানি জানান।

উষ্ণতার পরশ নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও মাহেরা নাজনীন ((মোঃ আব্দুল আজিজ,))শীত প্রকৃতির একটা অংশ। মৌসুম এলেই শীত তার ...
08/02/2025

উষ্ণতার পরশ নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও মাহেরা নাজনীন

((মোঃ আব্দুল আজিজ,))
শীত প্রকৃতির একটা অংশ। মৌসুম এলেই শীত তার সর্বোচ্চ শক্তি নিয়ে হাজির হয় প্রকৃতিতে। শীতের সময় খুব বেশি দীর্ঘ নয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শীতের মেয়াদ থাকে। বাংলা ঋতু অনুযায়ী পৌষ ও মাঘ মাস কে শীতকাল বলা হয়। যদিও বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন জনিত কারনে ঋতু বৈচিত্র্যের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। এ কারণে প্রকৃতিতে শীতের আগমন, উপস্থিতি এবং তীব্রতার মধ্যে ও কখনো কখনো কিছুটা তারতম্য দেখা যায়।

সচারাচর নভেম্বরের শেষের দিকে শীতের আগমন ঘটে এবং ফেব্রুয়ারী মাঝামাঝি পর্যন্ত শীত অবস্থান করে। তবে এই পুরোটা সময় শীতের তীব্রতা থাকে না। শীত প্রকৃতির এমন একটা অদৃশ্য বস্তু। যা দেখা যায় না শুধু অনুভবে বোঝা যায়। শীতের উপস্থিতি ঘটা করে জানান দেওয়া লাগে না। শুধু মানুষ নামের প্রাণী নয়, প্রকৃতির সব জীব বৈচিত্র্য শীতের উপস্থিতি টের পায়। প্রবাদ আছে শীতের উষ্ণতা প্রকৃতিকে ও ছাড় দেয় না।

প্রকৃতির সবকিছুর উপর শীতের প্রভাব থাকে। এক কথায় শীতের তীব্রতা জনজীবন কে বিপর্যস্ত করে তোলে। শীতের সময় গরম পোশাক এবং লেপ, কাথা ও কম্বলের মতো বস্ত্র দিয়ে শীতের উষ্ণতা থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে থাকি। সমাজের বিত্তবান মানুষের পক্ষে এধরনের সুরক্ষা নিশ্চিত করা সহজ হলেও শীত আসলেই বিপাকে পড়েন সমাজের গরীব, দুস্থ, অসহায়, কর্মজীবী ও ছিন্নমূল মানুষ। এদের মধ্যে আবার সবচেয়ে সমস্যায় থাকেন বয়স্ক নারী, পুরুষ, অসুস্থ ও শিশু শ্রেণির মানুষ।

গরম পোশাক এবং প্রয়োজনীয় বস্ত্র এদের কেনার সক্ষমতা থাকে না। এজন্য তারা শীত আসলেই সরকার এবং সমাজের বিত্তবানদের পানে চেয়ে থাকে। কখন একটা কম্বল পাবে এ আশায় থাকে শীতার্ত অসহায় মানুষ গুলো। সরকারের পক্ষ থেকে অসংখ্য অসহায় ছিন্নমূল মানুষের এমন অপেক্ষার অবসান করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

কখনো তিনি রাতের আঁধারে, কখনো শীতের সকালে কখনো আবার পড়ন্ত বিকেলে শীতবস্ত্র নিয়ে ছুটে গেছেন গরীব দুস্থ ও অসহায় মানুষের দুয়ারে দুয়ারে। পুরো শীতের সময় জুড়ে তিনি এভাবেই পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধের নীচে বসবাসকারী ছিন্নমূল মানুষ, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বসবাসরত অসহায় মানুষ এবং এতিমখানা মাদ্রাসার কোমলমতি শিশুসহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে চলেছেন। যতটুকু পারছেন নিজ হাতে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এসব শীতবস্ত্র।

এছাড়া তিনি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ও দুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শীতবস্ত্র। প্রচন্ড শীতে ইউএনও মাহেরা নাজনীন এর কাছ থেকে উষ্ণতার পরশ পেয়ে খুশি এলাকার ছিন্নমূল মানুষ।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া শীতবস্ত্র ( কম্বল) সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এ প্রসঙ্গে ইউএনও মাহেরা নাজনীন বলেন এটা একটি মানবিক কাজ। শীতে দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়ার মাঝে এক ধরনের প্রশান্তি আছে। সীমাবদ্ধতা ও রয়েছে, ইচ্ছে থাকলেও সরকারের পক্ষ থেকে সকল মানুষের কাছে পৌছানো সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে।

16/01/2025

খুবি উপাচার্য সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন;
দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে বিশ্বমানের ইনস্টিটিউশনে রুপান্তর করার পরিকল্পনা

((মোঃ আব্দুল আজিজ,))
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্মাণাধীন পাইকগাছা কৃষি কলেজকে একটি বিশ্বমানের ইনস্টিটিউশনে রুপান্তর করা হবে এমন পরিকল্পনার কথা বলেছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বুধবার সকালে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান হিসেবে নির্মাণাধীন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নির্মাণাধীন পাইকগাছা কৃষি কলেজ ২০২৪ সালের ২২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি চলতি বছরের জুলাই হতে প্রতিষ্ঠানটি চালু করা হতে পারে। উপাচার্য রেজাউল করিম বলেন এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সক্ষমতা রয়েছে। আমরা আমাদের দক্ষতা এবং জ্ঞান কে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বমানের ইনস্টিটিউশনে রুপান্তর করা হবে। এই মুহূর্তে কৃষি, মৎস্য, ব্যবসা প্রশাসন ও ফরেস্টি সহ ৪ টি বিভাগ নিয়ে কাজ করবো। যারা কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন এখান থেকে তারা গ্রাজুয়েশন করতে পারবেন। এছাড়া উপকূলীয় এবং সামুদ্রিক বিভিন্ন বিষয় নিয়ে এ প্রতিষ্ঠানে গবেষণা করা হবে। প্রতিষ্ঠান টি দক্ষ জনশক্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপাচার্যের সফর সঙ্গী হিসেবে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ড. মোঃ নুরুন্নবী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, খুবির প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ড. মোঃ খায়রুল আলম, পরিচালক পরিকল্পনা ড. সাইফুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ফরেস্ট এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজমুস শাহদাৎ, এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর মোঃ ইয়াসমিন আলী, রেজিস্ট্রার প্রফেসর এসএম মাহবুবুর রহমান, প্রফেসর ড. রায়হান আলী, প্রফেসর ড. শামীম আহসান, ড. ইয়াছিন আলী, ড. মুহাম্মদ আব্দুর রউফ, ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ড. ওয়াসিউল ইসলাম, সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল বাশার, প্রধান প্রকৌশলী এসএম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ সাইফুল আলম বাদশা, অধ্যাপক শরীফ মোঃ খান, ড. আশিক উর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, আশরাফুল হক, উপ সহকারী প্রকৌশলী আকরাম হুসাইন ও মাহমুদুল হাসান। পরিদর্শন শেষে খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপাচার্যের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, আনোয়ারুল কাদীর, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের পাইকগাছা কয়রা সড়কের চক বগুড়া মৌজায় ২৫ একর জমির উপর নির্মাণ করা হচ্ছে কৃষি কলেজ। ২০১৮-১৯ সালে অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করা হয়। তার আগে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা।

কলেজের সীমানা প্রাচীর এবং প্রধান ফটক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ করা হয়েছে ৪ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ৪ তলা একটি প্রশাসনিক ভবন, ৪তলা বিশিষ্ট একটি ছাত্রী নিবাস ও একটি ছাত্রাবাস, ৪ তলা বিশিষ্ট একটি টিচার্স কোয়ার্টার, একটি স্টাফ কোয়ার্টার, এক তলা বিশিষ্ট একটি মসজিদ, দুই তলা বিশিষ্ট একটি ফার্ম হাউস, দুই তলা বিশিষ্ট অধ্যক্ষের বাসভবন ও অন্যান্য অবকাঠামো।

সোহাগা...... "সাবিনা ইয়াসমিন"এখন আমরা যে যার মতো থাকিকেউ বৃষ্টির বিকেল, টপ্পা গানের তালকেউবা বেনের চুলায় আজীবনের জ্বলন...
15/01/2025

সোহাগা......

