Abu Hurayra-বিড়ালের বাবা

Abu Hurayra-বিড়ালের বাবা 🖤I am Abu Hossain. Artist । Content Creator । Singer । Traveller।
(1)

In the footsteps of the Prophet Muhammad (PBUH), travel humbly and seek wisdom. 'The world is a mosque for a believer,' reminding us that every journey is an opportunity for spiritual growth. Travel with purpose, connect with different souls, and May the path enlighten your heart with wisdom and compassion.

12/08/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী সভা।
স্থান ময়দানদিঘী হাইস্কুল মাঠ।✊

09/08/2025

১৫ লক্ষ টাকা ব্যয় করে ঢাবি শিবির প্রতিটা হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় খাবার পানির ফিল্টার স্থাপন করেছে। যা অত্যান্ত জরুরি ছিলো শিক্ষার্থীদের জন্য!!
শিক্ষার্থীরাও এটাকে সাদরে গ্রহণ করেছিলো। আজ মধ্যরাতে ছাত্রদলের হল কমিটি দেয়াকে কেন্দ্র করে শিবিরের দেয়া পানির ফিল্টার ভেঙে বাহিরে ফেলে দেওয়া হয়েছে!! এ কেমন ইতরামি!?

শিবিরের ওয়েলফেয়ার এক্টিভিটিজকে বাগছাস যে উগ্রতা দেখিয়ে নষ্ট করলো ঢাবি শিক্ষার্থীরা মনে রাখবে।

সাবেক ঢাবিয়ানদের ডোনেশনে এসব পানির ফিল্টার এরেঞ্জ করা হয়েছে। এমন অনেক সাবেক বোন অর্থ সাহায্য করছেন, যারা স্বামীর দেওয়া হাত খরচ থেকে টাকা বাচিয়ে রেখেছিলেন।

এমন ভাই আছেন, যারা নিজের নামটাও প্রকাশ করেন নাই। তারা জাস্ট উদ্যোগের কথা শুনেছেন মাত্র, মুহুর্তেই টাকা দিয়েছেন ভলান্টারিলি। রেফারেন্সে নিজের নামটাও দেন নাই।

পানির ফিল্টার যাদের অর্থায়নে হয়েছে, আল্লাহ তাদের দান কবুল করবেন, ইন শা আল্লাহ। এমনকি সেগুলো ভেঙে ফেলার পরেও। আল্লাহ কবুলকারী।

কিন্তু অভিশাপ তাদের প্রতি— যারা রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানির এরেঞ্জমেন্টে ভাঙচুর করেছে, তাদেরকে যেন আল্লাহ উপযুক্ত বদলা দেন।

আর সরল মনে যারা ভেঙেছেন, তাদের প্রতি আমাদের কোনো অনুযোগ নাই।

-খালিদ মুহাম্মদ

#ছাত্রশিবির

07/08/2025

পঞ্চগড় শহরের সিনেমা হল রোড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জয় নামের এক তরুণ খুন হয়েছেন।😥😥


এটা একটু বেশি সুন্দর 🥰💙মাশাআল্লাহ 🖤
04/08/2025

এটা একটু বেশি সুন্দর 🥰💙
মাশাআল্লাহ 🖤

শিবির সব সময়ই ইউনিক আইডিয়া নিয়ে আসে। ছাত্রশিবির – জুলাই চেতনার প্রকৃত ধারকশিবির মানেই ভিন্নতা। শিবির মানেই ইউনিক আইডিয়া।...
03/08/2025

শিবির সব সময়ই ইউনিক আইডিয়া নিয়ে আসে।

ছাত্রশিবির – জুলাই চেতনার প্রকৃত ধারক
শিবির মানেই ভিন্নতা। শিবির মানেই ইউনিক আইডিয়া।
যেখানে অধিকাংশ মানুষ জুলাইয়ের ‘ক্রেডিট’ কে ঘিরে হুমড়ি খেয়ে পড়েছে—কে আগে বললো, কে বেশি বললো, কে কার নাম নিলো বা নেয়নি—সেখানে শিবির এক অন্যতর উচ্চতায় অবস্থান করছে।
শিবির কখনো শুধু উপস্থিত থাকে না, শিবির ধারণ করে।
শিবির কখনো শুধু স্লোগানে ব্যস্ত থাকে না, শিবির কাজ দিয়ে চিন্তা গড়ে তোলে।
জুলাই শুধু একটি সময় নয় শিবিরের কাছে, বরং একটি রূপান্তরের প্রতীক, আদর্শের জাগরণের মাস।
এই কারণেই যখন চারপাশে সবাই ‘জুলাইয়ের চেতনা’ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত, তখন শিবির নিঃশব্দে, নিঃস্বার্থভাবে ‘জুলাই জাগরণ’ নিয়ে নিবেদিত থাকে।
শিবির জুলাইয়ের চেতনা গড়ে—নিয়ন্ত্রণ করে না।
শিবির ইতিহাসের মালিকানা দাবি করে না—তাকে বহন করে।
শিবিরের অবস্থান সবসময়ই আলাদা, পরিপক্ব, প্রজ্ঞাভিত্তিক। এই প্রতিষ্ঠানটি সবসময়েই গণচেতনাকে এগিয়ে নিতে কাজ করে, নিজেকে প্রমাণ করতে নয়।
শিবিরের এই ব্যতিক্রমী অবস্থানই প্রমাণ করে—
জুলাই হোক কিংবা অন্য যেকোনো ঐতিহাসিক মুহূর্ত, শিবির কখনো তা দিয়ে জনপ্রিয়তা নিতে চায় না, বরং তা ধারণ করে নিজের নীরব ও গভীর কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে রূপান্তরিত করতে চায়।
এই হলো শিবির।
এই হলো সেই ইউনিক আইডিয়া—যার নাম ইসলামী ছাত্রশিবির।

মহান আল্লাহ তায়ালা কবুল করুক, আমিন 🤲
29/07/2025

মহান আল্লাহ তায়ালা কবুল করুক, আমিন 🤲

21/07/2025

আলহামদুলিল্লাহ

21/07/2025

জুনায়েতের আব্বু 💔

কিছুক্ষণ পরেই হয়তো স্কুল ছুটি হয়ে যেতো। কতটা হৃদয় বিদারক 😭

ইয়া আল্লাহ, আপনি জুনায়েতের আব্বুকে ও তার পরিবারকে এই কঠিন সময় পার করে ওঠার শক্তি ও ধৈর্য্য দান করুন।তাদের হৃদয়ের প্রতিটি জখম আপনি স্বস্তিতে ভরে দিন। আমিন 🤲

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আল্লাহ্‌র অশেষ রহমত ও বরকতের দিন, জুম্মার দিন।এই পবিত্র দিনে, হোক আমাদের অন্তর পরিশুদ্ধ...
04/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আল্লাহ্‌র অশেষ রহমত ও বরকতের দিন, জুম্মার দিন।
এই পবিত্র দিনে, হোক আমাদের অন্তর পরিশুদ্ধ —
মিলুক রহমত, মাগফিরাত আর নাজাতের দোয়া।

🌸 জুম্মা মুবারক 🌸
আল্লাহ্‌ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন।
আমিন। 🤲"

16/06/2025

Power of বাংলাদেশ আরমি ✊
Huge Respect Bangladesh Army 🫡🫂

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Hurayra-বিড়ালের বাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share