
05/08/2025
বিড়াল মুরগি ধরবে—এটাই তার স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। এটা স্বাভাবিক।
আপনি যদি আপনার পোষা পাখিকে সুরক্ষিত রাখতে না পারেন, সেটি আপনার ব্যর্থতা। কিন্তু সেই ব্যর্থতার দায়ে অবলা প্রাণী একটি বিড়ালকে পিটিয়ে মারা কতটা ন্যায়সঙ্গত?
আপনি মানুষ, বিড়াল নন। আপনার বোধ, বিবেক ও ন্যায়ের বোধ থাকার কথা। একটি প্রাণী তার প্রাকৃতিক আচরণে পরিচালিত হয়ে খাদ্যের জন্য শিকার করলো, আর আপনি তার জন্য তাকে নির্মমভাবে হত্যা করলেন?
হয়তো আজ আমরা কিছু বলছি না, কিছু করছিও না। কিন্তু মনে রাখবেন—প্রকৃতির প্রতিশোধ খুবই নির্মম। আজ আপনি যা করছেন, ভবিষ্যতে তার ফল আপনাকেই ভোগ করতে হবে।
বিদাতা বিচার করবেন—সেই বিচার থেকে কেউ রেহাই পায় না।