DHAKA IHT

DHAKA IHT আসসালামু আলাইকুম। ঢাকা আইএইচটি কোনো ছবি/ভিডিও পোস্ট করালে পেইজে মেসেজ দিবেন,ক্রেডিট সহ পোস্ট করা হবে।

Institute of health technology, Mohakhali Dhaka
(8)

⚽⚽
12/07/2025

⚽⚽

Eid Mobarak dhaka iht 70 batch
08/07/2025

Eid Mobarak dhaka iht 70 batch

05/07/2025

🛡️ অপারেশন থিয়েটার—নীরব সাহসিকতার মঞ্চ!�"অজানা, অচেনা—but indispensable!"
লোকে ভাবে—সার্জনই সব! কিন্তু একবার কি ভেবেছো—সেই সার্জারির পেছনে কারা নিঃশব্দে যুদ্ধ করে?
সেই মানুষটাই OTA—অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট/টেকনোলজিস্ট।�যাদের ছাড়া কোনও অস্ত্রোপচারই সম্ভব নয়।

৩-৪ বছর ধরে শেখে এনাটমি, ফিজিওলজি, স্টেরিলাইজেশন, সাপ্লাই চেইন, এনেসথেসিয়া সাপোর্ট, OT ইথিক্স…�রোগীর জীবন হাতে নিয়ে কাজ শেখে – ধৈর্য, দক্ষতা, শৃঙ্খলা আর সাহস নিয়ে।�প্রতিদিন নতুন কিছু শিখতে হয়—কারণ, ভুল একটাই হতে পারে জীবন ও মৃত্যুর পার্থক্য।
�সরকারি-বেসরকারি হাসপাতাল, সার্জারি ক্লিনিক, ট্রমা সেন্টার, বেসামরিক বা সামরিক মেডিকেল—সবখানে তাদের প্রয়োজন।�তারা শুধু সার্জনের সহকারী নয়—অপারেশন থিয়েটারের আসল চালক।
কিন্তু কেউ কি চেনে?�অস্ত্রোপচার সফল হলে বাহবা পায় সার্জন—OTA? চুপচাপ ফিরে যায় পরের প্রস্তুতিতে।
�স্টেরাইল গ্লাভস, গাউন, মাস্ক—ঘাম আর চাপের মাঝে কয়েক ঘণ্টা একনাগাড়ে দাঁড়িয়ে থাকা।�বমি, রক্ত, শরীরের খোলা অংশ—সবকিছু সামলে রাখতে হয় মনোবল।�দুপুর, রাত, ঈদ, পুজো—সবই থেমে যায় ইমার্জেন্সি কল এ।
�বিদেশে OTA পেশার বিশাল চাহিদা।�যারা সত্যিকারের দক্ষ, তাদের জন্য আছে আন্তর্জাতিক জব, স্কলারশিপ, উচ্চতর প্রশিক্ষণ।
�দুপুরে ফোন আসে: "এক্সিডেন্ট কেস, এখনই আসুন!"�সন্তান ঘুমায়, বাবা/মা তখন অপারেশন থিয়েটারে—জীবন বাঁচানোর দায়িত্বে।
তবুও হাসে তারা—কারণ তারা জানে, কারও একটা জীবন এখন তাদের হাতে।
�অনেকেই এখনো জানে না—OTA কারা, কী করে।�তাদের চোখে OTA মানে—“অপারেশন রুমে কিছু টুলস দেয়!”�কিন্তু সেই হাতেই হয়ত রোগীর শ্বাস ফেরে।

একজন OTA হলো অপারেশন থিয়েটারের ছায়া-নায়ক।�সার্জনের পেছনে দাঁড়িয়ে, রোগীর সামনে ঝুঁকে—তারা বাঁচায় জীবন, দেয় সাহস, এবং রাখে নিঃশব্দ প্রতিজ্ঞা।
�নিজেকে জিজ্ঞেস করো—তুমি কি পারো অন্ধকার ঘরে আলো জ্বালাতে?�তুমি কি পারো সার্জনের অদৃশ্য ডান হাত হতে?
সম্মান করো OTA-দের।�তাদের ছাড়া অস্ত্রোপচার কল্পনাও করা যায় না।�তাদের কাজই—নীরব সাহসের গল্প।
✍️ লিখেছেন:�Md Habibur Basar Habib�Student of Institute of health technology Mohakhali ,Dhaka�(গর্বিত OTA শিক্ষার্থী—পেশার প্রতি ভালোবাসা থেকে লেখা)

24/06/2025
23/06/2025

কলেজের জুনিয়র হলেই, আমাকে সালাম দিতে হবে?
না দিলেই সে বেয়াদপ?

এক সময় আমি জুনিয়র ছিলাম, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সিনিয়র,

কখনো কোন জুনিয়র বলতে পারবে না, সালামের জন্য কাউকে কিছু বলেছি, তাই বলে এমন না যে কেউ আমাকে কম সম্মান করে, এতটুক ফিল করি, অন্যদের তুলনায় বেশিই সম্মান পাই,,,আলহামদুলিল্লাহ

সালাম দেয়ার ব্যাপার টা শুধু জুনিয়র থেকে পাবো আর আমি মুড নিয়ে উত্তর দিয়ে নিজের গায়ে সুপেরিয়র ফিল লাগাবো
ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না,

তাই সালাম নিয়ে বাড়াবাড়ি না করাই উত্তম।

তবে হ্যাঁ, বড়দের সম্মান অবশ্যই দিতে হবে।
আর ছোটরা কোন ভুল করলে, তাকে সেটা বুঝিয়ে বলতে হবে যে, সেটা অনুচিত!!!

❤️
17/06/2025

❤️

সকালের ফাকা ক্যাম্পাস
15/06/2025

সকালের ফাকা ক্যাম্পাস

শোক সংবাদ সবার প্রিয় ,পেশাজীবি নেতা , বারিটের সাবেক সভাপতি , মেডিকেল টেকনোলজিস্ট -এস এম আব্দুর রব ভাই অদ্য দুপুর ১ ঘটিক...
13/06/2025

শোক সংবাদ
সবার প্রিয় ,পেশাজীবি নেতা , বারিটের সাবেক সভাপতি , মেডিকেল টেকনোলজিস্ট -এস এম আব্দুর রব ভাই অদ্য দুপুর ১ ঘটিকায় পপুলার মেডিকেল হাসপাতালে ইমারজেন্সিতে ইন্তেকাল ফরমায়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

❤️
11/06/2025

❤️

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when DHAKA IHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DHAKA IHT:

Share