Abu Hurayra-বিড়ালের বাবা

Abu Hurayra-বিড়ালের বাবা 🖤I am Abu Hossain. Artist । Content Creator । Singer । Traveller।
(1)

In the footsteps of the Prophet Muhammad (PBUH), travel humbly and seek wisdom. 'The world is a mosque for a believer,' reminding us that every journey is an opportunity for spiritual growth. Travel with purpose, connect with different souls, and May the path enlighten your heart with wisdom and compassion.

16/06/2025

Power of বাংলাদেশ আরমি ✊
Huge Respect Bangladesh Army 🫡🫂

📸✨ মুহূর্ত হারিয়ে যায়… স্মৃতি থেকে যায় ছবিতে।আপনার জীবনের সেরা গল্পগুলো আমরা ধরে রাখি।বিয়ে হোক, জন্মদিন হোক কিংবা ছোট্ট ...
28/05/2025

📸✨ মুহূর্ত হারিয়ে যায়… স্মৃতি থেকে যায় ছবিতে।

আপনার জীবনের সেরা গল্পগুলো আমরা ধরে রাখি।
বিয়ে হোক, জন্মদিন হোক কিংবা ছোট্ট মেঘের হাসি — ছবি কারিগর ছবির কারিগর জানে ঠিক কোন মুহূর্তটায় ক্যামেরা ক্লিক করতে হয়।

প্রফেশনাল ফটোগ্রাফি | ক্রিয়েটিভ কনসেপ্ট | দুর্দান্ত এডিটিং

👉 আপনার গল্পের ছবি বলতে দিন ‘ছবি কারিগর’-কে।

📸 বিয়ে | জন্মদিন | আকিকা | ইভেন্ট | কর্পোরেট শুট | পোর্ট্রেট

📞 বুকিং ওপেন! @ছবির কারিগর
https://www.facebook.com/profile.php?id=61576561977951

📩 ইনবক্সে মেসেজ দিন, আপনার বিশেষ দিনের শিডিউল বুক করুন।

ছবি কারিগর — শুধু ছবি নয়, আপনার জীবনের গল্প।

এটাই বাস্তব হা হা হা...🤣
09/05/2025

এটাই বাস্তব হা হা হা...🤣

আলহামদুলিল্লাহ,  তৃপ্তিদায়ক ভ্রমণ 🥰।  চারদিকে আল্লাহ কি অপরুপ সৃষ্টি মাশাআল্লাহ 😍❤️
28/04/2025

আলহামদুলিল্লাহ, তৃপ্তিদায়ক ভ্রমণ 🥰। চারদিকে আল্লাহ কি অপরুপ সৃষ্টি মাশাআল্লাহ 😍❤️

অবশেষে পারভেজ হত্যার মূল আসামি সহ ৩ জন অমানুষকে আটক করা হয়েছে! আলহামদুলিল্লাহ।এই ৩ জনকেই ফোন দিয়ে এনেছিল ২ জন প্রেমিকা! ...
21/04/2025

অবশেষে পারভেজ হত্যার মূল আসামি সহ ৩ জন অমানুষকে আটক করা হয়েছে! আলহামদুলিল্লাহ।
এই ৩ জনকেই ফোন দিয়ে এনেছিল ২ জন প্রেমিকা! 😡
কিন্তু এখনো সেই ২ মেয়েকে আটক করা হয় নি!

মৃত্যুর আগে পারভেজের শেষ উক্তি ছিলো:- আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসিনি"প্রক্টরকে এই কথা বল...
20/04/2025

মৃত্যুর আগে পারভেজের শেষ উক্তি ছিলো:- আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসিনি"

প্রক্টরকে এই কথা বলার পরেও মেয়ে দুটোর কাছে মাফ চেয়েছে।
কিন্তু মাফ চাওয়ার পরে ও মিমাংসিত একটা বিষয়ে এই দুই নারী তাদের ছাপরি বয়ফ্রেন্ডকে দিয়ে পারভেজকে খুন করিয়েছে।

প্রকৃত খুনের মাস্টারমাইন্ড এই দুইজন।
এদেরকে গ্রেফতার করুন আর এমনভাবে ভাইরাল করুন যাতে দুনিয়ার অক্সিজেন এদের জন্য বিষাক্ত হয়ে যায়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের বিচার চাই। জড়িতরা যদি সমন্বয়ক হোক বা ছাত্রদল তাদের সাথে সাথে এই দুই নারীকেও ফাঁসি দেওয়ার দাবি রহিলো।

ঘুম থেকে উঠে যখন দেখি "আর কয়েক ঘণ্টার প্রয়োজন গাজা কে নিঃশেষ করে দেওয়ার" মনের মধ্যে আচমকা ভয় ঢুকে গেল। এই কাপুরুষ উম...
06/04/2025

ঘুম থেকে উঠে যখন দেখি "আর কয়েক ঘণ্টার প্রয়োজন গাজা কে নিঃশেষ করে দেওয়ার"
মনের মধ্যে আচমকা ভয় ঢুকে গেল। এই কাপুরুষ উম্মত হিসেবে আমরা কিভাবে রাসুল (স.) এর সামনে দাড়াবো? এই নালায়েক বান্দা হিসেবে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো?
আর মনে হতে লাগলো যদি এই মুহূর্তে কোথাও থেকে ডাক পেতাম যে "হে জিহাদের ইচ্ছা পোষণকারী গন, যুদ্ধের জন্য দল তৈয়ার দ্রুত এসে যোগদান করুন। আল্লাহর কসম আমি দৌড়িয়ে যেতাম 😓😓

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।
(C)

06/04/2025

রাফাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে আর কেউ নেই ফিলিস্তি-নিদের জন্য দোয়া করুন সবাই।

সেখানে জায়গায় জায়গায় ফ্লো'রিন বোমা ব্যবহার করা হচ্ছে এবং প্রতি ২০ সেকেন্ডে একটি করে মিসাইল লঞ্চ করা হচ্ছে। পুরো গাজা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে!

আলজাজেরা, CNN, NBC সব সংবাদকর্মীদের গাজা ছাড়ার জন্য আল্টিমেটাম দিয়েছে IDF (isr*ael Defence force)

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Hurayra-বিড়ালের বাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share