Achievers Academy

Achievers Academy Achievers Academy: Inspiring Education, Empowering Success. Unleash your potential with our contents

25/06/2025

শুভ হোক তোমাদের প্রতিটি সকাল, সাহস থাকুক প্রতিটি কলমে।
HSC ২০২৫, এই পথ যেন হয় গর্ব, স্বপ্ন আর বিজয়ের প্রতিচ্ছবি।
আল্লাহ তোমাদের মেহনতকে সাফল্যে রূপ দিন—এই কামনা রইলো।

ফাইনাল সাজেশন ✅ এইচএসসি-২০২৫  বিষয়- বাংলা দ্বিতীয় পত্র।বাংলা ইন্সট্রাক্টর: Jakir Hosen Jamil
16/06/2025

ফাইনাল সাজেশন ✅
এইচএসসি-২০২৫
বিষয়- বাংলা দ্বিতীয় পত্র।
বাংলা ইন্সট্রাক্টর: Jakir Hosen Jamil

14/06/2025

➤➤➤ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক:

১) বর্তমান মাথাপিছু আয়- ২৮২০ মার্কিন ডলার।

২) ৫৪তম বাজেটের আকার- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

৩) বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে- ৫.২৫%

৪) মূল্যস্ফীতিঃ ৬.৫%।

৫) সাম্প্রতিক ড. মুহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান- জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে।

৬) সাম্প্রতিক "কিং চার্লস হারমনি পুরষ্কার"২০২৫ পান- ড.মুহাম্মদ ইউনুস।।

৭) দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে- চট্টগ্রামে।

৮) মনোরেলের দৈর্ঘ্য- ৫৪ কি.মি.

৯) বর্তমানে গ্যাসক্ষেত্র- ৩০টি

১০) সর্বশেষ ৩০-তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে- মাদারগঞ্জ, জামালপুরে।

১১) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩০তম।

১২) মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্হান- ১৪৯তম।

১৩) ৫১ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- আলবার্টা, কানাড়ায়।

১৪) কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিলে।

১৫) সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন- ইকরামুল হাসান বিজয়।

১৬) হিমালয় পর্বতের "অন্নপূর্ণা চূড়ায়" আহরণকারী ১ম বাংলাদেশি- বাবর আলী।

১৭) সি টু সামিট একটি- পর্বত অভিযানের নাম।

১৮) ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম - দ্য আমেরিকা পার্টি।

১৯) দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে- সোনাগাজী, ফেনী।

২০) থ্রি-জিরো তত্ত্বের উদ্ভাবক- ড. মুহাম্মদ ইউনুস।

06/06/2025

ত্যাগ শুধু পশুর নয়, অহংকার ও বিভেদেরও হোক। আসুন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ককে পবিত্র করি। ঈদ মোবারক💗💖💟

28/05/2025

Good morning

15/05/2025

★ শহীদ আবু সাঈদ - কে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম 'উন্নত মম শির' - এর শিল্পী কে? ---> শহীদ কবির।

★ বিশ্বের প্রথম AI শিশুর নাম কী? ---> টং টং

★ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? ---> যুক্তরাষ্ট্র

★ ২০২৪ সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? ----> হান কাং

★ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? ---> ১১টি

★ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় --> ৮ আগস্ট ২০২৪

★ কোন সময়কালকে Generation-Z (Gen-Z) -এর ব্যাপ্তি ধরা হয়? ---> ১৯৯৭-২০১২

★ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? ---> জাপান

★ জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড ---> ১৬১৫২

★ শহীদ আবু সাঈদ কোন বিভাগের ছাত্র ছিলেন? ---> ইংরেজি
★ 'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয়েছে ---> ৮ ফেব্রুয়ারি ২০২৫
★ ব্যবসা সংক্রান্ত ড. ইউনুস-এর তত্ত্বের নাম ----> সামাজিক ব্যবসা
★ কোন জেলায় চা-বাগান বেশি? ---> মৌলভীবাজার

★ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ----> ১০ সেপ্টেম্বর ২০২৪

★ জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে ----> ২৯ নভেম্বর

★ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন 'কপ-২৯' অনুষ্ঠিত হয়েছে –-> বাকুতে

★ কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়? ---> তিউনিশিয়া

★ ই-কমার্স জায়ান্ট 'Ali baba' কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? ----> চীন

★ ২০২৪ সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? ---> নরওয়ে

★ ZOOM কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম? ---> যুক্তরাষ্ট্র

★ 'আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫'-এ কতটি দেশ অংশগ্রহণ করে? ---> ৮টি।

★ বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেম্স অনুষ্ঠিত হয়েছে? ----> লন্ডন

[সংগৃহীত পোস্ট]

11/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধ ২০২৫:

১. ভারত পাকিস্তান যুদ্ধ কত তারিখে সংগঠিত হয়?
উত্তর: ৭ মে ২০২৫।
২. ভারত পরিচালিত অপারেশনের নাম কী?
উত্তর: অপারেশন সিন্দুর।
৩. ভারত-পাকিস্তান যুদ্ধে পাল্টা আক্রমণের নাম কী?
উত্তর: অপারেশন বানিয়ান মারসুস।
৪. ভারত-পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতায় ভূমিকা রাখে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৫. ভারত-পাকিস্তান যুদ্ধ তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ রূপে শেষ হয় কত তারিখে?
উত্তর: ১০ মে, ২০২৫।

