MD Liton Ali

MD Liton Ali MD Liton Ali is reada to give you full computer skill and freelancing service

26/09/2023
🥀সবাই কাপড় চুরিতে ব্যস্ত ছিলো রোজা রেখে বঙ্গ মার্কেটে। কিন্তু এই বাচ্চাটি বসে ছিলো ফায়ার সার্ভিসের ফুটা পাইপ চেপে ধরে। র...
05/04/2023

🥀সবাই কাপড় চুরিতে ব্যস্ত ছিলো রোজা রেখে বঙ্গ মার্কেটে। কিন্তু এই বাচ্চাটি বসে ছিলো ফায়ার সার্ভিসের ফুটা পাইপ চেপে ধরে। রিয়াল হিরো সেলুট ভাই তোকে।✋

05/04/2023

রাজধানীর বঙ্গমার্কেটে ভয়াবহ আগুন।নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট এর সাথে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনী।

চোখের সামনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষের ঈদকে কেন্দ্র করে দেখা হাজারো স্বপ্ন।💔
পুড়ে ছাই হয়ে দেখা ছাড়া কিছু করার নাই।😥
বছরে ২টা ঈদ কে ঘিরে কত স্বপ্ন দেখা হয়। তার ভিতর রোজার ঈদে ব্যবসা অনেক বেশি হয়। তাই সারা বছর অপেক্ষা থাকে এই ঈদের জন্য। অথচ সেই ঈদের মাত্র কয়েক দিন আগে সব কিছু শেষ হয়ে গেলো। 😭

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।🤲

#বঙ্গবাজার।
#ঢাকা।
#গুলিস্তান ।

সফলতার রাস্তা কোথায়?? 🫡🫡নিজের দক্ষতা: অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ। আপনার কোন কাজটা সবচেয়ে...
22/03/2023

সফলতার রাস্তা কোথায়?? 🫡🫡

নিজের দক্ষতা: অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ। আপনার কোন কাজটা সবচেয়ে বেশি ভালবাসেন। পরবর্তীতে কোন সমস্যা সৃষ্টি করবে না। পরবর্তীতে অনীহা কাজ করবে না। এক দুই দিন তিন দিন চার দিন ভেবে তারপরে সিদ্ধান্ত নিন।

কাজের দক্ষতা: আপনি যে কোন পরিচিতি যে কোন ব্যবসাই করেন না কেন, আপনাকে সে বিষয়ে ধারণা থাকতে হবে, কাজ জানা থাকতে হবে, ব্যবসা করলে ব্যবসার সম্পর্কে জানতে হবে, জানার জন্য কোর্স করতে পারেন। যত ছোট কাজই হোক আপনি কাজকে কখনো ছোট ভাববেন না।

পরিকল্পনা: সঠিক পরিকল্পনা ব্যবসার জন্য শত বছর টিকে থাকার জন্য যথেষ্ট। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে, যথেষ্ট ধৈর্য ধরতে হবে, পরিকল্পনা অনুযায়ী আপনার একটা সুন্দর জায়গা এবং যথেষ্ট ব্যবসার জন্য উপযোগী এরকম জায়গা বের করতে হবে।


ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা??মন চাইলে পড়তে পারেন......!ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খুব একটা ভালো মনে নাই, তবে গল্পের থিমট...
06/03/2023

ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা??
মন চাইলে পড়তে পারেন......!
ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খুব একটা ভালো মনে নাই, তবে গল্পের থিমটি স্পস্ট মনে আছে। বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি-
ছোট্ট একটি ছেলে একটি রেস্টুরেন্টে বয়ের কাজ করেছিল (যেটা বর্তমানে এখন বলা হয়, যাস্ট পার্ট টাইম জব), একদিন ছেলেটি রেস্টুরেন্টের মালিককে বড়দিনের নিমন্ত্রণ করল, তখন সিস্টেম মতই ভদ্রলোক নিমন্ত্রণ খেতে ছেলেটির বাসায় গিয়ে মোটামুটি অসস্থিতেই পরে গেলেন, কারন তিনি(রেস্টুরেন্ট মালিক) বুঝতে পারলেন ছেলেটি কোন গরিব ঘরের ছেলে নয়! বাবা-মার আলাদা আলাদা গাড়ি আছে, বাড়ি নিজস্বতো বটেই আবার বহুতল বিশিষ্ট!! বাবা-মা দুজনেরই নিজস্ব আইডেন্টিটিও রয়েছে। তখন রেস্টুরেন্ট মালিকের প্রশ্ন হলো এত বড়লোকের ছেলের কাজ করার কি দরকার? কৌতুহল চাপিয়ে রাখতে না পেরে ছেলেটির কাছে জানতে চাইলেন, বাবা তুমি কাজ করছো কেন? উত্তরে ছেলেটি বলল আমার পরীক্ষা শেষ হয়েছে তো, যার কারনে অবসর সময়টি কাজে লাগানোর চেষ্টা করছি। গল্পটিতে কিছু বিষয় আমি স্মৃতি চারণ করার চেষ্টা করছি-
আমার মনে হয়েছে: রেস্টুরেন্টটির মালিকের বাড়ি বাংলাদেশে, বালকটি কোন উন্নত দেশের, বিষয়টির গল্প একটু পুরোনো। ঐ সময় সকলেই অবাক হয়ে যেত, বড়লোক বাড়ির ছেলে, চায়ের দোকানে কাজ করবে? কিন্তু আজ দেখছি, আমাদের গুরুজন ব্যাক্তি শিক্ষক মানুষও অটোরিক্সা চালিয়ে সোসাল মিডিয়ায় জানান দিচ্ছে!!!
আবার দেখুন, সিম্পল কোন শিক্ষাপ্রতিষ্ঠানেও পিওনের চাকরির জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা দিয়ে চাকরি নিচ্ছে! শিক্ষাগত যোগ্যতাও খারাপ না! উচ্চারণ করতে চাইছি না। ভাবুন তো- এতগুলি টাকা যে পরিবার দিতে পারে, সেই পরিবারের ছেলের কি এ চাকরি মানায়???
আর কথা না বাড়িয়ে - হ্যাঁ আপনাকেই বলছি, আসুন না, একটি স্মার্ট কাজ করে স্মার্ট পয়সা ইনকাম করি, তাহলেই তো নিজের বিবেকের কাছে আর লজ্জা পেতে হয় না।

