
13/05/2023
""আমি ফ্রিল্যান্সিং করবো, অনেক টাকা আয় করবো""
আমরা অনেকেই ভাবি আজ ফ্রিল্যান্সিং শিখবো কালই ইনকাম শুরু করবো😐
কিন্তু আমি বা আপনি অনেকেই জানিনা ফ্রিল্যান্সিং কি?কিভাবে করবো?কোথা থেকে শুরু করবো?একজন সফল ফ্রিল্যান্সার হতে কি কি লাগে?
শুধু জানি এটা করে অনেক টাকা আয় করবো।
আশেপাশে অনেকেই প্রচুর টাকা ইনকাম করেছে। তা দেখে ফ্রিল্যান্সিং করতে আসছি 😑
আচ্ছা যারা প্রচুর টাকা ইনকাম করছে, তারা কি একদিনেই সব পেয়েছে🤔তা কি ভাবেছেন?
তারা যে পরিমাণ পরিশ্রম করছে তা কি আপনি করছেন🤔তা ভেবেছেন?
এই বিষয় তারা যে পরিমাণ দক্ষতা অর্জন করেছে, তা আপনি করেছেন?
তারা নিজের দক্ষতা দিয়ে যে পরিমাণ পরিশ্রম করছে, সময় দিচ্ছে, অনুশীলন করে ধৈর্য্য ধরেছে তার ফল স্বরূপ তারা আজ সমাজে সফল ফ্রিল্যান্সার,সফল ব্যক্তি।।
দক্ষতা, ধৈর্য্য, সময়,পরিশ্রম, অনুশীলন এই সব কিছুর বিনিময় তৈরি হয় একজন সফল ফ্রিল্যান্সার,সফল ব্যক্তি😍