Panchagarh Diaries

Panchagarh Diaries Panchagarh is a district of Rangpur division in the extreme northern part of Bangladesh with an area of 1404.63 square km

পেলাম না মেডিকেল কলেজ, পেলাম পলিটেকনিক । রংপুর বিভাগের গাইবান্ধা,লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়  বাসীর জন্য পলিটেকনিক ইন...
23/04/2025

পেলাম না মেডিকেল কলেজ, পেলাম পলিটেকনিক ।
রংপুর বিভাগের গাইবান্ধা,লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় বাসীর জন্য পলিটেকনিক ইনস্টিটিউট হবে ইনশাআল্লাহ
খুব শীঘ্রই পলিটেকনিক ইনস্টিটিউট হবে রংপুরের এই জেলাসমূহে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ৬৫ বাড়ি সীমান্তে এক বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে...
23/04/2025

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ৬৫ বাড়ি সীমান্তে এক বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে।

পরে ঐ বিএসএফ সদস্য ক্ষমা চেয়ে ছাড়া পায়। বাংলাদেশে বিএসএফের অবৈধ প্রবেশে ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে প্রতিকী অনশন ও অবস্থান কর্মসূচি।  অনশনরত কর্মী রা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের...
22/04/2025

পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে প্রতিকী অনশন ও অবস্থান কর্মসূচি। অনশনরত কর্মী রা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এই যোক্তিক দাবি মেনে নিতে হবে। @পঞ্চগড়ে হাসপাতাল চাই

পঞ্চগড়ে মেডিকেল কলেজ এর দাবীতে আমরন অনশন এ বসেছে পঞ্চগড় ভুক্তভোগী জনগন।
22/04/2025

পঞ্চগড়ে মেডিকেল কলেজ এর দাবীতে আমরন অনশন এ বসেছে পঞ্চগড় ভুক্তভোগী জনগন।

শোক সংবাদ,পঞ্চগড়ের কৃতিসন্তান  সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টা...
22/04/2025

শোক সংবাদ,
পঞ্চগড়ের কৃতিসন্তান সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর সহধর্মিনী নুর আকতার সরকার আজ ধানমন্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

চীনের প্রস্তাবিত হাসপাতাল নীলফামারিতেই হবে। কিন্রু এখনও পঞ্চগড়ের মানুষ এই আশায় আছে হয়ত সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
20/04/2025

চীনের প্রস্তাবিত হাসপাতাল নীলফামারিতেই হবে। কিন্রু এখনও পঞ্চগড়ের মানুষ এই আশায় আছে হয়ত সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

12/03/2025

আগে ঘটনা জানুন!
ছেলে ও মেয়ের বাসা পাশাপাশিই
এলাকাবাসীর তথ্য মতে গত কয়েকদিন থেকেই দুই পরিবারের মধ্যে ঝামেলা চলতেছিলো জমিজমা নিয়ে।
আজকে বিকালেও ঝগড়াঝাটি করেছে! এরপর যেটা হয়েছে বর্তমান চলমান দেশের পরিস্থিতির সুযোগ নিয়ে মেয়ের পরিবার মেয়েকে নিয়ে পরিকল্পিত ভাবে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে থানায় যেনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়।
পুলিশ সাথে সাথে গিয়ে ছেলেকে ধরে নিয়ে আসছে যেনো কোন ভাবে মব জাস্টিস না ঘটে।
দেখেন দিনে দুপুরে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছে অথচ গ্রামবাসী বিষয়টা জানলো না, খবর পেলো কখন যখন থানা থেকে পুলিশ গেলো, যদি ঘটনা সত্যিই হতো তাহলে অবশ্যই পুলিশের আগে আম-জনতা আগেই ধোলাই দিতো।

এখন কথা হলো যদি ঘটনা সত্যিই হয় তাহলে ঐ ছেলের শাস্তি দ্রুতই কার্যকর করতে হবে, কোন গড়িমশি পঞ্চগড়ের ছাত্র-জনতা মেনে নিবে না।

আর যদি ঐ মেয়ের পরিবার শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, তাহলে এহেন জঘন্য একটি অপবাদ ও পঞ্চগড়ের নাম নষ্ট করার দায়ে ঐ মেয়েসহ গোটা পরিবার কে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যেনো পরবর্তীতে এই ধরনের অপরাধের সুযোগ কেউ না পায়।

আমরা ছাত্র-জনতা অন্ধের বিশ্বাসী না হয়ে সত্যের বিশ্বাসী হই।

পঞ্চগড়ে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, যে পক্ষ সঠিক আমরা সেই পক্ষেই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ।

18/11/2024
29/09/2024

🙄

Address

Panchagarh
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share