"সাবিনা ইয়াসমিন"

এখন আমরা যে যার মতো থাকি
কেউ বৃষ্টির বিকেল, টপ্পা গানের তাল
কেউবা বেনের চুলায় আজীবনের জ্বলন্ত সোনা

আমরা এই জীবন যাপনেই ভীষণ রকম অভ্যস্ত
তবু তুমি এসে আচম্বিতে একটুখানি আগুন উস্কে দিলেই
আমি তাকে সোহাগা ভেবে নিয়ে
কেমন দেখো, গয়না হয়ে চমকাই।

ঊনকোটি চৌষট্টি........... সাবিনা ইয়াসমিন( যুগ্ম সচিব) সবাই ঘুমিয়ে পড়েছেজোনাকি, প্যাঁচাপক্ষী, ফুলনদী ও বৃক্ষ, রোপা আমন...
14/01/2025

ঊনকোটি চৌষট্টি...........

সাবিনা ইয়াসমিন( যুগ্ম সচিব)

সবাই ঘুমিয়ে পড়েছে
জোনাকি, প্যাঁচাপক্ষী, ফুল
নদী ও বৃক্ষ, রোপা আমনের মাঠ
জংলার ওধারে নির্মোক ছাড়িয়ে গেছে বাস্তুসাপ
সেও এখন ঘুমে অচেতন।

আমি শুধু জেগে থাকি
রাত-টহলিয়া তারার মতো, গান গাই
সে গানের চূড়ায় চূড়ায়
বিষাদ তোলে সুর

সে গানের চূড়ায় চূড়ায়
দুঃখ বেজে ওঠে

রাত-টহলিয়া তারার মতো
জেগে জেগে দেখি
ফেলে এসেছি
ঊনকোটি চৌষট্টি জীবন
দেখি মৃত্যুর রঙ, কৃষ্ণসার মেঘের আকর।

পাইকগাছায় মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় মোটার সাইকেল মুখোমুখি সংঘর্ষে  দুইজন ন...
13/01/2025

পাইকগাছায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে
দুইজন নিহত

((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় মোটার সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন পাইকগাছা-খুলনা প্রধান সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কপিলমুনি ইউপি'র মালথের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও একই এলাকার কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১)। আহত হুসাইন (২২) কয়রা উপজেলার আমাদি ইউপি'র হরিহরনগরের আব্দুস সালাম গাজীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত রুহুল আমীন ও ফিরোজ পাইকগাছা মৎস্য আড়ৎ এর কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারা গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌছে গো খাদ্য বিচালী বোঝায় নছিমন অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা হুসাইন গাজী'র মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইব্রাহীম গাজী জানান, পথচারিরা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করেন। ২ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তালার কাছাকাছি পৌঁছালে রুহুল আমিন ও ফিরোজের মৃত্যু হয় বলে জানা যায়।

মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানিয়েছেন।

11/01/2025

পাইকগাছা সালাফিয়া মাদরাসা'র শুভ উদ্বোধন

((মোঃ আব্দুল আজিজ)) পাইকগাছা সালাফিয়া মাদরাসা'র উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে বান্দিকাটী আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন মাদরাসা ভবনে অনুষ্ঠিত হয়।

মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সেলিম জাহাঙ্গীর সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আহলে হাদিস জামে মসজিদ এর সাবেক সভাপতি আলহাজ্ব রহমত আলী গাজী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, বর্তমান সভাপতি অলিউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ,

উপজেলা আহলে হাদিস সংগঠনের সভাপতি হারুন অর রশীদ, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, কারী নুর মোহাম্মদ, আব্দুল করিম জোয়ার্দার, আসাদুল ইসলাম, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, রবিউল ইসলাম, বাচ্চু গাজী, আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও কিনু গাজী।

উল্লেখ্য নতুন প্রতিষ্ঠিত মাদরাসাটি উপজেলা আহলে হাদিস সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। মাদরাসায় প্রাথমিকভাবে দুটি বিভাগ চালু করা হয়েছে। নূরানী বিভাগে শিক্ষার্থীদের প্লে, নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে পড়ার সুযোগ রাখা হয়েছে। প্রি- হিফয বিভাগে আমপারা, কায়েদা ও নাজেরা'র পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও সাধারণ জ্ঞান শিক্ষার সু- ব্যবস্থা রয়েছে।

