প্রিয় পঞ্চগড়

প্রিয় পঞ্চগড় Panchagarh, Bengali pronunciation]; Bengali পঞ্চগড়, Panchagaṛ-five forts. prio.panchagarh

09/08/2025

পঞ্চগড় রেল স্টেশন

07/08/2025
পঞ্চগড় জেলার ৫ জন শহীদ হন  জুলাই আন্দোলনে। শহীদের তালিকা ঠিকানা ,  শাহাদাৎ স্থান নিম্নে দেয়া। নিখোঁজ একজন। তাদের আত্মার ...
04/08/2025

পঞ্চগড় জেলার ৫ জন শহীদ হন জুলাই আন্দোলনে।
শহীদের তালিকা ঠিকানা , শাহাদাৎ স্থান নিম্নে দেয়া। নিখোঁজ একজন।
তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
আহতদের সুস্থতা কামনা করি।

টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দৈনন্দিন যোগাযোগের জন্য ফোন ব্যবহার করেন না। তিনি বলেছেন যে ফোনগুলি বিভ্রান্তিকর এবং তার গোপ...
24/07/2025

টেলিগ্রামের সিইও পাভেল দুরভ দৈনন্দিন যোগাযোগের জন্য ফোন ব্যবহার করেন না। তিনি বলেছেন যে ফোনগুলি বিভ্রান্তিকর এবং তার গোপনীয়তার জন্য ক্ষতিকারক।
টেলিগ্রাম আপডেট পরীক্ষা করার জন্য তার একটি ফোন থাকলেও, এতে কোনও সিম কার্ড নেই এবং এটি কেবল সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।

এটা খুব সাধারণ একটা ব্যাপার, সব জেলাতেই আছে এক বা একাধিক। আরও শুনেন,১৯৩৮ সালে প্রায় ৩০০ বিঘা জমির উপর চুয়াডাঙ্গা (Chua...
23/07/2025

এটা খুব সাধারণ একটা ব্যাপার, সব জেলাতেই আছে এক বা একাধিক।

আরও শুনেন,
১৯৩৮ সালে প্রায় ৩০০ বিঘা জমির উপর চুয়াডাঙ্গা (Chuadanga) জেলায় এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম চিনির কল 'কেরু এন্ড কোং' স্থাপন করা হয়। বাংলাদেশ সরকার ১৯৭২ সালে কেরু এন্ড কোং-কে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। প্রায় ৮০ বছরের পুরানো কেরু এন্ড কোং-এ চিনি ছাড়াও দেশি এবং বিলেতি মদ উৎপাদন করা হয়।

আমরা সবাই জানি এলাকার সব থেকে সুন্দুরী মেয়েটাও হাগতে যায়, এটা নিয়ে প্রচার প্রচারণার কিছু নেই। হাসির ছলে সবাই শেয়ার করছেন বেশ, কিন্তু এটার একটা প্রভাব আছে আপনি বা আপনার বন্ধু তালিকাতেও।

কি নিয়ে মজা করা যাবে, যাবেনা সেটা বিচার করার মত বুদ্ধি আল্লাহ্‌ আপনাকে দিয়েছে।

📸 এআই AI যুগে অনলাইনে ছবি শেয়ার করার ঝুঁকি: নিজেকে রক্ষা করবেন কীভাবে?বর্তমান বিশ্বে ছবি তোলা ও শেয়ার করা যেন জীবনের অ...
23/06/2025

📸 এআই AI যুগে অনলাইনে ছবি শেয়ার করার ঝুঁকি: নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বর্তমান বিশ্বে ছবি তোলা ও শেয়ার করা যেন জীবনের অঙ্গ। বন্ধুদের সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়া, প্রোফাইল আপডেট করা, কিংবা ইনস্টাগ্রামে একটা "পারফেক্ট ক্লিক" — সবকিছুই আমাদের ডিজিটাল জীবনের অংশ। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ ছবিগুলোই আজ ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে উঠছে?

📸 এআই AI যুগে অনলাইনে ছবি শেয়ার করার ঝুঁকি: নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বর্তমান বিশ্বে ছবি তোলা ও শেয়ার করা যেন জীবনের অঙ্গ। বন্ধুদের সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়া, প্রোফাইল আপডেট করা, কিংবা ইনস্টাগ্রামে একটা "পারফেক্ট ক্লিক" — সবকিছুই আমাদের ডিজিটাল জীবনের অংশ। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ ছবিগুলোই আজ ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে উঠছে?

🤖 এআই এখন শুধু দেখে না, কল্পনাও করতে পারে!

এআই (Artificial Intelligence) এখন এতটাই উন্নত যে, একটি সাধারণ মুখাবয়বের ছবি ব্যবহার করেই তৈরি করতে পারে ভুয়া নগ্ন ছবি (deepfake n**es) বা মিথ্যা ভিডিও। এটি শুধু অপমানজনক নয়, বরং ব্যক্তি-মানহানি, সাইবারবুলিং, চাঁদাবাজি ও মানসিক ভাঙনের মতো অপরাধের সূচনা করে।

⚠️ ব্যক্তিগত ছবি শেয়ার করলে কী ধরনের ঝুঁকি?

