Nahid Bhai

Nahid Bhai আপনার একটুকরো ভালোবাসা একদিন আমাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ 🫀🫂
(2)

25/09/2025

Masjid jamek থেকে Merdeka 🇲🇾

প্রবাস জীবন বাইরে থেকে দেখতে যতটা ঝলমলে মনে হয়, ভেতর থেকে তার পুরোটাই আসলে অনেক কষ্টের আর ত্যাগের। পরিবার, বন্ধু-বান্ধব ...
22/09/2025

প্রবাস জীবন বাইরে থেকে দেখতে যতটা ঝলমলে মনে হয়, ভেতর থেকে তার পুরোটাই আসলে অনেক কষ্টের আর ত্যাগের। পরিবার, বন্ধু-বান্ধব আর পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় নতুন করে সবকিছু শুরু করা সহজ নয়। এই কষ্টের বিভিন্ন দিক আছে, যা একজন প্রবাসীকেই সবচেয়ে বেশি অনুভব করতে হয়।
​১. প্রিয়জন থেকে দূরে থাকা
​প্রবাস জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয়জনদের থেকে দূরে থাকা। বাবা-মায়ের পাশে থাকতে না পারা, সন্তানের বেড়ে ওঠা দেখতে না পারা, স্ত্রীর সঙ্গে দৈনন্দিন সুখ-দুঃখ ভাগ করে নিতে না পারা—এই সব অনুভূতি প্রবাসীকে ভেতর থেকে একা করে দেয়। অনেক সময় বছরে একবার বা তারও বেশি সময় ধরে দেশে ফেরা সম্ভব হয় না, ফলে পারিবারিক বন্ধন আর সামাজিক উৎসবগুলো থেকে তারা দূরে থাকে। প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ সম্ভব হলেও, সরাসরি উপস্থিতির শূন্যতা কখনো পূরণ হয় না।
​২. মানসিক চাপ ও একাকিত্ব
​অচেনা সংস্কৃতি, ভিন্ন ভাষা, আর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ। অনেক প্রবাসীকেই চরম একাকিত্বের মধ্য দিয়ে যেতে হয়। তাদের মনের কথা খুলে বলার মতো কেউ থাকে না। কঠোর পরিশ্রমের পর রুমে ফিরে যখন তারা একা থাকে, তখন এই একাকিত্ব তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। হতাশা, বিষণ্নতা এবং দুশ্চিন্তা তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়।
​৩. আর্থিক ও শারীরিক চাপ
​পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসীরা বিদেশে যান। কিন্তু এই হাসির পেছনে থাকে তাঁদের কঠোর পরিশ্রম। দিনের পর দিন প্রচণ্ড গরম বা ঠান্ডার মধ্যে শারীরিক পরিশ্রমের কাজ করতে হয়। মাসের শেষে যখন বেতন আসে, তার বেশিরভাগ অংশই চলে যায় দেশে থাকা পরিবারের কাছে। নিজের জন্য সামান্য কিছু রেখে বাকিটা সঞ্চয় করার চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে কোনো বিপদ হলে কাজে আসে। এর ফলে, নিজেদের ব্যক্তিগত খরচ আর শখ-আহ্লাদ বিসর্জন দিতে হয়। অনেক সময় অতিরিক্ত কাজ আর দুশ্চিন্তার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যার যথাযথ চিকিৎসার সুযোগও তারা পান না।
​৪. সামাজিক অবহেলা ও ভুল বোঝাবুঝি
​অনেক সময় প্রবাসীরা দেশে ফিরে সামাজিকভাবে ভুল বোঝাবুঝির শিকার হন। পরিবারের সদস্যরা অনেক সময় তাদের কষ্ট না বুঝে আরও বেশি প্রত্যাশা করে। 'টাকা পাঠাচ্ছো মানে ভালো আছো'—এই ধরনের ধারণা তাদের মানসিক কষ্টকে আরও বাড়িয়ে তোলে। অনেক প্রবাসী ঋণ করে বিদেশে যান

"জীবনের দুই রূপ, প্রবাসে কাজের ছোঁয়ায় গায়ের রং বদলে গেলেও স্বপ্নগুলো একই।"
21/09/2025

"জীবনের দুই রূপ, প্রবাসে কাজের ছোঁয়ায় গায়ের রং বদলে গেলেও স্বপ্নগুলো একই।"

প্রবাসী জীবন এক মিশ্র অনুভূতির গল্প। এতে যেমন আছে অনেক কষ্ট, ত্যাগ আর পরিশ্রম, তেমনি আছে স্বপ্ন পূরণের আনন্দ।​"প্রবাস জী...
20/09/2025