♦আমরা অনেক সময় না বুঝে বায়ারে সাথে কমোনিকেশন এর সময় অনেক শব্দ ব্যবহার করে থাকি।♦এক পলকে দেখে নিন কোন কোন শব্দ গুলো ব্যবহ...
20/02/2023

♦আমরা অনেক সময় না বুঝে বায়ারে সাথে কমোনিকেশন এর সময় অনেক শব্দ ব্যবহার করে থাকি।

♦এক পলকে দেখে নিন কোন কোন শব্দ গুলো ব্যবহার করলে একাউন্টের রেসট্রিকটেড হওয়ার ঝুকি থাকে।

Grand opening program of 2023 project♥আলহামদুলিল্লাহ। এই প্রজেক্ট সকলের স্বপ্ন পুরনের রাস্তা হোক।সকলের নেক ইচ্ছা সৃষ্টিক...
19/02/2023

Grand opening program of 2023 project♥

আলহামদুলিল্লাহ।
এই প্রজেক্ট সকলের স্বপ্ন পুরনের রাস্তা হোক।

সকলের নেক ইচ্ছা সৃষ্টিকর্তা কবুল করুক❣️

সবার জন্য দোয়া রইলো 🤲 😍🥰

👨‍💻ফ্রিলান্সিং কি?কেনো?কিভাবে করবো??সকল প্রশ্নের উত্তর থাকছে।⁉️👨‍💻ফ্রিল্যান্সিং এ সফল💪 হতে চাইলে, আগে নিজেকে প্রস্তুুত ক...
17/02/2023

👨‍💻ফ্রিলান্সিং কি?
কেনো?
কিভাবে করবো??
সকল প্রশ্নের উত্তর থাকছে।⁉️

👨‍💻ফ্রিল্যান্সিং এ সফল💪 হতে চাইলে, আগে নিজেকে প্রস্তুুত করতে হবে। ভালো মেন্টর,গাইড লাইন লাগবে,সাথে কঠোর পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে,প্রচুর ধৈর্য লাগবে,যাদের মধ্যে এইগুলা আছে তারাই সফল হতে পারবে ✅❤️অযথা ফেসবুকে সময় নষ্ট না করে আপনার মূল‍্যবান সময়টাকে কাজে লাগান। যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন কোথায় করবেন, বিশ্বস্থ কোনো প্রতিষ্ঠান খুজে পাচ্ছেন না তাদের জন‍্য রয়েছে একটা good news 😊 আমাদের একটা ফ্রি ক্লাস রয়েছে। ফ্রি ক্লাস করে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার অজানা সব বিষয় গুলো জানা হয়ে যাবে। ফ্রি ক্লাস করতে রেজিস্টেশন করুন।

রেজিস্টেশন করতে আগ্রহীরা আমাকে ইনবক্স করুন👈

কখনোই অর্থ, ক্ষমতা, বংশ পরিচয় নিয়ে গর্ব করতে নেই।১৭ সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের হাজারের বেশি বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে...
10/02/2023

কখনোই অর্থ, ক্ষমতা, বংশ পরিচয় নিয়ে গর্ব করতে নেই।

১৭ সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের হাজারের বেশি বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে।

১৭ সেকেন্ডের ভূমিকম্পের আগে এই লোকটি ছিল ৩ টি বাড়ির মালিক এবং গাড়ির মালিক । আর সেই লোক ১৭ সেকেন্ড পরে তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো কিছু নিয়ে অহংকার করবেন না কারো সাথে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে যে কোন সময়।

👉ক্যারিয়ার হিসেবে ফ্রিলান্সিং কেনো চুজ করবেন?👉জব থেকে কি ফ্রিল্যান্সিং বেস্ট?👉কোন বয়সে শুরু করবেন?👉কেনো ফ্রিল্যান্সিং কর...
17/01/2023

👉ক্যারিয়ার হিসেবে ফ্রিলান্সিং কেনো চুজ করবেন?
👉জব থেকে কি ফ্রিল্যান্সিং বেস্ট?
👉কোন বয়সে শুরু করবেন?
👉কেনো ফ্রিল্যান্সিং করা দরকার?

বা ফ্রিল্যান্সিং💰শিখতে চান কিন্তু সঠিক 🤔 গাইডলাইন এর অভাবে এখনো ফ্রিল্যান্সিং শুরু করতে পারতেছেন না।
তারা ইনবক্স করতে পারেন,💯

ইনশাল্লাহ হেল্প এ ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করবো!!!❤️

ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার গরুরন
16/01/2023

ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার গরুরন

Address

Panchagarh

Telephone

+8801319104326

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Liton Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Liton Ali:

Share