Uttarer Dak

Uttarer Dak Online & Printing News Paper

বাবার মৃত্যুতে শোক বিহবল মেয়ে, বাড়িতে লাশ রেখে এসএসসি পরীক্ষা মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তায় ভ্যান শ্রমিক সম...
28/02/2024

বাবার মৃত্যুতে শোক বিহবল মেয়ে, বাড়িতে লাশ রেখে এসএসসি পরীক্ষা

মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তায় ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার পর একটি হোটেলে চা খেতে আসেন তেঁতুলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম (৪৮)।

চা পান শেষে কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। বুকের ব্যথা উঠায় হাসপাতালে যাওয়ার পথেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে হাসপাতালে ভরে যায় মানুষের। আব্দুল হাকিম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পতœীপাড়ার উসমান গণির ছেলে।

বুধবার দুপুর আড়াইটার দিকে পত্নীপাড়া ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নেন আওয়ামীলীগের সভাপতি ইয়াসীন আলী মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ দলীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মুসল্লী।

জানাযা নামাযের সময় তারা আব্দুল হাকিমের রাজনৈতিক জীবন তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, আব্দুল হাকিম ছিলেন তরুণ রাজনৈতিকদের জন্য আইডল। সে কর্মী গড়ার কারিগর ছিলেন। দীর্ঘ দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, যুবলীগের যুগ্ম আহবায়ক ও পরে উপজেলা আওয়ামীলীগে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রাজনৈতিক জীবনে কোন হিংসা ছিলো না। সব সময় বিনয়ী স্বভাবের ছাত্রজীবন থেকেই তুখোর রাজনৈতিক হয়ে উঠেছিলেন।

এ সময় মুঠোফোনে ঢাকা থেকে মুসল্লীদের উদ্দেশে আব্দুল হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। জানাযা নামাযের পর পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে আব্দুল হাকিমের মেয়ে হুমায়রা ইয়াসমিন হিমু দিচ্ছে এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুতে পরিবারের অন্যান্য সদস্যের মতো বুকফাটা কান্না করতে দেখা গেছে তাকে। বুধবার সকালে বাবা মরদেহ বাড়িতে রেখে শোকার্ত হৃদয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেয় হিমু। কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেসে । দুই ভাই বোনের মধ্যে সেই ছোট। বড় ভাই জাহিদ হাসান জনি রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে পড়ালেখা করছে।

উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়ে। কোনভাবে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি।

23/02/2024
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফের বন্যহাতির প্রবেশ আশঙ্কায় তৈরি হয়েছে আতঙ্ক।  বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে সীমান্তের কয়েকটি গ্রামে ...
23/02/2024

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফের বন্যহাতির প্রবেশ আশঙ্কায় তৈরি হয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে সীমান্তের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে এ আতঙ্ক। প্রশাসন

দিনভর আতঙ্কের ভেতর সন্ধ্যার পর বাংলাদেশের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে সে লক্ষে উপজেলার সদরের মহানন্দার তীরস্থ মন্দিরের পাশে হাফতিয়াগছ জিরোলাইনে স্থানীয়রা মশাল জ্বালায়।

এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী, ভারতীয় বনবিভাগের সদস্য ও স্থানীয় শতশত মানুষ উপস্থিত থেকে সীমান্তে হাতির প্রবেশ গতিরোধে পাহাড়া দেন তারা।

সকালে বন্য হাতি দুটি সদর ইউনিয়নের সীমান্ত হতে ২শ গজ দূরে ভারতের হাফতিয়াগছ বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি বনে অবস্থান করার খবর পায় উপজেলা প্রশাসন। হাতি দুটি বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করতে না পারে বিষয়টি নিয়ে ভারতীয় বন দপ্তরের প্রতিনিধির সাথে দ্রুত সাক্ষাত করেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

ভারতের হাফতিয়াগছ ফরেস্টের জিরো সীমানায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি উপস্থিত হয়ে ভারতীয় বন দপ্তরের প্রতিনিধির সাথে জরুরী সাক্ষাত করেছেন। সাক্ষাতে হাতি দুটিকে ট্রাংকুলাইজার ব্যবহার করে হাতিগুলোকে দ্রæত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রশাসনের অনুরোধে প্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন বিভাগের নর্দান সার্কেলের বৈকণ্ঠপুর ডিভিশন ট্রাংকুলাইজার ব্যবহার করে গাড়ীতে করে হাতি দুটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সন্ধ্যাতেও ইউনিয়ন পরিষদ থেকে মাইকিংয়ে জনসাধারণকে সতর্ক থাকতে প্রচার মাইকিং করতে দেখা গেছে।

সাংবাদিকতার জন্যই সরকারি চাকরি ছেড়েছিলেন পঞ্চগড়ের শহীদশহীদুল ইসলাম শহীদ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের একজন সিনিয়র ও অভিজ্...
25/01/2024

সাংবাদিকতার জন্যই সরকারি চাকরি ছেড়েছিলেন পঞ্চগড়ের শহীদ

শহীদুল ইসলাম শহীদ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের একজন সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক। তৃণমূল সাংবাদিকতা জগতের গুরু প্রবীণ সাংবাদিক তিনি। দীর্ঘ সময় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোতে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে দৈনিক দেশ রূপান্তর, দি ডেইলি অবজারভার ও বাংলাদেশ বেতার-এ কাজ করছেন।

