24/10/2023
মেয়ে :- আমার ব্রেকআপ লাগবে.!?
ছেলে :- নিয়ে নাও।
মেয়ে :- আর কখনও আমাকে ডিস্টার্ব করবা না।
ছেলে :- আচ্ছা।
মেয়ে :- কখনও আমাকে মেসেজ দিবা না। আমাকে ব্লক করে দিবে।
ছেলে :- আচ্ছা..!!
মেয়ে :- ফোনও দিবে না আমাকে। নাম্বার ব্লাকলিস্টে ফেলে দিবে।
ছেলে :- আচ্ছা।
মেয়ে :- বাসার সামনে এসে ঘুর-ঘুর করবে না।
ছেলে :- আচ্ছা। এবার আমি বলি,এতটুকুতে ব্রেকআপ হয় না। আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি।
মেয়ে :- হুমমম ।
ছেলে :- এখন থেকে ২৪ ঘন্টা আর তোমার কথা ভাববো না। মেসেন্জারে এসে আর তোমার মেসেজেরজন্য অপেক্ষা করবো না। তুমি রিপ্লে দিতে দেরি করলেও আর কষ্ট পাবো না।
মেয়ে :- হুমমম,,,,,😐
ছেলে :- আজকেই অন্যান্য মেয়েদের রিকুয়েস্ট Accept করে নিবো। সকালে আর তোমাকে "গুড মর্নিং" বলবো না। তোমার ঐ হাসি মুখটা দেখার জন্য আর ব্যাকুল হবো না।
মেয়ে :- হুমমম 😑
ছেলে :- শত ব্যস্ততার মাঝেও তোমার সাথে সময় করে কথা বলবো না। হৃদয়ের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতাম.!! এখন আর বাসবো না। এবার খুশি তো..??
মেয়ে :- হুমমম,,, খুশি। পারবে তো এসব করতে..??
ছেলে :- হুমমম,,,খুব পারবো.!!
মেয়ে :- যা যা বলেছো সব পালন করতে পারবে তো..??
ছেলে :- হুমমম,, কোনো টেনশন নিও না ফাস্ট ক্লাস পারবো।
মেয়ে :- কানের গোড়ায় একটা এমন জোরে দেবো কাঁদতে কাঁদতে এসে জড়িয়ে ধরবে।🤬
ছেলে :- ওমা,,, কেনো..??
মেয়ে :- তোমার সাহস কি করে হয় আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করার..??
ছেলে :- তুমিই তো বললে,,,,,,,
মেয়ে :- আমি বললেই শুনতে হবে নাকি..??
ছেলে :- হ্যাঁ,, শুনতে তো হবেই।
মেয়ে :- ওহ্,,, বুঝতে পারছি,,আমি তো এখন পুরাতন হয়ে গেছি,, তাই না..?? নতুন নতুন মেয়েদের রিকুয়েস্ট একসেপ্ট করবা,, তাইনা..?? তুমি একটুও ভালোবাসো না আমাকে.!?😥😭 ( বলেই কান্না শুরু করে দিলো মেয়েটি 😭)
ছেলে :- কি হলো লাগবে না ব্রেকআপ..??❓😁
মেয়ে :- কুত্তা, শয়তান,,,,,,,,,,,,
¤
এরপর মেয়েটা ছেলেটার বুকে কয়েকটা বৃথা আঘাত করে।
ছেলেটা হাসতে হাসতে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয়। আর ছেলেটি বললো...........................
ছেলে :- " পাগলি একটা,,, আসছিলো ব্রেকআপ করতে"।😁
৹
.
"ব্রেকআপ"
– আকাশ আহমেদ
৹
[প্রকৃত ভালোবাসা গুলো এমনই হয়।💓❤
একটু রাগ,একটু অভিমান, একটু খুনসুটি, একটু দুষ্টুমি করা এগুলোই যেন অন্যরকম একটা সুখ এনে দেয় ভালোবাসার মধ্যে।💕💕
তাছাড়া ছোটো ছোটো চাওয়া-পাওয়া তো থাকেই ]