Tanni's lifestyle

Tanni's lifestyle A slice of my life.

একটুখানি সাজ, এত্তো খানি আত্মবিশ্বাস 🪞❤️😁
08/07/2025

একটুখানি সাজ, এত্তো খানি আত্মবিশ্বাস 🪞❤️😁

একটা ছাদ, দোলনার দোল আর মুখের হাসি—পরন্ত বিকেলটা ঠিক যেমন চাই ছিলাম।💜
26/06/2025

একটা ছাদ, দোলনার দোল আর মুখের হাসি—পরন্ত বিকেলটা ঠিক যেমন চাই ছিলাম।💜

25/06/2025

আমিও হলুদ পানির ভিডিও বানাতে পারি। শুধু বানাইনা কারণ_পানিতে হলুদ পড়া দেখে আমার মিথ্যা মিথ্যি ওয়াও ওয়াও রিয়েকশন দিতে ইচ্ছা করে না তাই । বুঝছো? 😏
না মানে কেউ যদি রিয়েকশনটা দিয়ে দিতা আর কি 🙆🏻‍♀️

24/06/2025

বিকেলে খাওয়ার জন্য পারফেক্ট নাস্তা।
হাতে সময় কম? এই রেসিপি তোমার জন্যই!

23/06/2025

নিচের গল্পটা এ আই দিয়ে লেখা। কিন্তু দুঃখের বিষয় হলো এ আই এতো গভীর ভাবে ভেবে দেখে যদিও আমরা মানুষ হয়েও দেখি না🙂।

🌿 গল্প: তালিকাটা

নিলা একদিন হঠাৎ একটা তালিকা বানাতে বসে —
“আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো”

সবার নাম আসে —
বন্ধু, প্রেমিক, সহপাঠী, সহকর্মী…
নাম লিখতে লিখতে হঠাৎ থেমে যায় সে।
মায়ের নাম নেই।

সে ভাবে —
“মা তো আছেই, ওকে আলাদা করে লেখার দরকার কী?”

তারপর একদিন মা অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালের করিডোরে বসে রাত জাগে নিলা।
পুরনো তালিকাটা খুলে দেখে —
সবাই কোনো না কোনো সময়ে দূরে সরে গেছে।
কেউ যোগাযোগ রাখে না, কেউ গুরুত্ব হারিয়েছে।

শুধু মা ছাড়া কেউই প্রতিদিন আগের মতো পাশে নেই।

নিলা এবার চুপচাপ মায়ের নামটা লিখে ফেলে
তালিকার একদম ওপরে।
এবার আর ভুলে যায় না।

এই গল্পটা তাদের জন্য —
যারা জীবনে অনেক হিসেব করে,
কিন্তু সবচেয়ে আপন মানুষটাকেই আমরা
প্রায়ই "অটো ধরে নিই।"

যেদিন সে হারিয়ে যায়, সেদিন বোঝা যায় —
সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকেই
আমরা কোনো তালিকায় রাখিনি।

#তালিকাটা

22/06/2025

ঘরে বসেই বানালাম ঠান্ডা ঠান্ডা ফালুদা! এই গরমে একটু মিষ্টি শান্তি চাই? চলো দেখে নেই আমার রেসিপিটা 🍧💖

21/06/2025

চাঁদবাগানের মাঝে হেঁটে হেঁটে কিছু মুহূর্ত ধরে রাখলাম... একটুখানি শান্তি, একটুখানি ভালো লাগা 🌙🍂

19/06/2025

"কম সময়ে, কম ঝামেলায় দারুণ স্বাদের ফ্রাইড রাইস! 🍳🍚 সহজভাবে রান্না করেছি, স্বাদ কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইল! 💯"

18/06/2025

হুট করে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম... না প্ল্যান, না গন্তব্য—শুধু নিজের সাথে একটু সময় কাটানো। এই রকম ছোট ছোট মুহূর্তগুলোই মনে থেকে যায় অনেকদিন। 💫
ভ্লগটা দেখে জানিও তোমার কেমন লাগলো!

17/06/2025

আজ সকালে ঘুম থেকে উঠে খুব কম সময়ে একটা সহজ আর মজাদার নাস্তা বানালাম। ব্যস্ত সকালে যাদের তাড়াহুড়ো, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট! 🥰

"When light meets soul, magic happens."
27/04/2025

"When light meets soul, magic happens."

আমাদের বাসায় একজন অনেক বড় ব্যক্তি আছেন। রমজান মাস শেষ হলেও তিনি এখনো মনে করেন, মাগরিবের আযান হলেই ইফতার করতে হয়!😁প্রত...
26/04/2025

আমাদের বাসায় একজন অনেক বড় ব্যক্তি আছেন। রমজান মাস শেষ হলেও তিনি এখনো মনে করেন, মাগরিবের আযান হলেই ইফতার করতে হয়!😁
প্রতিদিন ইফতারের প্লেটে বেছে বেছে নেন এই কয়টা আইটেম, কিন্তু শেষমেষ শুধু ডেটস্ আর ড্রিংকস খেয়েই উঠে পড়েন!🤦🏻‍♀️
নিচে ভদ্রলোকের পিকচার অ্যাড করে দিলাম। আজকে তার মন ভালো নেই।🫩

Address

Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when Tanni's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanni's lifestyle:

Share

Category