শে ষ অ ধ্যা য়

শে ষ অ ধ্যা য় ��♡︎



︵�প্রিয়�࿐



࿓ཉতোমারཉনিখোঁজཉডায়েরীরཉশেষཉপৃষ্টায়ཉ একাংশཉকাব্যཉআমিཉ��༅༎༊



��♡︎

শুভ সকাল! 🌼ভোরের আলো, পাখির গান আর ঠান্ডা হাওয়ার মতো তোমার দিনটাও হোক সতেজ আর প্রাণবন্ত।😊😊
25/08/2025

শুভ সকাল! 🌼
ভোরের আলো, পাখির গান আর ঠান্ডা হাওয়ার মতো তোমার দিনটাও হোক সতেজ আর প্রাণবন্ত।

😊😊

23/08/2025

ডায়েরি - ০১

তারিখ : ২৩ আগস্ট, ২০২৫

আজকের দিনটা অন্য দিনের মতোই শুরু হলেও মনটা একটু অন্যরকম লাগছে। সকালে ঘুম ভাঙতেই হঠাৎ মনে হলো, আমি আসলে প্রতিদিন কত ছোট ছোট জিনিসের ভেতর দিয়ে বেঁচে আছি! জানালার বাইরে ভোরের আলো, পাখির ডাক—এসব যেন নতুন করে মনে করিয়ে দিল, জীবনের সৌন্দর্য শুধু বড় কিছুতে নয়, ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে আছে।

দিনের ব্যস্ততার ভিড়ে অনেক সময় নিজেকে খুঁজে পাওয়া যায় না। পড়াশোনা, কাজ, দৌড়ঝাঁপ—সবকিছুই যেন আমাকে টেনে নিয়ে যায় এক অদৃশ্য স্রোতের ভেতর। কিন্তু যখন নিজের সাথে একটু সময় কাটাই, তখন মনে হয়—আমি কী চাই, আমি কেমন হতে চাই, সেসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়।

আজ ডায়েরি লিখতে লিখতে মনে হচ্ছে—এই কথাগুলোই আসলে আমার সত্যিকারের সম্পদ। কাগজে লেখা থাকবে, কিন্তু আসলে এগুলো আমার ভেতরের ভ্রমণ।
Kanchan Roy

22/08/2025

ভালোবাসার গল্প

প্রথম দেখা ছিল হঠাৎ,
ভিড়ের মধ্যে চোখে চোখ পড়া,
শব্দহীন এক আকুলতা—
যেন দু’টি প্রাণ আগে থেকেই চিনত একে অপরকে।

তারপর ধীরে ধীরে—
হাঁটায় হাঁটায় জমেছে কথা,
হাসিতে মিশেছে নীরবতা,
ছোট ছোট মুহূর্তে জন্ম নিয়েছে এক নতুন পৃথিবী।

তাদের স্বভাব ছিল বিপরীত—
একজন ছিল ঝড়ের মতো অস্থির,
অন্যজন নদীর মতো শান্ত।
তবু ঠিক সেখানেই খুঁজে পেয়েছিল তারা পূর্ণতা।

কিন্তু সময়,
সবচেয়ে শক্তিশালী দূরত্বের রেখা টেনে দিল।
কথা কমে এলো, দেখা মিলল না,
হৃদয়ের ফাঁকা জায়গা ভরে গেল নীরবতায়।

তবু ভালোবাসা মরেনি—
সে শুধু রূপ বদলেছে।
কাছের মানুষ হয়ে থাকার বদলে
সে রয়ে গেছে স্মৃতির ছায়া হয়ে।

আজও যখন বাতাসে ভেসে আসে পুরোনো দিনের গন্ধ,
মনে হয়—
যদি সময় একটু থেমে যেত,
হয়তো শেষটা অন্যরকম হতো।

জানিনা কিভাবে তোমার দেখা পাবোজানিনা কিভাবে তোমাকে কাছে পাবোজানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ।শুধু জানি এই অবুজ মনটা অনেক ...
22/04/2025

জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ।
শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।

তোমাকে ভালোবাসি এটি বিশ্বাস করতে হবে না, তোমাকে আমি পেতে চাই এটাও বিশ্বাস করতে হবে না, শুধু জেনে রেখো, কারো প্রতিটি মুহু...
18/04/2025

তোমাকে ভালোবাসি এটি বিশ্বাস করতে হবে না, তোমাকে আমি পেতে চাই এটাও বিশ্বাস করতে হবে না, শুধু জেনে রেখো, কারো প্রতিটি মুহুর্তের ভাবনা তুমি, কারো প্রতিটি স্বপ্ন তোমাকে নিয়ে সাজানো, কারো প্রতিটি নিশ্বাসে তোমার নাম!

◈🌼★ღـــــــــ🌺◈আমি জানি না প্রিয়, তোমাকে কত উপায়ে ভালোবাসলে, কত উপায়ে তোমাকে আমার করে চাইলে বিধাতা তোমাকে আমার করে দে...
18/04/2025

◈🌼★ღـــــــــ🌺◈আমি জানি না প্রিয়, তোমাকে কত উপায়ে ভালোবাসলে, কত উপায়ে তোমাকে আমার করে চাইলে বিধাতা তোমাকে আমার করে দেবেন।◈🌼★ღـــــــــ🌺◈

23/02/2025

আমি তো তার দ্বিতীয় ছিলাম 💘

প্রথম জন তাকে ঠকিয়েছিলো 💔

আর সে সেই প্রতিশোধ আমার থেকে নিল...🥲😪💔

∞──🔐✨🦋─●───মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলা💔😅●───দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয়’🥺🥀কথাটা কি সত্যি?༅༎🐰🌻
22/12/2024

∞──🔐✨🦋─
●───মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলা💔😅
●───দেখতে খুব নিষ্পাপ ও মায়াবী হয়’🥺🥀কথাটা কি সত্যি?
༅༎🐰🌻

Address

Panchagarh
5020

Telephone

+8801834338700

Website

Alerts

Be the first to know and let us send you an email when শে ষ অ ধ্যা য় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শে ষ অ ধ্যা য়:

Share