Ek Masum→মাসুম

Ek Masum→মাসুম সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন।

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
25/07/2025

খনার চিকিৎসা বচন (১)
“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”
অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।
খনার চিকিৎসা বচন (২)
“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”
অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।
খনার চিকিৎসা বচন (৩)
“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”
অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৪)
“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”
অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৫)
“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”
অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।
খনার চিকিৎসা বচন (৬)
“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”
অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।
খনার চিকিৎসা বচন (৭)
“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”
অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।
খনার চিকিৎসা বচন (৮)
“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”
অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

copy post

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। উনি ইসলামী সর্বোচ্চ শিক...
18/06/2025

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়। উনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে। তার উপাধী আয়াতুল্লাহ যা ফিকাহবিদ/ মুজতাহিদ/ আল্লামা সমতূল্য। তাছাড়াও তিনি নবী সাঃ এর ৩৮ তম বংশধর। নবী সাঃ এর দৌহিত্র ইমাম হুসাইন রাঃ এর ছেলে ইমাম জয়নাল আবেদীন এর বংশধর। উনার মাথায় কালো পাগড়ী তাঁর চিহ্ন বহন করে। উনি শিয়া মাজহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন। যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহহরমে শরীর থেকে রক্ত না ঝরানো, সকল মাজহাবের মুসলিম একই মসজিদে নামাজ পরার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে।

সংগৃহীত
কোন ভুল থাকলে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হল

কতশত দিন রাত হায় কাটিয়েছি মসজিদের এই  বারান্দায়। ❤️❤️❤️❤️❤️❤️দূরে থেকে মনে পড়ে যায় শুধু বারে বারে।তবে আবার হবে হব এক...
13/06/2025

কতশত দিন রাত হায় কাটিয়েছি মসজিদের এই বারান্দায়। ❤️❤️❤️❤️❤️❤️
দূরে থেকে মনে পড়ে যায় শুধু বারে বারে।তবে আবার হবে হব একসাথে।
ইনশাআল্লাহ

ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হবে কবে এদের সুবুদ্ধি কোনদিন হবে না।পোস্টারে লেখার মত আর কিছু কি ছিল না 🤬🤬🤬
06/06/2025

ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হবে কবে
এদের সুবুদ্ধি কোনদিন হবে না।
পোস্টারে লেখার মত আর কিছু কি ছিল না 🤬🤬🤬

হে আল্লাহ আমার হাত দুখানা আপনি কবুল করে নেন
29/11/2024

হে আল্লাহ আমার হাত দুখানা আপনি কবুল করে নেন

04/10/2024

আল্লাহু আকবার

দুয়া করবেন বেশি করে
09/09/2024

দুয়া করবেন বেশি করে

নিজেকে ধোঁকাবাজি হতে বিরত রাখুন
07/09/2024

নিজেকে ধোঁকাবাজি হতে বিরত রাখুন

উনিও একজন শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এভাবে দড়ি দিয়ে বেঁধে নেয়ার কারণে কারো চেতনা জাগ্রত হয়নি তখন। কারণ তিনি ...
30/08/2024

উনিও একজন শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এভাবে দড়ি দিয়ে বেঁধে নেয়ার কারণে কারো চেতনা জাগ্রত হয়নি তখন। কারণ তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর ছিলেন❣️

শিক্ষককে লাঞ্ছিত করা ও পদত্যাগ করানো কখনোই সমর্থন করি না। তবে যারা বর্তমান শিক্ষক লাঞ্ছনার বিষয়ে পোস্ট দিচ্ছেন এবং "শিক...
30/08/2024

শিক্ষককে লাঞ্ছিত করা ও পদত্যাগ করানো কখনোই সমর্থন করি না। তবে যারা বর্তমান শিক্ষক লাঞ্ছনার বিষয়ে পোস্ট দিচ্ছেন এবং "শিক্ষকের মর্যাদা" কবিতাটি পোস্ট করতেছেন, তারা কি এই অধ্যক্ষসহ শত শত শিক্ষককে যখন লাঞ্ছিত করেছিল, তখন কি প্রতিবাদ এবং "শিক্ষকের মর্যাদা" কবিতাটি পোস্ট করেছিলেন? উনারা কি তখন শিক্ষক ছিলেন না?
বর্তমানে যারা লাঞ্ছিত করতেছে তাদেরকে আমি সমর্থন করি না তবে আপনাদেরকে ঘৃণা করি?
প্রিয় সু-শীল! চিনতে পারছেন উনি কে? বাংলাদেশের শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপিঠ, শ্রেষ্ঠ মানুষ গড়ার কারিগর, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (Tamirul Millat Madrasah Tongi) শাখার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবদীন স্যার।
সেদিন কোথায় ছিলেন আপনারা? ছবিটি ১৫/০৮/২০১৮ ইং

(পেছনে ফিরে দেখা)

কত সুন্দর করে বুঝিয়ে দিল 😳😳
26/08/2024

কত সুন্দর করে বুঝিয়ে দিল 😳😳

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, ন...
26/08/2024

কতটা অমানবিক হইলে একটা মানুষ এই রকম ভয়াবহ বন্যায়-
না একটা শব্দ উচ্চারণ, না ফটোশুট, না টিস্যু দিয়ে নাক মুছা , না শোডাউন, না বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারন এবং তার অনুসারীরা মানবতার মা দেখে আসছে বন্যা কবলিত এলাকা।
হুট করে এসে বললেন তোমাদের জন্য ১'হাজার কোটি টাকা ফান্ড ব্যবস্থা করলাম।
আজব!!
😒 কেমনডা লাগে, এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম???🥰🥰🥰
স্যালুট স্যার আপনাকে 🫡🙏

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ek Masum→মাসুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share