Boro vai

Boro vai আসসালামু আলাইকুম

সপ্ন আমার 1k 😊

পাশে থাকবেন সবাই

10/03/2025

পার্কে বা রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নামক মেয়েটার সতিত্ব নষ্ট করা ছেলেটাও ধর্ষণের বিরুদ্ধে শ্লোগান দেয় 😅🫢

10/03/2025

নিজেকে ব্যস্ত করে নাও
সবার কাছ থেকে নিজেকে অলাদা করে একা
চলো মনে করো তুমি কাউকে চেনোই না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে

09/03/2025

😆😆

07/03/2025

Follow my page 😊

03/03/2025

আসসালামু আলাইকুম
সকল রোজাদার ভাই বোন দের

জায়গা মতো দিয়েছি 🤞
01/03/2025

জায়গা মতো দিয়েছি 🤞

28/02/2025

আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকুন ❤

26/02/2025

একদিন তোমার বেস্টফ্রেন্ড ও তোমাকে ভুলে যাবে!🤍

26/02/2025

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸

বাংলা বইঃ সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়!
পদার্থবিজ্ঞান বইঃ সূর্য ডুবে ও না ওঠেও নাহ। পৃথিবী টা ঘুরে!

বাংলা বইঃ মানুষের সকল শক্তির আধার হচ্ছে চেতনা ও মূল্যবোধ!

জীববিজ্ঞান বইঃ মানুষের সকল শক্তির আধার হচ্ছে মাইটোকন্ড্রিয়া!

বাংলা বইঃ পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেও স্বর্গের শোক!

পদার্থবিজ্ঞান বইঃ পৃথিবী হচ্ছে কমলালেবুর মতো গোল। এর কোনো কোনা নাই!

বাংলা বইঃ যারা মানবকল্যাণে কোনো ভূমিকা রাখতে পারে নাহ, তারা হল অপদার্থ!

রসায়ন বইঃ কোনো মানুষ ই অপদার্থ নয়। সকল মানুষই পদার্থ। কারন মানুষের ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে মানুষ বাধা প্রদান করে!

বাংলা বইঃ মানুষকে হৃদয় থেকে ভালোবাসো!

জীববিজ্ঞান বইঃ ভালোবাসায় আর ভালো লাগায় হৃদপিন্ডের কোনো ভূমিকা নেই!

কি করবোরে ভাই, এগুলো কি বই পড়ি? কোনোটার সাথে কোনো মিল নেই! আজকাল বই ও আরেক বইয়ের সাথে শত্রুতা করছে!🙂

26/02/2025

দুই হাজার বিশ অথবা একুশ সালে এক মেয়ে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল সোশ্যাল মিডিয়ায়। তার কাছের দশ-বারোজন মেয়ে বন্ধুকে জিজ্ঞেস করেছিল, চব্বিশ ঘণ্টার জন্য যদি পৃথিবীর সব পুরুষ উধাও হয়ে যায়, তুমি কী করবে?

আমার মনে আছে, একজন উত্তর দিয়েছিল- আব্বুকে মিস করব। বাকিরা উত্তর দিয়েছিল, রাস্তায় নিঃসঙ্কোচে হাঁটব, পাহাড় দেখতে যাবো, সমুদ্র দেখতে যাবো একা, মাঝরাতে ঘুরে বেড়াবো অলিগলিতে, টং-এ বসে চা খাবো ইত্যাদি।

কোনো স্বর্ণ-রোপ্য মোড়ানো রাজপ্রাসাদ নয়, গহনার সিন্দুক নয়, আলিবাবার গুহার সমস্ত সম্পদ নয়, আলাদিনের চেরাগ নয়- আমাদের আশপাশের মেয়েরা চব্বিশ ঘণ্টার একটা পুরুষহীন পৃথিবীতে শুধুমাত্র রাস্তায় অল্প একটু হাঁটতে চেয়েছিল। বাংলার আপামর পুরুষজাতির জন্য এরচেয়ে লজ্জার কিছু আর নাই।

25/02/2025

একদিন আমি আমার হারমোনিয়াম তুলে রাখলাম। গানের ক্লাসে জানিয়ে এলাম, "আপাতত বিরতি নিচ্ছি। কিছুদিন পর আবার ফিরবো!" আমার স্যার জিজ্ঞেস করলেন, "সত্যি ফিরবে তো?" আমি মিষ্টি হেসে আত্মবিশ্বাসের সাথে বললাম,"নিশ্চয়ই! পড়া এখন একটু বেশি তো, গুছিয়ে আবার ফিরবো।"

তারপর একদিন আঁকিবুঁকির খাতা তুলে রাখলাম। ভাবলাম ফাইনাল পরীক্ষার পরে আবার আঁকবো। ৩৬ রঙের অয়েলপ্যাস্টেলটা কেনার পর সারাদিন কতবার যে বুকে জড়িয়ে ধরেছিলাম! নতুন কেনা খাতাটা খুব যত্ন করতাম। আজগুবি এঁকে পাতা নষ্ট করি নি, কেবল পরে আঁকবো বলে বাঁচিয়ে রাখলাম।

আমার হারমোনিয়ামটা খাটের তলায় এককোণে রাখা আছে। মাঝেমাঝে ধূলো ঝেড়ে রাখি। আগে দু-একবার বাজিয়ে দেখতাম। আজকাল লজ্জায় সেটুকুও করি নাহ। আর আঁকিবুঁকির খাতাটা এই সেদিন কাগজওয়ালার দাঁড়িপাল্লায় উঠে গেলো, নতুন অনেকগুলো পাতাসহই উঠলো।

বুকশেলফের বইয়ের সংখ্যা আর বাড়েনি। অথচ হিসেব কষেই রেখেছিলাম ঠিক কতোদিন পর আবার একটা নতুন বুকশেলফ লাগবে আমার।

আমি আমার জমিয়ে রাখা শখগুলো হারিয়ে ফেলেছি। আমার এখন সময় আছে, শখ পুরণের সামর্থ্য আছে নিজেরই। কিন্তু আমার ছোট্টোবেলার হাতের তালুতে জমিয়ে রাখা শখগুলো, বড়বেলার আঙুলের ফাঁক গলে পালিয়ে গেছে!

আমার সত্যিই আর ফেরা হয় নি, প্রিয় গানের ক্লাস কিংবা আঁকিবুকির খাতায়।

Address

Boda
Panchagarh
5010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boro vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share