RATUL VloG

RATUL VloG Hi! I am Ratul. Welcome to my parsonal blog page. Injoy my videos

বিড়াল মুরগি ধরবে—এটাই তার স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। এটা স্বাভাবিক।আপনি যদি আপনার পোষা পাখিকে সুরক্ষিত রাখতে না পারেন, ...
05/08/2025

বিড়াল মুরগি ধরবে—এটাই তার স্বভাব, সৃষ্টিগত বৈশিষ্ট্য। এটা স্বাভাবিক।
আপনি যদি আপনার পোষা পাখিকে সুরক্ষিত রাখতে না পারেন, সেটি আপনার ব্যর্থতা। কিন্তু সেই ব্যর্থতার দায়ে অবলা প্রাণী একটি বিড়ালকে পিটিয়ে মারা কতটা ন্যায়সঙ্গত?

আপনি মানুষ, বিড়াল নন। আপনার বোধ, বিবেক ও ন্যায়ের বোধ থাকার কথা। একটি প্রাণী তার প্রাকৃতিক আচরণে পরিচালিত হয়ে খাদ্যের জন্য শিকার করলো, আর আপনি তার জন্য তাকে নির্মমভাবে হত্যা করলেন?

হয়তো আজ আমরা কিছু বলছি না, কিছু করছিও না। কিন্তু মনে রাখবেন—প্রকৃতির প্রতিশোধ খুবই নির্মম। আজ আপনি যা করছেন, ভবিষ্যতে তার ফল আপনাকেই ভোগ করতে হবে।

বিদাতা বিচার করবেন—সেই বিচার থেকে কেউ রেহাই পায় না।

29/03/2024

Sorry😶

রবের কাছে কি জবাব দিবেন 🙃
01/01/2024

রবের কাছে কি জবাব দিবেন 🙃

30/12/2023

ফানুস বা আতশবাজীর প্রার্থনা করার ক্ষমতা নাই। ওরা আপনার হ্যাপি নিউ ইয়ারের উইশ খোদার কাছে পৌঁছাইতে পারবে না।

কিন্তু আপনাদের ঐ ফানুসের আগুনে যাদের ঘর পুড়বে, তারা মজলুম। তাদের প্রার্থনা করার ক্ষমতা আছে।

আপনাদের আতশবাজীর আগুনে যে পাখিটা মইরা যাবে, সেও মজলুম। তার কিন্তু খোদার কাছে যাইয়া আপনার নামে অভিযোগ করার ক্ষমতা আছে।

আপনার বিকট শব্দে বাজানো গানে যে বৃদ্ধ মানুষটার হার্টের ব্যাথা আরেকটু বাড়বে, সেও মজলুম। সে যদি আপনার নামে খোদার কাছে অভিযোগ করে, আপনার নতুন বছরের কী হবে, ভাইবা দেখসেন?

আপনার নিউ ইয়ারের উইশ নিয়ে আপনার ফানুস খোদার কাছে পৌছাবে কি না আমি জানি না, কিন্তু আপনার ফানুসের আগুনে যার ঘর পুড়েব, সেই মানুষটার অভিশাপ কিন্তু খোদার কাছে পৌঁছায় যাবে।

ফানুস আর খোদার মধ্যে আলোকবর্ষের দূরত্ব থাকে, বাট মজলুমের সাথে খোদার কোন পর্দা থাকে না, কথাটা মনে রাইখেন।

নিষিদ্ধ পল্লীতে যাদের নিয়মিত যাতায়াত Tanzim Hasan Sakib ভাই এর কথায় তো তাদের জ্বলবে এটাই স্বাভাবিক
18/09/2023

নিষিদ্ধ পল্লীতে যাদের নিয়মিত যাতায়াত
Tanzim Hasan Sakib ভাই এর কথায় তো তাদের জ্বলবে এটাই স্বাভাবিক

বাস্তবতা 💔🙂
15/09/2023

বাস্তবতা 💔🙂

23/08/2023

Haesh Reality💔🥺

👉RATUL VloGG

13/08/2023

My Friend google search

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আ...
02/08/2023

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যাপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা দল কে জানান, তাদের কাছে কেইস করে দিলে তাৎক্ষণিক ব্যবস্হা নিতে পারবে।

ধন্যবাদ

ধন্যপাত🤗
26/07/2023

ধন্যপাত🤗

খেলা হবে
24/07/2023

খেলা হবে

Ups sorry 😅Follow👉 RATUL VloG
24/07/2023

Ups sorry 😅

Follow👉 RATUL VloG


Address

Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when RATUL VloG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category