06/03/2023
ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা??
মন চাইলে পড়তে পারেন......!
ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খুব একটা ভালো মনে নাই, তবে গল্পের থিমটি স্পস্ট মনে আছে। বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি-
ছোট্ট একটি ছেলে একটি রেস্টুরেন্টে বয়ের কাজ করেছিল (যেটা বর্তমানে এখন বলা হয়, যাস্ট পার্ট টাইম জব), একদিন ছেলেটি রেস্টুরেন্টের মালিককে বড়দিনের নিমন্ত্রণ করল, তখন সিস্টেম মতই ভদ্রলোক নিমন্ত্রণ খেতে ছেলেটির বাসায় গিয়ে মোটামুটি অসস্থিতেই পরে গেলেন, কারন তিনি(রেস্টুরেন্ট মালিক) বুঝতে পারলেন ছেলেটি কোন গরিব ঘরের ছেলে নয়! বাবা-মার আলাদা আলাদা গাড়ি আছে, বাড়ি নিজস্বতো বটেই আবার বহুতল বিশিষ্ট!! বাবা-মা দুজনেরই নিজস্ব আইডেন্টিটিও রয়েছে। তখন রেস্টুরেন্ট মালিকের প্রশ্ন হলো এত বড়লোকের ছেলের কাজ করার কি দরকার? কৌতুহল চাপিয়ে রাখতে না পেরে ছেলেটির কাছে জানতে চাইলেন, বাবা তুমি কাজ করছো কেন? উত্তরে ছেলেটি বলল আমার পরীক্ষা শেষ হয়েছে তো, যার কারনে অবসর সময়টি কাজে লাগানোর চেষ্টা করছি। গল্পটিতে কিছু বিষয় আমি স্মৃতি চারণ করার চেষ্টা করছি-
আমার মনে হয়েছে: রেস্টুরেন্টটির মালিকের বাড়ি বাংলাদেশে, বালকটি কোন উন্নত দেশের, বিষয়টির গল্প একটু পুরোনো। ঐ সময় সকলেই অবাক হয়ে যেত, বড়লোক বাড়ির ছেলে, চায়ের দোকানে কাজ করবে? কিন্তু আজ দেখছি, আমাদের গুরুজন ব্যাক্তি শিক্ষক মানুষও অটোরিক্সা চালিয়ে সোসাল মিডিয়ায় জানান দিচ্ছে!!!
আবার দেখুন, সিম্পল কোন শিক্ষাপ্রতিষ্ঠানেও পিওনের চাকরির জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছে! শিক্ষাগত যোগ্যতাও খারাপ না! উচ্চারণ করতে চাইছি না। ভাবুন তো- এতগুলি টাকা যে পরিবার দিতে পারে, সেই পরিবারের ছেলের কি এ চাকরি মানায়???
আর কথা না বাড়িয়ে - হ্যাঁ আপনাকেই বলছি, আসুন না, একটি স্মার্ট কাজ করে স্মার্ট পয়সা ইনকাম করি, তাহলেই তো নিজের বিবেকের কাছে আর লজ্জা পেতে হয় না।