21/11/2025
আজকে দেখবেন মসজিদগুলোতে মুসুল্লিদের কি পরিমাণে ভীড় হয়।
এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।
সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।
তা ছাড়া নবিজি (সাঃ) বলেছেন যে কিয়ামতের আগে বহু ভূমিকম্প হবে, যা কিয়ামতের অন্যতম লক্ষণ। তবে এই সাধারণ ভূমিকম্পগুলোই চূড়ান্ত কিয়ামত নয়, বরং সতর্কবার্তা।