এক অস্বচ্ছল কৃষক পরিবার থেকে উঠে আসা সাংবাদিক শহীদের জীবনের সংগ্রাম শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। পাঁচ ভাইয়ের মধ্যে সাংবাদিক শহীদ ছিলেন দ্বিতীয়। বাবা মরহুম শফিউদ্দিন আহাম্মেদ ছিলেন বোদা উপজেলা সদরের সাতখামার এলাকার একজন প্রান্তিক কৃষক। অল্প পরিমাণ জমিতে হালচাষ আর গায়ে গতরে খেটে স্ত্রী সন্তানের মুখে দুই বেলা খাবার তুলে দিতে হিমশিম খেতেন। সাংবাদিক শহীদ ৬ষ্ঠ শ্রেণি থেকেই প্রাইভেট পড়িয়ে (টিউশনি) লেখাপড়ার খরচ যোগাতেন। ছাত্র জীবনে আয় করতে শেখায় লেখাপড়ার খরচের সঙ্গে সংসারের খরচেও দুই চার টাকা যোগান দিতে হতো তাকে।

এক সময় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। একই সঙ্গে যুক্ত ছিলেন সাংবাদিকতায়। চাকরির পাশাপাশি সাংবাদিকতার নেশা তাকে এতটাই আকৃষ্ট করেছিল যে, পেশার সম্মানে তিনি বর্তমানের সোনার হরিণ নামক সরকারি চাকরিটি ছেড়ে দিতে একবারের বেশি ভাবার সুযোগ নেননি। ওই সময় পরিবারের অনেকেই তাকে চাকরি ছাড়তে বাধা দিলেও সাংবাদিকতা যে মহান পেশা সেই যুক্তি দেখিয়ে উল্টো তাদের চুপ করে দিয়েছেন।

পরবর্তীতে সাংবাদিকতার সুবাদে তিনি স্থানীয়ভাবে অসংখ্য উন্নয়নে অবদান রেখেছেন। একইভাবে ভাগ্য বদলে দিয়েছেন অনেক অসহায় মানুষের। যার সুফল তারা আজও ভোগ করছেন। অথচ একই রকম সুযোগ সুবিধার প্রস্তাব ছিল তারও ক্ষেত্রে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। সৎ থাকার চিন্তায় আজও বদলায়নি তার নিজের ভাগ্যটা। এতক্ষণ যে মানুষটির বর্ণনা দেয়া হলো তিনি হলেন পঞ্চগড়ের তৃণমূল সাংবাদিকতা জগতের গুরু প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।

১৯৮২ সালে বোদা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ঠাকুরগাঁও ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তিনি বাংলার বাণী, দৈনিক বাংলা এবং বালাদেশ টাইমস পত্রিকায় পঞ্চগড় প্রতিনিধি হয়ে কাজ করেন। সাংবাদিকতায় গুরুত্ব দিয়ে জীবন গড়ার লক্ষে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি।

স্কুলজীবনেই বিভিন্ন খবর লেখেন তৎকালীন দৈনিক গণকন্ঠ, সাপ্তাহিক মশাল এবং দিনাজপুরের স্থানীয় দৈনিক ‘প্রতিদিন’ পত্রিকায় পোস্ট অফিসের মাধ্যমে ডাক পাঠাতেন। ১৯৯২ সালের ১৫ জুলাই তিনি ‘বাংলাদেশ অবজারভার’ পত্রিকার জেলা প্রতিনিধি এবং ১৯৯৩ সালে ‘বাংলাদেশ বেতার’ এ জেলা সংবাদদাতা হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের ৪ নভেম্বর তিনি দৈনিক প্রথম আলো’র জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ ২০ বছর সুনামের সঙ্গে তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করার পর ২০১৮ সালে অজ্ঞাত কারণে প্রথম আলোর থেকে অব্যাহতি নেন।

মাত্র ১৯ বছর বয়সে ১৯৮৭ সালে তিনি পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের লাখেরাজ ঘুমটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও যোগদান করেন। শিক্ষকতার পাশপাশি সাংবাদিকতা পেশা ভালোই চলছিল। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নোতিও পান। বোদা উপজেলার বেংহারি বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা জীবনে সাংবাদিক শহীদ শুধু ছোট শিশুদের জন্যই শিক্ষকতা করেননি। তিনি স্থানীয় পর্যায়ে তৃণমূল সাংবাদিকতারও শিক্ষক ছিলেন।

সংক্ষেপ
লেখাটির সফিকুল আলম রিপোর্ট থেকে।

লাগাতার শীতে যখন শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষগুলো পোহাচ্ছে শীতের প্রকোপ। শীতের সেই প্রকোপে উষ্ণতা ছড়াতে পঞ্চগড়ের ত...
22/01/2024

লাগাতার শীতে যখন শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষগুলো পোহাচ্ছে শীতের প্রকোপ। শীতের সেই প্রকোপে উষ্ণতা ছড়াতে পঞ্চগড়ের তিন শতাধিক দারিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে গরম কাপড় কম্বল বিতরণ করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের যৌথ উদ্যোগে জেলার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের সিও রাশেদুল হক উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

উপকারভোগীরা বলেন, পৌষ-মাঘের শীতে বিজিবির কম্বল পেয়ে খুব উপকার হয়েছে। এ কম্বল পেয়ে জার (শীত) কমবে। এমন উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ ও দোয়া করেন তারা।

পঞ্চগড় ১৮ বিজিবির সহকারী পরিচালক (এডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে লে. কর্ণেল (সিও) যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের লে. কর্ণেল (সিও) রাশেদুল হক বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে যৌথ ভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও কনকনে শীতের মাঝে প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বিজিবি। এছাড়াও বিভিন্ন সময়ে জনমানুষের পাশে দাঁড়িয়ে শীতকালীন বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছেন বিজিবি।

Address

Panchagarh

Telephone

+8801836308501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttarer Dak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category