02/10/2025
*****
বাড়ি কিনছেন? – মুখ বন্ধ রাখুন।
একটি নতুন গাড়ি নিচ্ছেন? – মুখ বন্ধ রাখুন।
নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? – মুখ বন্ধ রাখুন।
ছুটিতে যাচ্ছেন? – মুখ বন্ধ রাখুন।
নতুন কোর্স শুরু করছেন? – মুখ বন্ধ রাখুন।
চাকরিতে পদোন্নতি হবে? - মুখ বন্ধ রাখুন।
জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয়, প্রিয়জন বা বন্ধুদের জানালে খুশি হবে। মনে হয়, সুখ ভাগ করলে দ্বিগুণ হয়। কিন্তু সত্যি বলতে কী, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোেলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল।