Bangladesh News বাংলাদেশ বার্তা

Bangladesh News বাংলাদেশ বার্তা 🇧🇩 বাংলাদেশের সকল প্রকার চলতি সংবাদ সবার আগে পেতে ✋
-- আমাদের পেজ ফলো করে রাখুন ধন্যবাদ --
(1)

একটি হারানো বিজ্ঞপ্তি আজ সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে পঞ্চগড় সদর থেকে এই ছেলেটি হারিয়ে । গিয়েছে।😭😭😭 ছেলেটির নাম মোঃ শ...
06/09/2025

একটি হারানো বিজ্ঞপ্তি আজ সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে পঞ্চগড় সদর থেকে এই ছেলেটি হারিয়ে । গিয়েছে।😭😭😭 ছেলেটির নাম মোঃ শিপু জেলা পঞ্চগড় থানা পঞ্চগড় গ্রাম সরদার পাড়া । ছেলেটি একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। যদি কোন সহৃদয়বান ছেলেটিকে । দেখে থাকেন। তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ...

📳📳 01739050453

24/08/2025

জেলা হাসপাতাল: চিকিৎসার নামে মৃত্যুফাঁদ!

বাংলাদেশের প্রতিটি জেলা শহরের সরকারি হাসপাতাল এখন যেন একেকটা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এখানে সাধারণ সর্দি-জ্বর বা হালকা সমস্যার বাইরে কোনো রোগের সঠিক চিকিৎসা পাওয়া কার্যত অসম্ভব।
যে হাসপাতালগুলো সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হওয়ার কথা, সেখানে জীবন বাঁচানোর নাম করে কেবল প্রহসন চলছে প্রতিদিন।

গুরুতর কোনো রোগী এলে প্রথমেই বলা হয়—
👉 "ঢাকায় যান",
👉 "বিভাগীয় শহরে রেফার করুন।"

প্রশ্ন হলো—
❓ এত টাকা খরচ করে এই বিশাল দালানকোঠা, ডাক্তার, নার্স, যন্ত্রপাতি—সবকিছু সাজিয়ে রেখে এর ব্যবহার কোথায়?
❓ যদি শেষ পর্যন্ত সব রোগীকে ঢাকায় কিংবা বিভাগীয় হাসপাতালে পাঠানোই হয়, তবে জেলা হাসপাতালের প্রয়োজন কী?
❓ মানুষের জীবন নিয়ে এমন তামাশা আর কতোদিন চলবে?

সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বাজেট থেকে খরচ করছে এই হাসপাতালগুলোর পেছনে। অথচ বাস্তবে এই হাসপাতালগুলোতে

নেই যথাযথ ডাক্তার,

নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ,

নেই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দক্ষতা,

নেই দায়িত্বশীলতা।

ফলে, সাধারণ মানুষ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও চিকিৎসা থেকে বঞ্চিত হয়।
যে পরিবারগুলোর সামর্থ্য আছে তারা ঢাকায় বা বিদেশে গিয়ে চিকিৎসা নেয়। আর যাদের সেই সামর্থ্য নেই, তাদের বাঁচার অধিকার যেন রাষ্ট্র স্বীকারই করে না!

তাহলে কি এদেশের স্বাস্থ্যব্যবস্থা কেবল ধনীদের জন্য?
তাহলে কি এই হাসপাতালগুলো রাখা হচ্ছে কেবল চাকরি আর ভাতা খাওয়ার জন্য?

যদি এই ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ঠিক করতে না পারেন, তবে স্পষ্ট করে বলে দিন—
👉 “গরিব মানুষের বাঁচার অধিকার নেই।”
👉 “যাদের সামর্থ্য আছে, তারাই বাঁচবে।”

সরকারের প্রতি অনুরোধ—
মানুষের জীবন নিয়ে ঠাট্টা-তামাশা না করে হয় সত্যিকার অর্থে কার্যকর স্বাস্থ্যসেবা দিন,
নইলে এই হাসপাতালগুলো বন্ধ করে দিন।
কারণ, আশার আলো দেখিয়ে শেষে মৃত্যুফাঁদে ফেলে দেওয়ার চেয়ে
সরাসরি সত্যটা বলা অনেক ভালো।

18/08/2025

I gained 9,911 followers, created 53 posts and received 303 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

17/08/2025

কুয়েতে কমলার দাম অনেক

কুয়েতে খাসির বিচি বিক্রি হয়
16/08/2025

কুয়েতে খাসির বিচি বিক্রি হয়

11/08/2025

পঞ্চগড়ের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চাই

11/08/2025
11/08/2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ মৌসুমের বয়স ভিত্তিক (বালক) অনুর্ধ্ব-১৪,১৬ ও ১৮ এর পঞ্চগড় জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে আগামী ২৬/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল : ৯.০০ ঘটিকায় পঞ্চগড় জেলা স্টেডিয়ামে প্রাক-বাছাই অনুষ্ঠিত হবে। উক্ত বাছাই কার্যক্রম পরিচালনা করবেন রংপুর বিভাগীয় কোচ, সার্বিক সহযোগিতা করবেন সহ: জেলা কোচ।
*************************
খেলোয়াড়দের যে সকল কাগজপত্র সাথে আনতে হবে
√ দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি আনতে হবে।
√ অনলাইনে জন্ম নিবন্ধনের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
√ পি এস সি /জেএসসি /এসএসসি বা সমমান পরীক্ষা/ এইচ এস সি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড মুল কপি ও ফটোকপি আনতে হবে।
√ অটোপাসদের ক্ষেত্রে প্রধান শিক্ষক কর্তৃক অধ্যায়নরত ক্লাসের প্রত্যয়ন পত্র মুলকপি ও ফটোকপি / আইডি কার্ড/ বেতন কার্ড এর ফটোকপি আনতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
*****************************
নির্ধারিত বয়স সীমা :
# অনূর্ধ্ব ১৪ : ০১-০৯-২০১১ ইং বা তার পরবর্তী জন্মগ্রহণকারী।
# অনূর্ধ্ব ১৬: ০১-০৯-২০০৯ ইং বা তার পরবর্তী জন্মগ্রহণকারী।
# অনূর্ধ্ব ১৮: ০১-০৯-২০০৭ইং বা তার পরবর্তী জন্মগ্রহণকারী।
*****************************
বি:দ্রু: # শুধুমাত্র বাছাইকৃত খেলোয়াড়রা পরবর্তীতে মেডিক্যাল ফরম পূরণ করতে পারবে।
# বাছাই কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের নিজ ক্রিকেট খেলার সরঞ্জাম / উপকরণ নিয়ে উপস্থিত থাকতে হবে।
*****************************
বিস্তারিত জানতে :
১. কাজী জাহিদুর রহমান জাহিদ ( জেলা কোচ)
মোবাইল নং : ০১৭৫১৯৫৮৯২৭
প্রাক-বাছাই এর ফরম সংগ্রহ স্থান জেলা স্টেডিয়াম পঞ্চগড় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। ফরমের জন্য যোগাযোগে,
মোঃ আরিফুর জামান শুকুর ০১৬৭৭৬৪৬৬৮৩
মোঃ সাকিব হোসেন ০১৫৭০২০৪৯৪৬

#সকাল #সকাল #সাইজ

11/07/2025

চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্ধ।।

11/07/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি।।

06/07/2025

পঞ্চগড়ের দাবি

Address

Panchagarh/Banglabanda Highway
Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh News বাংলাদেশ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh News বাংলাদেশ বার্তা:

Share