14/10/2025
আমি কে, কেন করি
আমি যাদের সাথে কাজ করি, করেছি, বা ভবিষ্যতে করবো — তাদের অতীত আমি জানি, বর্তমান বুঝি, আর ভবিষ্যতে তারা কী করতে পারে সে নিয়েও আমার ধারণা থাকে।
আমি এমন মানুষ, যাকে পুরোপুরি পড়া যায় না। আমি কী চাই, কেন চাই — তা আমি সহজে কাউকে বুঝতে দিই না। আমি কী করি, কেন করি — তাও না। কারণ আমি জানি, স্বপ্ন চুরি হয়, আর পরিকল্পনা বিক্রি হয়।
আমি কিছু প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠন গড়ে তুলেছি — উন্নয়ন আর পরিবর্তনের জন্য। মানুষকে দেখানোর জন্য নয়, কারও প্রশংসা পাওয়ার জন্য নয়। আমি জানি আমার তৈরি প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী, আর সেগুলো একদিন কীভাবে কাজ করবে।
আমার সাথে কাজ করা অনেকেই আমার মতো মানসিকতার নয় — এটা আমি জানি, আর সেটা আমি মেনে নিয়েছি। সবাই একইভাবে ভাববে, সেটাও তো সম্ভব নয়।
আমি বিশ্বাস করি, আমার কিছু পরিচয় আছে, কিছু সক্ষমতা আছে, কিছু অবস্থান আছে — যদি সেগুলো সঠিকভাবে ব্যবহার করে কোনো ক্রীড়া সংগঠক, কোচ, রেফারি বা সংগঠন উপকৃত হয়, তাহলে সেটাই আমার জন্য আনন্দের বিষয়।
আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিতে হবে না, সংবর্ধনা দিতে হবে না, আলাদা করে কিছু করতে হবে না। আমি কোনো বাহবা বা সামাজিক পরিচিতির জন্য কাজ করি না। আমি কোনো নির্বাচনে দাঁড়াচ্ছি না, আমি কোনো পদ চাই না — বিশেষ করে আমার জন্মভূমি পঞ্চগড়ের ক্রীড়া অঙ্গনে নয়। কারণ আমার পরিকল্পনা আর কাজ — আলাদা।
আমি আসলে সাধারণ একজন মানুষ, কিন্তু আমার চিন্তা, উদ্দেশ্য আর কাজ — সাধারণের ভেতরে অসাধারণ কিছু গড়ার চেষ্টা।
MD Alom Md Sohedul Islam MD Aktheruzzaman Dorjoy Debashis Sana Rangpur । রংপুর Hasnat Jaman LiTon University of Rajshahi Atikur Raja Md Amir Hamza Md Shamim Rana Rafi