
29/01/2025
জীবনে আমার বড় কোন প্রাপ্তি নেই তবে চেষ্টা করি সাধ্যমত মানুষের উপকার করার। যদিও আমি বড় প্রাপ্তি মনে করি, মানুষের উপকার করতে পারায়। কারন আমি মানুষের দোয়ায় বিশ্বাসী। কল্পনার কথা মনে আছে নিশ্চয়ই, ভয়াবহ নির্যাতনের শিকার কল্পনা এখন সুস্থ। ১০০ দিনের চিকিৎসা শেষে কল্পনা এখন বাড়ির পথে। নতুন একটা সুন্দর জীবন হোক কল্পনার। এই লড়াইয়ে পাশে থাকা প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞতা। শেষ ছবিটা কল্পনাকে উদ্ধারের সময় তোলা।
- ইশতিয়াক ইমন