এখানকার উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা আল মাহাদ আস সালাফি মাদরাসা সহ পর্যায়ক্রমে ঢাকা ও মদিনায় লেখাপড়ার সুযোগ রয়েছে।

পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকখুলনার পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্...
08/01/2025

পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার বন্ধ থাকায় চরম ভোগান্তিতে গ্রাহক

খুলনার পাইকগাছায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন শত শত গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহার কারী গ্রাহকরা। সেই সাথে ভোগান্তিতে পড়েছেন নগত, বিকাশ,রকেট ব্যবহারকারী গ্রাহক।

চলতি মাসের ১জানুয়ারির থেকে বিভিন্ন অনুদানের টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢোকায় বিপাকে পড়েছে ভাতা ভোগী গ্রাহক। গত ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে উপজেলার পৌর সদরের সেটেলমেন্ট অফিস সংলগ্ন গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার বন্ধ থাকায় গ্রাহকরা সেবা নিতে পারছেন না।

পাইকগাছা পৌর সদর থেকে জেলা শহর ৬৬ কিলোমিটার হওয়ায় জেলা শহর থেকে সেবা নেওয়া অসম্ভব হয়ে পড়ে।ভুক্তভোগীরা বলছেন তাদের ভাতার টাকা গ্রামীণফোন সিমের নগদ একাউন্টে ঢুকছে কিন্তু সিম নষ্ট হয়ে যাওয়ায় সিম রিপ্লেসমেন্ট করতে পারছেন না।

উক্ত বিষয়ে পাইকগাছা গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারের সত্ত্বাধিকারী আলমগীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার চিংড়ী ঘেরে পোনা অবমুক্ত ও দোয়া অনুষ্ঠান((মোঃ আব্দুল আজিজ)) পাইকগাছার সাবে...
08/01/2025

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার চিংড়ী ঘেরে পোনা অবমুক্ত ও দোয়া অনুষ্ঠান

((মোঃ আব্দুল আজিজ)) পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ ও আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ এর ৬০০ বিঘা চিংড়ী ঘেরের পোনা অবমুক্ত, কোরআন পাঠ ও দোয়া অনুষ্ঠান বুধবার বিকালে লতার পুতলাখালীস্থ চিংড়ী ঘেরে অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয় জমির মালিক ও এলাকার সুধীজনদের উপস্থিতিতে ঘেরে চিংড়ী পোনা অবমুক্ত করা হয়। এসময় ঘের মালিকরা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, বিএনপি নেতা আনোয়ারুল কাদীর, আমিনুর সরদার, ইব্রাহিম গাজী, রেজাউল ইসলাম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, রুস্তম আলী, চিত্তরঞ্জন মন্ডল, দেবাশীষ রায়, সুনীল রায়,

পবিত্র মন্ডল, কুমারেশ সরকার, অরন্য রায়, অসিত সরকার, সুভাষ ঢালী, তুষার মিস্ত্রি, স্বপন মন্ডল, বছির শেখ, সুকৃতি মন্ডল, অজিত মন্ডল, দীপক মন্ডল, অভিনাশ মন্ডল, নিখিল মন্ডল, স্বপন মন্ডল, প্রকাশ ঢালী, অশোক ঢালী, আনন্দ ও বিধান বিশ্বাস।

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when ॥Welcome to Paikgacha॥ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ॥Welcome to Paikgacha॥:

Share

★ পাইকগাছা উপজেলার ইতিহাস ★ ***এক নজরে পাইকগাছা***

★ পাইকগাছা উপজেলার ইতিহাস ★ 📷

পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। ২২-০৪-১৮৭২ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। পাইকগাছা উপজেলার মোট আয়তন ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার। এই উপজেলার মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩ জন। খুলনা জেলা সদর থেকে এর দূরত্ব প্রয় ৬৫ কিঃমিঃ।

▣ ভৌগলিক পরিচিতি ::পাইকগাছা উপজেলার ভৌগলিক অবস্থানউত্তর অক্ষাংশের ২২ ২৮' এবং ২২ ৪৩' উত্তর অক্ষাংশে ৮৯ ১৪' এবং ৮৯ ২৮' পূর্ব দ্রাঘিমাংশের উত্তরে সাতক্ষীরার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।