Panchagarh - পঞ্চগড়

Panchagarh - পঞ্চগড় Panchagarh is a district of Rangpur division in the extreme northern part of Bangladesh with an area of 1404.63 sq km.Panchagarh our favourite district.
(1)

Panchagarh

21/10/2025
21/10/2025

ব্যথা সেই দেয়,যাকে আমরা সেই অধিকারটা দিই।নয়তো অপরিচিতরা ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়।ব্যথা আসলে আপনজনেরাই দেয়।

বর্ষার সাথে মাহিরের ৯ বছরের প্রেম। বর্ষা জোবায়েদের উপর দূর্বল হয়ে পড়লে প্রথমে মাহিরকে না করে। কিছুদিন পর সাবেক প্রেমিক ম...
21/10/2025

বর্ষার সাথে মাহিরের ৯ বছরের প্রেম। বর্ষা জোবায়েদের উপর দূর্বল হয়ে পড়লে প্রথমে মাহিরকে না করে। কিছুদিন পর সাবেক প্রেমিক মাহিরকে জানায়, জোবায়েদকে আর ভালো লাগে না বর্ষার। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।
বর্ষা প্রথমে স্বীকার না করলেও মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সকল সত্যতা জানায়।' বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানার ওসি।
আজ থেকে এক মাস পূর্বে জুবায়েদকে হ*ত্যার পরিকল্পনা করে বর্ষা ও সাবেক প্রেমিক মাহির রহমান!
এ বর্ষাই আরেক মিন্নি,
তার পরিকল্পনাতেই জোবায়েদ খু'ন। এক মাস আগে প্লান। খু'ন করতে মাহিরকে চাপ দেয় বর্ষা নিজেই।
গত ২৫ সেপ্টেম্বর করা হয় হ*ত্যার পরিকল্পনা।
দুপুরের পর তোলা হবে আদালতে।

20/10/2025

জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে।
তাই, এখন আর আফসোস করি না।।

19/10/2025

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলকায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ, গরুর মাংস কেনায় সাবধানতা অবলম্বনের পরামর্শ।

রংপুরে শুরু হওয়া এই রোগ ছড়িয়েছে ঠাকুরগাঁওতেও। এমন খবর দিয়েছে আরটিভি।
সংগৃহীত :
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন 🤲

19/10/2025

নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না : জামায়াতে ইসলামী

বালখিল্য শব্দটি আগে কখনো শুনি নাই।

Address

Puraton-camp
Panchagarh
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh - পঞ্চগড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panchagarh - পঞ্চগড়:

Share