সকল তথ্য একসাথে

সকল তথ্য একসাথে Panchagarh is a district of Rangpur division in the extreme northern part of Bangladesh with an area of 1404.63 sq km.Panchagarh our favourite district.
(1)

Panchagarh

23/09/2025
20/09/2025

"বর্তমানে একটি ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হা*রা*ম কাজে জড়িয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ও সাহায্য কামনা করে! "
"নাউযূবিল্লাহ্"

যেমন:

০১. ফেসবুক, ইস্টাগ্রামে মেয়েরা নিজেদের হিজাব ওয়ালা/হিজাব বিহীন ছবি দিয়ে সাথে কুরআনের আয়াতও পোস্ট করে...আল্লাহ আমার জন্য যথেষ্ট/ তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন।
"নাউযূবিল্লাহ্"

০২. মাশাআল্লাহ আন্টি আপনার মেয়ে তো দারুন নাচতে পারে।
"নাউযূবিল্লাহ্"

০৩. হ্যা "আলহামদুলিল্লাহ" স্কুলের ড্যান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
"নাউযূবিল্লাহ্"

০৪. এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে ভাবি,
আর বইলেন না আপনি যা সুন্দর "মাশাআল্লাহ।
"নাউযূবিল্লাহ্"

০৫. ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে, তাহলে আমি নামায শুরু করবো।
"নাউযূবিল্লাহ্"

০৬. মাশাআল্লাহ আপনার ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান দারুন হয়েছিলো। যা ড্যান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যাঁ "দোআ" করবেন দ্বিতীয় ছেলেটার বিয়েও যেনো এমনভাবে পালন করতে পারি।
"নাউযূবিল্লাহ্"

০৭. ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেল কে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ আমরা ফ্রেন্ডসরা খুব হেল্পফুল।
"নাউযূবিল্লাহ্"

০৮. মাশাআল্লাহ তোমাকে তো এমনেই সুন্দর দেখায়, দাড়ি রাখবে কেনো।
"নাউযূবিল্লাহ্"

৯. মাশাআল্লাহ আমার মেয়ে এতটাই সুন্দরী যে, সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে।
"নাউযূবিল্লাহ্"

১০. আমাদের রিলেশনের ৬ বছর কেটে গেলো আলহামদুলিল্লাহ। দোআ করবেন যেনো আমরা বফ/গফ এভাবেই সবসময় পাশে থাকি।
"নাউযূবিল্লাহ্"

১১. এক আঙ্কেল এসে বললো, শুনছো অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিষ্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যায়।
"নাউযূবিল্লাহ্"

দা*জ্জা*লের একপাশে থাকবে জান্নাত আরেকপাশে থাকবে জা*হা*ন্নাম। আমরা দা*জ্জা*লের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করছি।
এখনি আমাদের এই অবস্থা, না জানি দা*জ্জা*লের আগমনে কি হবে আমাদের।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আ-মীন 🤲
এছাড়াও রয়েছে জন্ম মৃত্যু দিবস এই দিবস সেই দিবস

আল্লাহ আমাকে এইসব জাহিলিয়াত থেকে রক্ষা করো এবং সকলকেও রক্ষা করো

゚ ゚viral

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক...
19/09/2025

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক্ষার্থীদের এ ব্যাপারে কিছু বললেন না। তাদেরকে ব্ল্যাকবোর্ডে তিনটি প্রশ্ন লিখে দিয়ে বললেন যে সবার আগে উত্তর জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পাবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

পরীক্ষা - ১৫ মিনিট, ৩০ নম্বর।

★প্রশ্ন ১. চেয়ার এবং মেঝের মধ্যে দূরত্ব সেন্টিমিটারে গণনা করুন।
(১ নম্বর)।

★প্রশ্ন ২. চেয়ার ছাদের দিকে কত ডিগ্রি কোণে ঝুঁকে পড়ছে? (১ নম্বর)

★প্রশ্ন ৩. যে ছাত্রটি চেয়ারটি ছাদে ঝুলিয়েছিল এবং যে বন্ধুরা তাকে সাহায্য করেছিল তাদের নাম লিখুন। (২৮ নম্বর)।

শিক্ষক চেয়ারটি ঝুলিয়ে রাখা ছাত্রটিকে ধরতে কোনো বেগ পাননি
★সংগৃহীত

শুভ রাত্রি
19/09/2025

শুভ রাত্রি

17/09/2025

আজ শেয়ার করছি তথ্য (Information) সম্পর্কে বিস্তারিত:

তথ্য (Information) হলো প্রক্রিয়াজাত করা উপাত্ত বা ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য আকার ধারণ করে এবং সিদ্ধান্ত গ্রহণ, জ্ঞান অর্জন ও জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে সহায়ক হয়। এটি পর্যবেক্ষণ বা ডেটার বিশ্লেষণ থেকে প্রাপ্ত ফলাফল হতে পারে এবং একটি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে এক প্রাপক থেকে অন্য একাধিক প্রাপকের কাছে জ্ঞাপিত হয়।

তথ্য (Information) সম্পর্কে বিস্তারিত
উপাত্ত থেকে তথ্য: কাঁচা বা অপরিশোধিত উপাত্ত বা ডেটা যখন বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করা হয়, তখন তা তথ্যে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, ৭৫, ৬০, ৭০ – এই সংখ্যাগুলো হলো উপাত্ত, কিন্তু যখন বলা হয় একজন ছাত্রের তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ৭০, ৬৫, ৮০, তখন এটি তথ্যে (Information) পরিণত হয়।

জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা: তথ্য (Information) আমাদের কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
---
যোগাযোগের মাধ্যম: তথ্য (Information) হলো একটি বার্তা বা সংবাদ, যা একজন প্রেরক একজন প্রাপকের কাছে একটি যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে প্রেরণ করে।
----
বৈশিষ্ট্য: তথ্যের (Information) অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সত্যনিষ্ঠতা, অর্থাৎ তথ্য অবশ্যই নির্ভুল ও সঠিক হতে হবে।
---
উদাহরণ:
একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের তালিকা (উপাত্ত) থেকে একজন শিক্ষার্থীর সামগ্রিক ফলাফল (তথ্য) জানা যায়।

কোনও রোগের উপসর্গগুলো (উপাত্ত) বিশ্লেষণ করে রোগের সঠিক নির্ণয় (তথ্য) করা সম্ভব হয়।

পরবর্তীতে হাজির হবো আরো নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

02/09/2025

আলহামদুলিল্লাহ 🖤
উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে 'হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা' 😍

01/09/2025

বিবেকের কাছে প্রশ্ন :

সাপ (বেশি) থাকে গ্রামে তাহলে এন্টিভেনম কেন শহরের জেলা হাসপাতালে থাকে ??

Address

Puraton-camp
Panchagarh
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সকল তথ্য একসাথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সকল তথ্য একসাথে:

Share