22/07/2025
১.সন্তানকে পাওয়া যাচ্ছিলো না। তাকে খুঁজতে এসে মা মারা যান।
২. এক মা তার দুই সন্তানের মধ্যে মেয়েকে খুঁজে পান।ছেলেকে পাননি। ( এখন পেয়েছেন কিনা সেই আপডেট জানা যায় নাই)
৩. একই পরিবারের তিন সন্তান নিহত। তাদের জন্য পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে।
৪.এখনও নিজের সন্তানের সন্ধান না পেয়ে মেডিকেল মর্গে খোঁজ নিচ্ছে বহু পরিবার।
৫.এক মা সংবাদ মাধ্যমের সামনে বলেন, তিনি তার সন্তানকে খুঁজতে এসে দেখেন তার সামনে একটা দেহ রাখা হইছে যেটা পুঁড়ে প্লাস্টিকের মতো হয়ে গেছে। দেখে বোঝা সম্ভব না এটা কার সন্তান!
৬. এক শিক্ষিকা বাচ্চাদের বাঁচাতে গিয়ে প্রথমে গুরুতর আহত হন। তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন।
৭. দূর্ঘটনার পর সাহায্যকারীরা সাহায্য নিয়ে আসলে সেনাবাহিনী তাদের কাছ থেকে হতাহতের সংখ্যা লুকায়। এবং তাদের মেরে রক্তাক্ত করে।
৮.মিডিয়া কোনো সঠিক তথ্য প্রচার করছে না।
৯.লাশ নিয়ে ব্যাপক রাজনীতি হচ্ছে।
১০.যারা বেঁচে গেলো তারা আজন্ম ট্রমাটাইজড হয়ে থাকবে।
১১.কাল এইচএসসি পরীক্ষা আছে। দেশে এতো বড় একটা দূর্ঘটনা ঘটার পরও বোর্ড কতৃপক্ষ এখনো কোনো নোটিশ প্রকাশ করে নি।হয়তো চায় শিক্ষার্থীরা এই মানসিক অবস্থা নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করুক।
১২. নিউজে দেখাচ্ছে, ডাক্তার এসে জানাচ্ছেন যাদেরকেই আনা হচ্ছে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম।
১৩.এক এইচএসসি পরীক্ষার্থীর মা ঘটনাস্থলে মারা গেছেন। যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগীত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই শিক্ষার্থী মায়ের জানাযায় শরীক হবে নাকি পরীক্ষায় বসবে সে জানে না😢
আপাতত এই হচ্ছে অবস্থা!😭