Shop Nil Nanyon

Shop Nil Nanyon ভালোবাসা অবিরাম

আমি ব্যক্তিগত ভাবে Faraaz Karim Chowdhury কে বলবো, তোমার বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, সেটআপ আছে, কাজ শুরু করো, একই ...
22/08/2024

আমি ব্যক্তিগত ভাবে Faraaz Karim Chowdhury কে বলবো, তোমার বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, সেটআপ আছে, কাজ শুরু করো, একই ভুল আর করিও না। মানুষ তোমাকে মাফ করে দিবে আমার বিশ্বাস।
বি দ্র. তার সাথে আমার কখনো ব্যক্তিগত কানেকশন হয় নাই।

সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ও ৪০টি উদ্ধারকারী যান ফেনীতে পাঠানো হয়েছে৷ একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছ...
22/08/2024

সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ও ৪০টি উদ্ধারকারী যান ফেনীতে পাঠানো হয়েছে৷ একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে৷ নৌবাহিনীর ৭১ জন সদস্য ও আটটি উদ্ধারকারী যান কাজ করছে৷ এছাড়া বিজিবিসহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে৷ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের বিরুদ্ধে ‘নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে (বাংলাদেশে) বন্যা সৃষ্টির’ অভিযোগ করেছেন৷

22/08/2024

যারা আটকে আছেন ছাদে, অনুগ্রহ করে লাল কাপড় 🚩টাংগিয়ে রাখুন, হেলিকপ্টার এর খুজতে সুবিধা হবে। ২০ মিনিট পর পর হেলিকপ্টার যাচ্ছে।

22/08/2024

-/বিভিন্ন শহর থেকে যারা ফান্ডিং কালেক্ট করে ফেনি,কুমিল্লা, নোয়াখালী আসতেছেন কষ্ট করে ঐ টাকায় খাবারের জিনিস নিয়ে আসার চেয়ে নৌকা বা ট্রলারের ব্যবস্থা করে এখানে পাঠান!!খাবারের চেয়েও উদ্ধারটা বেশি গুরুত্বপূর্ণ!খাবার খাওয়ার জন্য জীবন লাগবে, জীবনই যদি না থাকে!

06/08/2024

২০১৯ সাল ২ এ মে রত্নী বাড়ি ছাত্রলীগ আমার সাথে যে অন্যায়টা করেছে আমাকে রাত ১২.৩০.মিনিটে ঝিরঝির বৃষ্টি পড়তেছিল ওই মুহূর্তে আমি বাসায় যাওয়ার সময় আমাকে যেভাবে হত্যার চেষ্টা করছিল তারা ১০ থেকে ১২ জন একটা গাড়িতে করে। তাদেরকে স্মরণ করিয়ে দিলাম তোমাদের অপকর্মের হিসাব শুরু করা হয়েছে । ছাত্র রাজনীতির নামে তোমরা যে নোংরামিগুলা করেছো তার হিসাব তোমাদেরকে দিতে হবে । কি পাওয়ারই ছিল সেদিন তোমাদের ভাই আমার কিছুই করার ছিল না। আমাকে হত্যা করার চেষ্টার পরেও আমি যে গাড়িটাতে করে পঞ্চগড় যাচ্ছিলাম ঐ গাড়িটার উপর তোমরা এটাক করেছ না জানি আরো কত জনের সাথে এই অন্যায়গুলো তোমরা করেছ তাই প্রস্তুত থাকিও। কোন এক সময় হয়তো সময় শুরু হয়েছে তোমাদের অপকর্মের ফল পাওয়ার

এবং অনেকেই এই বাড়ি ভাঙচুর আগুন দেওয়া নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছে আমি তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই শিং রোড কামারপাড়া কি অন্যায় করেছিল । পুরো একটা গ্রাম যখন তোমরা ধ্বংস করে দিলে তখন তাদের কেমন লেগেছিল ।এখন সেটা তোমাদের উপভোগ করার সময় এখন তোমাদের কেমন লাগে তোমরা যে অপকর্ম করেছ যে অন্যায় যে অবিচার করেছো সেটার ফল তোমরা এখন পাচ্ছ এতে মন খারাপ করার কিছুই নেই।
তোমরা অতীতে যা করে এসেছ যার সাথে করেছো ভবিষ্যতে তারা তোমাদের সাথে ওটাই করবে এটাই তোমাদের পাপ কর্মের ফল

তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা।

Follow me
28/11/2023

Follow me

Amio harai jabo

17/09/2022

যেহেতু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে নতুনদের সুযোগ করে দেয়ার ওজুহাতে, তাহলে সেখানে ক্রিকেট বোর্ডের নির্বাচকদেরও পরিবর্তনে আনা উচিৎ বহুদিন যাবৎ ক্রিকেট বোর্ডে আছে এদের থেকেও প্রতিভাবান মানুষ এদেশে আছেন তাদের সুযোগ দেওয়া উচিৎ। পাপন নান্নু গাংদের ক্রিকেট বোর্ড থেকে অপসারণ করা এখন সময়ের দাবী,, যদি ক্রিকেটারদের অফ ফর্মের কারনে দল থেকে বাদ দিতে হয়,, তাহলে যারা তাদের পরিচালিত করে তাদেরকেও ব্যর্থতার দ্বায়বার নিয়ে অতিদ্রুত পদত্যাগ করা উচিত💖💖

#তামিম

আমি যত বড় ক্রিকেটারই হই না কেন কখনো যদি আমাদের দেশ বিপদে পড়ে আমি  বাচাঁইতে পারবো না, পারবে  প্রবাসী বাংলাদেশী যারা কষ্...
16/09/2022

আমি যত বড় ক্রিকেটারই হই না কেন কখনো যদি আমাদের দেশ বিপদে পড়ে আমি বাচাঁইতে পারবো না,
পারবে প্রবাসী বাংলাদেশী যারা কষ্ট করে বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায়!

🗣️ তামিম ইকবাল

10/09/2022
09/09/2022

১_মিনিট_সময়_নিয়ে_পড়ুন।

রক্ত দিতে ভয় পান ?
কথা দিলাম ফোন দিবনা আপনাকে।
বলবনা এক জন মা মারা যাচ্ছে রক্তের অভাবে।
রক্ত নিবনা আপনার থেকে,
ভয় পাবেন না,
ব্লাড গ্রুপ টি চেক করে রাখুন।
যেই মা মৃত্যু যন্ত্রণা কে ভয় না পেয়ে
জন্ম দিয়েছিল আপনাকে।
সেই মায়ের জন্য যদি কখনো রক্ত লাগে ??
তখন কি করবেন ??
আমরা আছি আপনার পাশে।
ভয় পাবার কিছু নাই।
রক্ত দিন জিবন বাঁচান
আমার টা... o+…...
আপনার গ্রুপ জানা থাকলে বলবেন প্লিজ

যদি পারেন মোবাইল নাম্বারটা ইনবক্সে দিয়েন।
#রক্তদানে আমরা সবাই ভাই ভাই

07/09/2022

😁😁😁

21/08/2022

এটাই ভালোবাসা

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Shop Nil Nanyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share