Jago Debiganj-জাগো দেবীগঞ্জ

Jago Debiganj-জাগো দেবীগঞ্জ Like and stay with us to get all the updated news of Debiganj upazila.

27/11/2025

আজকের ভূমিকম্পের বিস্তারিত!

ভূমিকম্পের সময় : বিকাল ৪ টা ১৫ মিনিট ২০ সেকেন্ড
ভূমিকম্পটির মাত্রা : ৩.৬, (রিখটার স্কেল)
উৎপত্তি স্থল: ঘোড়াশাল, নরসিংদী
গভীরতা: ১০ কিলোমিটার

প্রভাবিত অঞ্চল: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও হবিগঞ্জ অঞ্চল।
ক্ষয়ক্ষতি : ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সতর্ক থাকুন, নিরাপদ ধাকুন।

ভেরিফাইড সোর্স: EMSC & BMD

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।শুক্রবার ...
21/11/2025

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

রাজধানীর বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার পাশের সবাই নিচে নেমে এসেছেন। মানুষ খুবই উদ্বিগ্ন।

15/11/2025

কল সেন্টারে জন্য একজন মেয়ে প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা HSC পাশ।

14/11/2025

অনলাইন জুয়া বা বেটিং হতে পারে, সব হারিয়ে নিঃস্ব হবার কারণ। আর্থিক ক্ষতির পাশাপাশি, আইনের আওতায় হতে পারে শাস্তিও। তাই সচেতন হোন, অনলাইনে জুয়া বা বেটিং থেকে বিরত থাকুন। আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনকেও সতর্ক ও সচেতন করুন।

🚫 নগদ 🚫গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে ...
14/11/2025

🚫 নগদ 🚫

গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?

কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে harmful বলে দেখাচ্ছে। কারণ এটি গুগল প্লে স্টোরের নীতি ভঙ্গ করেছে। এটি ক্যামেরা ও গ্যালারির অ্যাক্সেস চাচ্ছে যা খুবই অপ্রয়োজনীয় ও সন্দেহজনক। এছাড়াও এটি কল রেকোর্ডিং, অডিও এর উপর আড়ি পাতিয়েছে বলে গুগলের Play Protect জানায় 💔

৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের  ৩নং ওয়ার্ডে ওয়াজ মাহফিলে নানা রকমের দোকান এসেছে!💚
13/11/2025

৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের
৩নং ওয়ার্ডে ওয়াজ মাহফিলে নানা রকমের দোকান এসেছে!💚

দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো নারী সমাবেশ! 🌟"তারুণ্যনির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে নারী সমাবেশ" – এই গুরুত্বপূ...
03/11/2025

দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো নারী সমাবেশ! 🌟

"তারুণ্যনির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে নারী সমাবেশ" – এই গুরুত্বপূর্ণ শ্লোগানকে সামনে রেখে রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দারুণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে নারীরা আলোচনায় অংশ নেন এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আরো উন্নত ও সমতাপূর্ণ সমাজ গড়তে হবে!

02/11/2025

গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক রেকর্ডকৃত উল্লেখযোগ্য বৃষ্টিপাত:

১/ টাঙ্গাইল- ১৬৪ মিলিমিটার
২/ ভাগ্যকূল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)- ১২১ মিলিমিটার
৩/ নারায়ণগঞ্জ- ১২১ মিলিমিটার
৪/ গোপালগঞ্জ- ১১৭ মিলিমিটার
৫/ ঢাকা- ৯৭ মিলিমিটার
৬/ হরিদাসপুর, গোপালগঞ্জ সদর(গোপালগঞ্জ)- ৭৫ মিলিমিটার
৭/ নেত্রকোনা- ৫৭ মিলিমিটার
৮/ ময়মনসিংহ- ৫২ মিলিমিটার
৯/ তাড়াশ(সিরাজগঞ্জ)- ৪৬ মিলিমিটার
১০/ খুলনা- ৪৫ মিলিমিটার

সোর্স: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর(BMD) এবং বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র(FFWC)

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে রংপুর, রাজশ...
02/11/2025

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম।
তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হতেপারে বিকালের মধ্যে।

এছাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে আগামীকাল সকাল ৭ টার মধ্যে।

01/11/2025

মানুষ জানে না সে কাল বাঁচবে কিনা,
তবু মাথায় ঘুরে একটাই চিন্তা —কাল কাকে ঠকানো যায়,
কাকে ফাঁকি দিলে লাভটা একটু বাড়বে!
বাঁচার চেয়ে ঠকানোয় ব্যস্ত এই দুনিয়া।

22/10/2025

অতিরিক্ত ম*দ্যপানে কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের মৃ*ত্যু

06/07/2025

প্রিয় দেবীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম।
তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধীরা প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করতেছে। উদাহরণস্বরুপ, আজ ল্যাপটপ দেওয়ার নাম করে দেবীগঞ্জের কয়েকজনকে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে একদল প্রতারক প্রতারণার চেষ্টা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জের ০১৭০৮৩৯৭৭০৮ ব্যতিত অন্য কোন সরকারি নন্বর নেই এবং এই আইডি ব্যতিত অন্য কোন অফিসিয়াল ফেসবুক আইডি নেই।
নিজে সতর্ক তাকুন, অন্যকেও সচেতন করুন। আপনার সচেতনতাই পারে এসকল প্রতারকদের ব্যার্থ করে দিতে।

[বি:দ্র: মোবাইলে ট্রু কলার থাকলে খুব সহজেই এসকল প্রতারকদের ডিটেক্ট করা যায়]
ধন্যবাদ সকলকে।

সূত্র: ইউএনও দেবীগঞ্জ পঞ্চগড়

Address

Debiganj Sadar
Panchagarh
5020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Debiganj-জাগো দেবীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago Debiganj-জাগো দেবীগঞ্জ:

Share