Rakib AR

Rakib AR Md.Rakib Hasan

ভিতরগড় দুর্গনগরী পঞ্চগড় জেলা শহর হতে ১৬ কি:মি উত্তর পূর্বে পঞ্চগড় জেলার সদর থানার অর্ন্তগত অমরখানা ইউনিয়নে ভারত-বাংল...
27/02/2024

ভিতরগড় দুর্গনগরী পঞ্চগড় জেলা শহর হতে ১৬ কি:মি উত্তর পূর্বে পঞ্চগড় জেলার সদর থানার অর্ন্তগত অমরখানা ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ১৭/১৮ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ দুর্গনগরী।

প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন, দুর্গটি নির্মাণ করেছেন রাজা পৃথু ও এটিকে তিনি রাজধানী হিসেবে ব্যবহার করতেন। ইতিহাসবিদদের মতে, ১২৫৭ সালে সুলতান মুঘিসউদ্দীন কামরূপ রাজ্য আক্রমণ করলে এটি সুলতানী শাসনে চলে আসে। ১৪৫৮ খ্রিষ্টাব্দের দিকে ভিতরগড় অঞ্চলটি কামরূপ রাজ্যের হোসেন শাহ শাসন করেছেন। এছাড়াও এ অঞ্চলটি একসময় গৌড় ও প্রাগজ্যোতিষপুরের অংশ ছিলো বলে মনে করা হয়।

উৎখননকালে এই স্থাপত্যের ভিত্তির নিচের স্তরে লাল ও ধূসর রঙের নকশা খচিত মৃৎপাত্রের ভগ্নাংশ এবং লোহা ও তামার তৈরী দ্রব্যাদি পাওয়া গেছে। মৃৎপাত্রের মধ্যে বেশিরভাগই হল- থালা, বাটি, রান্নার হাড়ি, তাওয়া ও মাটির প্রদ্বীপ। অভ্যন্তরীণ আবেষ্টনীর অভ্যন্তরে একটি কালো পাথরে তৈরি মনসা মূর্তির ভগ্নাংশ (১০.৬ × ৮.২ সেমি) পাওয়া গেছে যা বর্তমানে পঞ্চগড় মহিলা কলেজের রকস মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

#ভিতরগড়দুর্গনগরীপঞ্চগড় #বাংলাদেশেরসর্ববৃহৎদুর্গনগরী #ভিতরগড়অঞ্চল

23/01/2024
হে প্রিয় বাবরি মসজিদ! আজকে তোমার অস্তিত্বের শেষ দিন, আজ থেকে তোমাকে আর কখনো বাবরি মসজিদ বলা হবে না, তোমাকে বলা হবে রাম ...
22/01/2024

হে প্রিয় বাবরি মসজিদ!
আজকে তোমার অস্তিত্বের শেষ দিন, আজ থেকে তোমাকে আর কখনো বাবরি মসজিদ বলা হবে না, তোমাকে বলা হবে রাম মন্দির, তোমার মাটিতে হয়তো আর কখনো সেজদা করা হবে না, সেখানে করা হবে মানুষের হাতে বানানো বিভিন্ন পাথর ও মাটির পূজা,
যেখানে তোমাকে উদ্ধারের জন্য আমাদের জীবন দেওয়া প্রয়োজন ছিল, সেখানে হতভাগা আমরা নিজেদের কামড়াকামড়ি নিয়ে ব্যস্ত, তোমাকে রক্ষা করতে পারলাম না, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়িয়েও না, তাহলে আমরা কেউ পার পেতে পারবো না,
যদিও তোমাকে উদ্ধার করতে না পারার পরাজয়ের গ্লানি এই জাতিকে লজ্জিত করার কথা ছিল, কিন্তু আফসোস এ জাতি এখন নির্লজ্জ হয়ে গেছে,
হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন।

২২/০১/২০২৪ ইং

Address

Panchagarh
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib AR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share