12/03/2025
আগে ঘটনা জানুন!
ছেলে ও মেয়ের বাসা পাশাপাশিই
এলাকাবাসীর তথ্য মতে গত কয়েকদিন থেকেই দুই পরিবারের মধ্যে ঝামেলা চলতেছিলো জমিজমা নিয়ে।
আজকে বিকালেও ঝগড়াঝাটি করেছে! এরপর যেটা হয়েছে বর্তমান চলমান দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে মেয়ের পরিবার মেয়েকে নিয়ে পরিকল্পিত ভাবে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে থানায় যেনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়।
পুলিশ সাথে সাথে গিয়ে ছেলেকে ধরে নিয়ে আসছে যেনো কোন ভাবে মব জাস্টিস না ঘটে।
দেখেন দিনে দুপুরে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে অথচ গ্রামবাসী বিষয়টা জানলো না, খবর পেলো কখন যখন থানা থেকে পুলিশ গেলো, যদি ঘটনা সত্যিই হতো তাহলে অবশ্যই পুলিশের আগে আম-জনতা আগেই ধোলাই দিতো।
এখন কথা হলো যদি ঘটনা সত্যিই হয় তাহলে ঐ ছেলের শাস্তি দ্রুতই কার্যকর করতে হবে, কোন গড়িমশি পঞ্চগড়ের ছাত্র-জনতা মেনে নিবে না।
আর যদি ঐ মেয়ের পরিবার শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, তাহলে এহেন জঘন্য একটি অপবাদ ও পঞ্চগড়ের নাম নষ্ট করার দায়ে ঐ মেয়েসহ গোটা পরিবার কে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যেনো পরবর্তীতে এই ধরনের অপরাধের সুযোগ কেউ না পায়।
আমরা ছাত্র-জনতা অন্ধের বিশ্বাসী না হয়ে সত্যের বিশ্বাসী হই।
পঞ্চগড়ে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, যে পক্ষ সঠিক আমরা সেই পক্ষেই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ।