29/10/2025
প্রিয় হুজুর"মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর সাহেব — একজন নির্ভীক দাঈ, যিনি সর্বদা কুরআন-সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তাঁকে উগ্রবাদী স্কন (SKN) হুমকি দিচ্ছে! এটা শুধু একজন আলেমকে নয় — বরং পুরো দ্বীনি অঙ্গনকে হুমকি দেওয়ার সামিল।
আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই —
👉 একজন দাঈকে ভয় দেখিয়ে দাওয়াত বন্ধ করা যাবে না।
👉 হুমকি দিয়ে সত্যের কণ্ঠ রোধ করা যাবে না।
👉 আল্লাহর পথে যারা কাজ করে, তাদের পাহারাদার স্বয়ং আল্লাহ তাআলা।
মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর সাহেবের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো।
সত্যের পথে চলা মানুষকে থামানো যায় না, বরং তার কণ্ঠ আরও জোরালো হয়।