29/05/2025
তোমাকে বলা হয়নি কখনো,
তবুও তুমি জানো—
আমি কেমন করে তোমায় দেখি,
নিরবে, প্রতিদিন, প্রতিক্ষণে।
তোমার হাসি দেখলে বুক কেঁপে ওঠে,
তবু মুখে হাসি রাখি,
যেন কিছুই হয়নি…
যেন আমি কিছুই চাই না।
তুমি অন্য কারো নাম বললে,
আমার চোখের কোণে জলের গল্প জমে,
তুমি টের পাও, বুঝিও,
তবুও তাকাও না ফিরে।
আমি দাবি করিনি কিছু,
আমি চেয়েছি শুধু একটুখানি "তুমি",
তুমি যে আমার ছিলে না কোনোদিন,
তা জেনেও বুকে রেখেছি তোমারই ঘর।
তুমি সুখে থেকো—যার সাথে ভালোবাসো,
আমি থাকবো দূরে, নিঃশব্দ ছায়া হয়ে,
ভালোবাসা দিয়ে, না পাওয়ার সুখে,
তোমার আড়ালে, এক জীবনের মতো করে।
কথা,,,,,,,,@