Soiyod Rasel Ahmad

Soiyod Rasel Ahmad 💐যেন শহীদি দাফন হয় ওগো মা রক্তপোষাক মেলে। তোমার ছেলে শহীদ হলে নিও না কষ্ট দিলে।💐
💐 شهیدی تمنا💐
হাফেজ মাওলানা সৈয়দ রাসেল আহমাদ
(8)

প্রিয় হুজুর"মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর সাহেব — একজন নির্ভীক দাঈ, যিনি সর্বদা কুরআন-সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে...
29/10/2025

প্রিয় হুজুর"মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর সাহেব — একজন নির্ভীক দাঈ, যিনি সর্বদা কুরআন-সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। আজ তাঁকে উগ্রবাদী স্কন (SKN) হুমকি দিচ্ছে! এটা শুধু একজন আলেমকে নয় — বরং পুরো দ্বীনি অঙ্গনকে হুমকি দেওয়ার সামিল।

আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই —
👉 একজন দাঈকে ভয় দেখিয়ে দাওয়াত বন্ধ করা যাবে না।
👉 হুমকি দিয়ে সত্যের কণ্ঠ রোধ করা যাবে না।
👉 আল্লাহর পথে যারা কাজ করে, তাদের পাহারাদার স্বয়ং আল্লাহ তাআলা।

মুফতি আবদুল্লাহ আল মঞ্জুর সাহেবের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো।
সত্যের পথে চলা মানুষকে থামানো যায় না, বরং তার কণ্ঠ আরও জোরালো হয়।

প্রজাতন্ত্রের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো নারীর সাথে  তার সম্মতি থাকা স্বত্ত্বেও শারিরীক সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হব...
19/10/2025

প্রজাতন্ত্রের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো নারীর সাথে তার সম্মতি থাকা স্বত্ত্বেও শারিরীক সম্পর্ক ধর্ষণ হিসাবে গণ্য হবে।

পুলিশ ধর্ষকের পক্ষে অবস্হান নিয়েছে ।
যা মারাত্মক এক অপরাধ।
বাংলাদেশের দণ্ডবিধি (Penal Code), ১৮৬০–এর ধারা ৩৭৫ অনুযায়ী,
" যদি কোনো মেয়ের বয়স ১৮ বছরের কম হয় এবং তার সাথে তার সম্মতি থাকুক বা না থাকুক, কেউ শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে। "

অর্থাৎ —
- মেয়েটি যদি ১৮ বছরের নিচে হয়,
- এমনকি সে “সম্মতি দিয়েছে” বললেও,
- আইন তা বৈধ সম্মতি হিসেবে স্বীকৃতি দেয় না।

তাছাড়া, যদি ছেলেটি মেয়েটিকে পালিয়ে নিয়ে যায়, তাহলে অপহরণ (Kidnapping) বা অবৈধভাবে আটক রাখার (Abduction) অভিযোগও প্রযোজ্য হতে পারে — যা আরও আলাদা অপরাধ।
দণ্ডবিধি, ১৮৬০ (ধারা ৩৭৫, ৩৭৬) — ধর্ষণ সংক্রান্ত
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) — যেখানে ১৬ বছরের নিচে শিশুর সাথে যৌন সম্পর্ককে গুরুতর অপরাধ ধরা হয়েছে।

পুলিশ কি আইন টাইন ভুলে গেলো নাকি ?????©️

18/10/2025

#জামাতের_পাঠানো_চিঠি_খতিব_সাহেব ছিড়ে ফেলেন
আজ জুমার বয়ানে মাও: নাজমুল হাসান কাসেমীর বক্তব্য
#রোজা_আর_পূজা_এক_নয়
খতিব সাহেব বলেন গত শুক্রবারেও বলেছি, আজ আবারো বলছি। আপনারা সংযত ও সংশোধন হোন, তাওবা পড়ুন।”
গত সপ্তাহে খতিব সাহেবের বিরুদ্ধে যে চিঠিটি দেওয়া হয়েছিল, তা তিনি সকল মুসুল্লিদের সামনে আজ আবারো উপস্থাপন করেন। উপস্থিত মুসুল্লি ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ ঐ চিঠি প্রত্যাখ্যান করেন।

খতিব সাহেব তখনই সবার সামনে চিঠিটি ছিঁড়ে ফেলেন,
এবং সেই মুহূর্তে মুসুল্লিরা একসঙ্গে “নারায়ে তাকবির—আল্লাহু আকবার” বলে তাকবির দেন।
খতিব ১২ নং সেক্টর মসজিদ,বাইতুন নূর উত্তরা।
১৭/১০/২৫ ইং

মোবারক বাদ
17/10/2025

মোবারক বাদ

নিঝুম বেলায় সেই ছোট্ট ছেলে আমি।দেখেন তো চিনতে পারেন কিনা।তখনো আল্লাহর দেয়া সৌন্দর্যের কমতি ছিল না।আলহামদুলিল্লাহ
14/10/2025

নিঝুম বেলায় সেই ছোট্ট ছেলে আমি।
দেখেন তো চিনতে পারেন কিনা।
তখনো আল্লাহর দেয়া সৌন্দর্যের কমতি ছিল না।
আলহামদুলিল্লাহ

নির্লজ্জ মিডিয়া, খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিজিবির উপর হা+ম*লা হচ্ছে আহত করছে— এটা কি তোমাদের চোখে পড়ে না?কিছুদিন আগেও...
28/09/2025

নির্লজ্জ মিডিয়া, খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিজিবির উপর হা+ম*লা হচ্ছে আহত করছে— এটা কি তোমাদের চোখে পড়ে না?
কিছুদিন আগেও তারা এমনটি করেছিল, এই পাহাড়ি স+ন্ত্রা*সীরা আমাদের দেশকে বিভক্ত করতে চায়।এরা দোকান ভা+ঙচুর ও লু+টপাট করছে।
এখনই সজাগ না হলে — তিন পার্বত্য জেলাকে এরা দেশ থেকে আলাদা করে ফেলবে!
সরকার কে বড় পদক্ষেপ নিতে হবে অবশ্যই।

25/09/2025

নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপর রাজত্ব করে ,,,,
পায়ের হাড় থেকেও সৃষ্টি করা হয়নি যে সে অবহেলিত হয়ে পড়ে ,,,,
বরং তাকে সৃষ্টি করা হয়েছে বুকের হাড় থেকে যেন পুরুষ থাকে হৃদয়ের কাছে রাখে ,,,,🌼🥀🥰🌻

19/09/2025

ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি
পঞ্চগড়ের ডাক্তার আবুল কাশেম....!

একজন ডাক্তারের কাছে এটা আশা করা যায় না...

আমি নিজেই এর সাক্ষ্যি

অভিনন্দন প্রিয় ভাইএটা তোমাদের বিজয় নয়। এটা ইসলাম পন্থীদের বিজয়।
10/09/2025

অভিনন্দন প্রিয় ভাই
এটা তোমাদের বিজয় নয়। এটা ইসলাম পন্থীদের বিজয়।

Address

সিতাগ্রাম হেলিবোর্ড বাজার পঞ্চগড়
Panchagarh
135790

Telephone

+8801746722927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soiyod Rasel Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share