১. Deepfake ও N**e Recreation

আপনার প্রোফাইল ছবি বা সেলফি ব্যবহার করে এআই দিয়ে বানানো হয় ভুয়া নগ্ন ছবি বা আপত্তিকর ভিডিও। এরপর এগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল বা সামাজিকভাবে হেয় করা হয়।

২. প্রতারক ও স্ক্যামারদের ফাঁদ

ছবির মাধ্যমে ফেক আইডি তৈরি করে ব্যবহারকারীর পরিচয়ে ফেসবুক/ইনস্টাগ্রামে প্রতারণা চালানো হয়। কেউ বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেয়, পরে আপনি হন অপবাদভুক্ত।

৩. ফেস রিকগনিশন ও ডেটা ট্র্যাকিং

আপনার চেহারা এআই অ্যালগরিদমে চলে গেলে তা দিয়ে ট্র্যাকিং, ফেক আইডেন্টিটি, এমনকি পাসপোর্ট বা সরকারি ডকুমেন্ট বানানো সম্ভব।

৪. OnlyFans বা প্রাপ্তবয়স্ক সাইটে মিথ্যা ছবি ব্যবহারের ঝুঁকি

বিভিন্ন সাইবার অপরাধী আপনার এডিট করা ছবি ফেক প্রোফাইল তৈরি করে অসৎ উপার্জনের জন্য ব্যবহার করে।

🛡️ কীভাবে নিজেকে রক্ষা করবেন?

✅ Low-Resolution ছবি শেয়ার করুন:
যেখানে সম্ভব, কম রেজোলিউশনের ছবি ব্যবহার করুন যাতে AI reconstruction কঠিন হয়।

✅ ফেস Blur বা স্টিকার ব্যবহার করুন:
ব্যক্তিগত পোস্টে মুখ ঢেকে রাখলে AI training ও misuse আটকানো যায়।

✅ Strict Privacy Settings রাখুন:
সোশ্যাল মিডিয়ায় Public পোস্ট এড়িয়ে, "Friends Only" বা কাস্টম ভিউতে শেয়ার করুন।

✅ Face Verification Turn Off করুন:
ফেসবুক, গুগল প্রভৃতি প্ল্যাটফর্মে ফেস রিকগনিশন অপশন বন্ধ রাখুন।

✅ Google Reverse Image Search দিয়ে মনের শান্তি রাখুন:
আপনার ছবি ইন্টারনেটে অন্য কোথাও ব্যবহৃত হচ্ছে কিনা, তা নিয়মিত চেক করুন।

✅ Unnecessary Photos Delete করুন:
পুরনো অপ্রয়োজনীয় সেলফি, প্রোফাইল পিক, ক্লাউডে থাকা ছবি রিমুভ করুন।

✅ AI Image Detector Tools ব্যবহার করুন:
Fake n**e বা AI-জেনারেটেড ছবি শনাক্ত করতে অনলাইন টুলস (যেমন: Hive, Deepware, Sensity) ব্যবহার করতে পারেন।

👩‍⚖️ আইনি সহায়তা নিন

যদি আপনার ছবি দিয়ে কেউ ব্ল্যাকমেইল বা অপব্যবহার করে, সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগে (বাংলাদেশে: CID / Cyber Police Bureau) রিপোর্ট করুন। ডেটা প্রোটেকশন আইন এখন অনেকটাই কড়া, আপনি আইনের সহায়তা পেতে পারেন। অথবা ৯৯৯ এ কল করেও পরামর্শ বা সমাধান পেতে পারেন।

ছবি তোলা আনন্দের, কিন্তু অনলাইনে শেয়ার করার আগে একটু ভেবে দেখা দরকার—এটি ভবিষ্যতে আমার বিপদ ডেকে আনবে না তো?
এখন সময় সচেতন হওয়ার। AI যতো শক্তিশালী হচ্ছে, আমাদের প্রাইভেসি সচেতনতাও ততটাই জরুরি।

16/05/2025

জারুলের রাজ্য, খয়ের বাগান দেবীগঞ্জ

16/04/2025

স্বাস্থ্যসেবা কি শুধুই রাজধানীর অধিকার?
উত্তরের জনপদ পঞ্চগড়ের লাখো মানুষের প্রাণের দাবি—চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে চাই!
আজকের গণজমায়েত ও মানববন্ধন প্রমাণ করে দিয়েছে, আমরা আর চুপ করে বসে থাকবো না।
এই আন্দোলন এখন শুধু দাবি নয়, এটা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম।

#মেডিকেল_কলেজ_চাই_পঞ্চগড়ে
#পঞ্চগড়_চায়_হাসপাতাল
#স্বাস্থ্যসেবা_হোক_সবার_অধিকার”

06/04/2025

পঞ্চগড়ের ইকো পার্কে উপচে পড়া ভিড়; ঈদে পার্ক ঘিরে জমে উঠেছে ব্যবসা বাণিজ্য

12/03/2025

ইফতারের আগে যে মেয়েরা অনলাইনে থাকে তাদের বিয়ে করবেন না!
কারণ তারা কাম-চোর 😅

24/02/2025

ই স্তরের নিরাপত্তা (2FA) বাইপাসের নতুন পদ্ধতি আবিষ্কার করেছে হ্যাকাররা!

20/12/2024

আমি মনে করি শুধু কালিগঞ্জ, দেবীগঞ্জ না, শুধু পঞ্চগড়ও না। পুরো বাংলাদেশকেই এই মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে...

Address

Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় পঞ্চগড়:

Share