কমেডি ক্লাব-Comedy Club

কমেডি ক্লাব-Comedy Club আসসালামু আলাইকুম,
লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে...!!
আপনাদের ভালোবাসায় একদিন কমেডি ক্লাব-Comedy Club এগিয়ে যাবে অনেক দুরে...!!
(54)

মাকে যারা পাগলের মতো ভালোবাসেন,
শুধুমাত্র তাদের জন্যই এই ছোট্ট পেইজ...!!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
---❛❛মা/Maa❜❜---

মহান আল্লাহ পাকের এই নিঁপুণ নিরাময়ে সাজানো-গুছানো বিশালাকারের এই অনাবৃত পৃথিবীটায় আত্মতৃপ্ততায় পরিপূর্ণ এক অসাধারণ অর্থবহুল প্রোস্ফূটিত ছোট্টো একটা নাম "মা"
আহ্....কি প্রশান্তীময় তৃপ্তির বহর এতে.....!! "মা" বলে ডাকতেই শরীরের উষ্ম রক্ত কণিকা গুলো আনন্দে আত্মহারা হয়ে সমস্ত সীমারেখা

অতিক্রম করে প্রত্যেকটা শিরা-উপশিরায় কিলবিলিয়ে ছুটে চলে প্রায় অর্ধ সেকেন্ডেই।
সমস্ত শরীরটা জুড়ে তখন অজানা সুখের মহড়া...!
পবিত্র এ নামে নিহীত রয়েছে; সুখ-দুঃখ,আনন্দ-বেদনা...!!
আর আজ এই দুঃখ-বেদনা মহান আল্লাহ পাক বোধহয় আমার জন্যই নির্ধারণ করে রেখেছেন।

তিনি আমার থেকে এই মধু মাখা "মা" শব্দটি উচ্চারণের অধিকার চিরতরে কেরে নিয়েছেন।
ঐ "মা" ছারা পুরোই নিঃস্ব আমি।
আমার "মা" নেই; ভাবতেই কষ্টে দুমড়ে-মুচড়ে নিষ্পেশিত হয় এই কোমল হৃদয়টা...!!

কষ্টের দাবানল ধাউ-ধাউ কোরে জ্বলে এই বুকের ভিতর...!!!
মনের অজান্তেই দুফোটা অশ্রু চোখ দুটোয় উৎসূক ভির জমায়...!!!!
পরক্ষনেই তা হালকা খোঁচা-খোঁচা দাড়ির কোমল গাল বেয়ে গোটা কয়েক লোমযুক্ত ফর্সা বুকের জমিন ভেদ কোরে গরিয়ে পড়ে তৃষ্নাতুর মরুতে...!!!!!
কাঁন্নার কাছে হার মেনে অবশেষে ডুকরে-ডুকরে কেঁদে উঠি...!!!
সমস্ত শরীরের রক্ত কণিকা গুলো যেন হীম হয়ে আসছে মা হারানোর শোকে....!!!

-আশরাফুল খান।

01/08/2025

আবারো সবাইকে ধন্যবাদ🐸🤣

মিলেমিশে যখনই কিছু করতে চেয়েছি, তখনই কিছু হিংস্র হায়েনার দল অতর্কিত হামলা করে দলছুট করে দেয়...!🥹ওরা হয়তো জানে না-নিজ...
31/07/2025

মিলেমিশে যখনই কিছু করতে চেয়েছি, তখনই কিছু হিংস্র হায়েনার দল অতর্কিত হামলা করে দলছুট করে দেয়...!🥹
ওরা হয়তো জানে না-
নিজের থেকে আমি তাদেরকে নিয়েই বেশি ভাবি...
যারা আমার পাশে থাকে...
ব্রো, তোমার খারাপ কিছু হবে না, শুধু একবার বিশ্বাস করে দেখো...🥰

বাহিক্য আচরণে ভেতরের কিছু বোঝা মুশকিল

upcoming...🐸6:00pm 1 August 2025. কুখ্যাত খুনি VS ওসি সাহেব🤣🐸😂
31/07/2025

upcoming...🐸
6:00pm
1 August 2025.
কুখ্যাত খুনি VS ওসি সাহেব🤣🐸😂

30/07/2025

আলহামদুলিল্লাহ্...
মাত্র এক সপ্তাহেই আপনাদের হৃদয়ে ঠাই পেয়েছি,
3.6k followers done🤩
Alhamdulillah...

29/07/2025
আনন্দ ঘনমুহূর্তে ক্যামেরায় বন্দি...🥰
29/07/2025

আনন্দ ঘনমুহূর্তে ক্যামেরায় বন্দি...🥰

একজন দায়িত্ববান পুরুষ পরিবারের জন্য কত কিছুই না করে...🥰তাও আবার পরিবারের অগোচরে...🥹অসহ্য পরিশ্রম গুলোকে সহ্য করে পরিবার...
28/07/2025

একজন দায়িত্ববান পুরুষ পরিবারের জন্য কত কিছুই না করে...🥰
তাও আবার পরিবারের অগোচরে...🥹
অসহ্য পরিশ্রম গুলোকে সহ্য করে পরিবারের হাসি মুখ দেখবার জন্য বেঁচে থাকার নামই পুরুষ...!!

আহারে, যুবকটা কি কষ্ট করতাছে🐸🐸
বিশেষ দ্রষ্টব্যঃ এটি শুটিং থেকে নেয়।👇

শুটিং টাইম😏
24/07/2025

শুটিং টাইম😏

22/07/2025

মাইলস্টোনে উড়োজাহাজ দুর্ঘটনায় সকল মৃত ব্যক্তিদের জান্নাত দিও হে প্রভু...
এবং ধৈর্য দিয়ো তাদের স্বজনদের...!!
আমিন🤲🤲

প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু না বলার কথা থাকে, থাকে কিছু কষ্ট বিজড়িত অতীতের স্মৃতি...অকপটে না যায় বলা না হয় সহ্...
20/07/2025

প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু না বলার কথা থাকে, থাকে কিছু কষ্ট বিজড়িত অতীতের স্মৃতি...অকপটে না যায় বলা না হয় সহ্য...
যাহোক সবকিছুর মুলেই হচ্ছে ঐই টাকা বা সুন্দর ক্যারিয়ার...
যার জীবনে দুটোর কোনোটিই নেই তার জীবনে দুঃখ কষ্ট অন্তহীন, বিরামহীন।

#বিকেলের সুন্দর মুহূর্তে কলিগদের সাথে🥰

14/05/2024

আসসালামু আলাইকুম...!!
সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সবাই উত্তর দিয়ে যাবেন...

03/05/2024

একটিভ আছি প্রিয়সকল...
বিশ্বাস করে সাপোর্ট করুন..!!
আমি বিশ্বাসের মর্যাদা রাখবো, ইনশাআল্লাহ্...

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when কমেডি ক্লাব-Comedy Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share