10/05/2025

🔥ভারত-পাকিস্তান যুদ্ধ ইস্যু🔥
👉ভারতের অপারেশনের নাম "অপারেশন সিঁদুর"
এবং
পাকিস্তানের অপারেশনের নাম "বুনিয়ান-উন-মারসুস"।

04/05/2025

অতিগুরুত্বপূর্ণ সাম্প্রতিক_সাধারণ_জ্ঞান
▪️বাংলাদেশ বিষয়াবলি
১. বাকৃবি কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম কী?
উত্তর : "বাউ ডাক"।

২. বাংলাদেশের কৃষিতে বিপ্লব সৃষ্টিকারী " ন্যানো ইউরিয়া" সারের আবিস্কারক কে?
উত্তর : অধ্যাপক ড. জাবেদ হোসেন খান।

৩. সম্প্রতি হজযাত্রীর সেবায় চালু হওয়া অ্যাপের নাম কী?
উত্তর: লাব্বাইক।

৪. দেশের কোন আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে?
উত্তর: ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সিলেট।

৫. মহান মে দিবস ২০২৫-এর প্রতিপাদ্য কী?
উত্তর: শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।

৬. নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে?
উত্তর: ৫৪ তম।

৭. ঢাকায় অবস্থিত সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।

৮. চীনের কোন বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
উত্তর: পিকিং বিশ্ববিদ্যালয়।

৯. প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা-১ পর্বত জয় করেন কে?
উত্তর: বাবর আলী।

১০. সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
উত্তর: চট্টগ্রাম-সন্দ্বীপ।

১১. বাংলাদেশ নববর্ষ ১৪৩২-এর প্রতিপাদ্য কী?
উত্তর: নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

১২. মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কী?
উত্তর: বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

১৩. অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন?

১৪. জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ দিন (১৩-১৬ মার্চ)।

১৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বর্তমান নাম কী?
উত্তর: বাংলাদেশ স্যাটেলাইট-১।

১৬. চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম কী?
উত্তর: জিয়া উদ্যান।

১৭. বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: স্টারলিংক (মালিক: ইলন মাস্ক)।

১৮. যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক কত তারিখে পরীক্ষামূলক চালু হয়?
উত্তর: ৯ এপ্রিল, ২০২৫।

১৯. টাইম ম্যাগাজিনের 'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫'-এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কী?
উত্তর: জেবুন নেসা মসজিদ, সাভার।

২০. সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
উত্তর: চট্টগ্রাম-সন্দ্বীপ।

23/04/2025

➪ ➪ অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান মোট সদস্য → ২৩জন।
➪ ➪ দেশের দীর্ঘতম রেলসেতু → যমুনা রেলসেতু ।
➪ ➪ দেশের প্রথম টানেলের বর্তমান নাম → কর্ণফুলী টানেল ।
➪ ➪ দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান → বাংলাদেশ স্যাটেলাইট -১ ।
➪ ➪ ওপেক প্লাসের বর্তমান সদস্য →১১ টি।
➪ ➪ বাংলাদেশে পরীক্ষামূলক স্টারলিং সেবা চালু → ৯ এপ্রিল, ২০২৫ ।
➪ ➪ ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হয়→ ২-৪ এপ্রিল, ২০২৫ থাইল্যান্ডের ব্যাংককে।
➪ ➪ গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ→আইসল্যান্ড ।
➪ ➪ গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান → ১০০তম।
➪ ➪ কমনওয়েলথের বর্তমান মহাসচিব নির্বাচিত হন→ শার্লি আয়োরকর বোচওয়ে।
➪ ➪ ৯৭তম অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র → আনোরা।
➪ ➪ বৈশিক বায়ু মান সূচক ২০২৫ এ ঢাকার অবস্থান → ৩য় (প্রথম —নয়াদিল্লি) ।
➪ ➪ বর্তমানে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ →ইউক্রেন ।
➪ ➪ প্রধান উপদেষ্টা চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন →২৯ মার্চ, ২০২৫ ।
➪ ➪ সম্প্রতি ১৫ মার্চ, ২০২৫ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস "জাতিসংঘ হাউজ" উদ্বোধন করেন → গুলশান, ঢাকা।

20/04/2025

বর্তমানে নিবন্ধিত জিআই পণ্য: ৫৫টি

৫৫তম GI পণ্য: ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ

স্থান: শেরে বাংলা পার্ক - জজকোর্ট, পঞ্চগড়।তারিখ: ১১ এপ্রিল (শুক্রবার)সময়: বাদ জুমা (দুপুর ২ টা)গাজার জন্য এবার আমরা দল-ম...
11/04/2025

স্থান: শেরে বাংলা পার্ক - জজকোর্ট, পঞ্চগড়।
তারিখ: ১১ এপ্রিল (শুক্রবার)
সময়: বাদ জুমা (দুপুর ২ টা)

গাজার জন্য এবার আমরা দল-মত নির্বিশেষে এক হয়ে রাজপথে নামব। ইনশাআল্লাহ ✊🏼

Address

Panchagarh

Telephone

+8801758417101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Achievers Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share