
28/02/2024
বাবার মৃত্যুতে শোক বিহবল মেয়ে, বাড়িতে লাশ রেখে এসএসসি পরীক্ষা
মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তায় ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার পর একটি হোটেলে চা খেতে আসেন তেঁতুলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম (৪৮)।
চা পান শেষে কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। বুকের ব্যথা উঠায় হাসপাতালে যাওয়ার পথেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তে হাসপাতালে ভরে যায় মানুষের। আব্দুল হাকিম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পতœীপাড়ার উসমান গণির ছেলে।
বুধবার দুপুর আড়াইটার দিকে পত্নীপাড়া ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন আওয়ামীলীগের সভাপতি ইয়াসীন আলী মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনসহ দলীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মুসল্লী।
জানাযা নামাযের সময় তারা আব্দুল হাকিমের রাজনৈতিক জীবন তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, আব্দুল হাকিম ছিলেন তরুণ রাজনৈতিকদের জন্য আইডল। সে কর্মী গড়ার কারিগর ছিলেন। দীর্ঘ দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন, যুবলীগের যুগ্ম আহবায়ক ও পরে উপজেলা আওয়ামীলীগে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রাজনৈতিক জীবনে কোন হিংসা ছিলো না। সব সময় বিনয়ী স্বভাবের ছাত্রজীবন থেকেই তুখোর রাজনৈতিক হয়ে উঠেছিলেন।
এ সময় মুঠোফোনে ঢাকা থেকে মুসল্লীদের উদ্দেশে আব্দুল হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বক্তব্য রাখেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। জানাযা নামাযের পর পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে আব্দুল হাকিমের মেয়ে হুমায়রা ইয়াসমিন হিমু দিচ্ছে এসএসসি পরীক্ষা। বাবার মৃত্যুতে পরিবারের অন্যান্য সদস্যের মতো বুকফাটা কান্না করতে দেখা গেছে তাকে। বুধবার সকালে বাবা মরদেহ বাড়িতে রেখে শোকার্ত হৃদয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেয় হিমু। কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেসে । দুই ভাই বোনের মধ্যে সেই ছোট। বড় ভাই জাহিদ হাসান জনি রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে পড়ালেখা করছে।
উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়ে। কোনভাবে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। কিন্তু তাকে শোকাহত হতে দেখেছি।