প্রবাসী জীবন এক মিশ্র অনুভূতির গল্প। এতে যেমন আছে অনেক কষ্ট, ত্যাগ আর পরিশ্রম, তেমনি আছে স্বপ্ন পূরণের আনন্দ।
​"প্রবাস জীবন, যেন এক কঠিন অঙ্ক। কিছু হিসেব মিলে, আর কিছু হিসেব কেবলই অধরা।"
​"হাজার মাইল দূরে থেকেও, মনটা পড়ে থাকে সেই চেনা শহর আর প্রিয় মুখগুলোর কাছে।"
​"প্রবাস মানে শুধু দূরে থাকা নয়, প্রবাস মানে নিজের সবটুকু দিয়ে প্রিয়জনদের ভালো রাখার এক নিরন্তর প্রচেষ্টা।"
​"এখানকার আকাশটা নীল, কিন্তু তাতে নেই মায়ের হাতের ছোঁয়া। এখানকার আলো ঝলমলে, কিন্তু তাতে নেই বন্ধুদের আড্ডা।"
​"দেশের জন্য মন কাঁদে, কিন্তু প্রবাসে থাকতে হয় স্বপ্নের ভারে।"
​আশা ও স্বপ্ন নিয়ে:
​"প্রবাসের মাটি যতই কঠিন হোক, বুকের ভেতর থাকে বাড়ি ফেরার স্বপ্ন।"
​"হাজারো প্রতিকূলতা পেরিয়েও প্রবাসীরা হাসিমুখে কাজ করে, কারণ তারা জানে, তাদের হাসিটাই দেশের মুখে হাসি ফোটাবে।"
​"প্রবাসে আছি, কিন্তু মনটা পড়ে আছে দেশের মাটিতে। একদিন ফিরব, সব স্বপ্ন পূরণ করে।"

19/09/2025

প্রবাসে বাংলাদেশিরা অনেক কষ্ট করেন। পরিবারের জন্য ভালো ভবিষ্যতের আশায় তারা নিজেদের আরাম-আয়েশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমান। সেখানে তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যেমন:
​একাকীত্ব এবং পরিবারের অভাব: পরিবার ও প্রিয়জনদের ছেড়ে দূরে থাকার কষ্ট তাদের মানসিকভাবে অনেক চাপ দেয়। উৎসব-পার্বণে বা পরিবারের প্রয়োজনের মুহূর্তে কাছে থাকতে না পারার কষ্টটা অনেক গভীর।
​কাজের চাপ এবং নিম্নমানের জীবনযাপন: অনেক সময় তাদের কঠিন পরিশ্রমের কাজ করতে হয় এবং কাজের পরিবেশও অনুকূল থাকে না। কম বেতন, অতিরিক্ত কাজের সময় এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদের জীবনযাপন করতে হয়।
​ভাষা এবং সংস্কৃতিগত বাধা: নতুন দেশে নতুন ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে তাদের বেগ পেতে হয়। এটি তাদের সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।
​বৈষম্য এবং শোষণ: কিছু ক্ষেত্রে প্রবাসীরা বৈষম্য এবং শোষণের শিকার হন। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং কখনো কখনো তাদের মজুরিও ঠিকমতো দেওয়া হয় না।
​স্বাস্থ্যগত সমস্যা: কাজের চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক চাপের কারণে অনেকে স্বাস্থ্যগত সমস্যায় ভোগেন।
​এসব কষ্টের কথা মনে রেখে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে পারি।

19/09/2025

"প্রবাসীদের জীবন যে কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং, তা আমরা সবাই জানি। তাদের পরিবারের জন্য, একটি উন্নত ভবিষ্যতের জন্য তারা নিজেদের মাতৃভূমি ছেড়ে দূর দেশে পাড়ি জমান। সেখানে তারা কঠোর পরিশ্রম করেন, অনেক সময় একাকীত্বে ভোগেন, কিন্তু কখনও হাল ছাড়েন না। তাদের এই আত্মত্যাগ এবং সংগ্রাম সত্যিই আমাদের অনুপ্রাণিত করে।"

তারপর প্রবাসে মানুষের কাছে এমন ছবির মতোই সুন্দর জীবন চলছে 💔😅
19/09/2025

তারপর প্রবাসে মানুষের কাছে এমন ছবির মতোই সুন্দর জীবন চলছে 💔😅

মায়ের আঁচল থেকে বের হয়ে এসে প্রবাসে কাজ করা কতটা কঠিন তা শুধু একজন প্রবাসীই জানে 😓
15/09/2025

মায়ের আঁচল থেকে বের হয়ে এসে প্রবাসে কাজ করা কতটা কঠিন তা শুধু একজন প্রবাসীই জানে 😓

জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে কাজ করে মালয়েশিয়ায় আমাদের মতো বহু মানুষ 🇲🇾💔
14/09/2025

জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে কাজ করে মালয়েশিয়ায় আমাদের মতো বহু মানুষ 🇲🇾💔

তুমি বলো প্রবাস সুখের আমি বলি আমাদের মতো কষ্ট পেতে প্রবাসে আসবেন নাহ 😓
14/09/2025

তুমি বলো প্রবাস সুখের আমি বলি আমাদের মতো কষ্ট পেতে প্রবাসে আসবেন নাহ 😓

প্রবাস কতো কষ্ট এইটা যদি সবাই বুঝতো 💔😅
14/09/2025

প্রবাস কতো কষ্ট এইটা যদি সবাই বুঝতো 💔😅

It's last August 🇲🇾🤍
10/09/2025

It's last August 🇲🇾🤍

Address

Panchagarh, Rajshahi
Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share