Kuso reals

Kuso reals লাইফ ইজ এ গেইম অফ কম্পিটিশন

04/07/2025

📿 মহররম ও আশুরার আধ্যাত্মিক শিক্ষা

মহররম মাস কেবল শোকের নয়—এটি সৃষ্টির সূচনা থেকে সত্য ও ত্যাগের মহাপাঠ।

এই মাসের দশ তারিখে (আশুরা) সংঘটিত হয়েছে অসংখ্য ঐশী ঘটনা:
আকাশ, আরশ, কলম, কুরসি, বেহেশত, নবীদের সৃষ্টি, ঈসা (আ.) ও মূসা (আ.)-এর নাজাত, ইউনুস (আ.)-এর মুক্তি, আদম (আ.)-এর ক্ষমা, দাউদ (আ.) ও দানিয়েল (আ.) এর রোজা ইত্যাদি।

এই দিনে হযরত হুসাইন (আ.) কারবালার প্রান্তরে ফাসিক এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন।
তিনি রক্ত দিয়ে প্রমাণ করেছেন, ইমান শুধু নামাজ-রোজার নাম নয়—ইমান মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস।

কারবালা আমাদের শেখায়:

> “পৃথিবী বদলাতে হলে, প্রথমে বদলাতে হবে নিজের ভেতরের কলুষতা।”

আজও যারা কেবল বাহ্যিক ধর্মাচরণে ব্যস্ত, তাদের জন্য হুসাইন (আ.) এর আত্মত্যাগ একটি জাগরণ:
কুরআন কেবল কাগজের খেতাব নয়, নামাজ কেবল শরীরের নয়, বরং আত্মার ইবাদত।
হুসাইন (আ.) ছিলেন সেই আত্মার মুক্তির প্রতীক।

---

চেতনার প্রশ্ন:
আমরা কি হুসাইনের মতো সত্যের জন্য দাঁড়াতে পারি?
নাকি আমরা কেবল নামাজ-রোজার খোলসেই আটকে আছি?

15/06/2025

আমরা কথা বলি যে শক্তি দিয়ে সেটাকে বলা হয় বাক শক্তি আর এই বাক শক্তির আরবি হল কালিমুন, যেটা আল্লাহর একটা নাম। আমরা কান দিয়ে শুনতে পাই যেই শক্তি দ্বারা সেটাকে বলা হয় শ্রবণশক্তি আর এই শ্রবণ শক্তির আরবি নাম হল ছামিয়ুন যেটা আল্লাহ্ আরেকটি নাম। আমরা চোখ দিয়ে দেখি যেই শক্তি দ্বারা সেটাকে বলা হয় দৃষ্টি শক্তি যার আরবি নাম হল বাছিরুন, যেটা আল্লাহর আরেকটি নাম। আমরা নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি যেটাকে বলা হয় জীবিত শক্তি আর এই জীবিত শক্তির আরবি নাম হল হাইয়ুন যেটা আল্লাহর আরেকটি নাম ।
এবার একটু ভালো করে ভেবে দেখেন তো আল্লাহ মানুষের মুখে,চোখে,নাকে,কানে আছে কিনা। তাহলে আল্লাহ এতো কাছে থেকেও আমরা দুরে কথায় খুঁজতে যাই। আল্লাহ্ বলেছেন আমি তোমার গরদনের শীরা হতে আরো নিকটে আছি। আল্লাহ্ বলেছেন বান্দা তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ্ বলেছেন আমি মানুষ কে সৃষ্টি করেছি আমারই আকৃতিতে। আল্লাহ্ বলেছেন কোন চক্ষু ধারন করতে পারেনা সকল চক্ষুই তিনি অবধারন করেন। এখন বিবেক থেকে একটু সৎ বুদ্ধি খাটিয়ে বলুন তো আল্লাহ কোথায় আছেন। যদি আল্লাহ মানব দেহের মধ্যে আছেন তাহলে এত দৌড় ঝাঁপ কেন এখানে সেখানে নিজের মধ্যেই খুঁজে দেখুন না,খয়ের খাঁ শকুনী মামা। এরিস্টটল বলেছেন, নো দ্যা সেলফ আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাফা নফস হু ফাকাদ আরাফা বাব্বা হু যার অর্থ হল যে নিজেকে চিনেছে সে আল্লাহ্ কে চিনেছে । সুতরাং তো বুঝতে ই তো পারছেন লেটস গো হারিয়াপ quick , কথা কানে যাচ্ছে না বোকারাম,,,নো দ্যা সেলফ,,,

লেখক,, শাহ্ শামীম হক পলাশ উয়ায়েছি ( খলিফা )
তিস্তা পারা দরবার শরীফ ভাউলা গঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড়

15/06/2025

ট্রেন আর মানব দেহ – এক অলৌকিক মিল

মানবদেহ ঠিক যেন একটা ট্রেনের মতো।
ট্রেন যেমন এক নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলে, তেমনি দেহও এগিয়ে চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অদৃশ্য স্টেশনের দিকে।

প্রতিটি ট্রেনে থাকে –
ইঞ্জিন: যেটা টানে পুরো গাড়ি।
মানবদেহে সে ইঞ্জিন হলো – মন আর আত্মা।
মন যেমন ছুটতে জানে, আত্মা তাকে পথ দেখায়।

ট্রেনে যাত্রী থাকে, কেউ ওঠে, কেউ নামে।
ঠিক তেমনি আমাদের জীবনে আসে মানুষ, সম্পর্ক, স্মৃতি – কেউ একটুখানি সফর করে, কেউ চিরকাল থেকে যায়।

ট্রেন মাঝে মাঝে থামে, কিছু সময় দাঁড়ায় –
আমাদের জীবনেও আসে বিরতি – কষ্ট, রোগ, নিঃসঙ্গতা – এগুলো আসলে আমাদের থামায়, ভাবতে শেখায়।

ট্রেন চলে লাইন ধরে, পথ সে নিজে বানায় না।
মানবদেহও চলে নিয়ম আর নীতির রেলপথে – খাদ্য, বিশ্রাম, চিন্তা, কর্ম – সবই আমাদের চলার নিয়ন্ত্রণ।

তবে একটা পার্থক্য রয়ে যায়…
ট্রেনের চালক থাকে বাইরে,
আর আমাদের ট্রেনের চালক?
সে তো আমাদের ভেতরের সত্তা – আত্মা, চেতনা, আল্লাহর নিশ্বাস!

তাই নিজের ট্রেনটাকে যেভাবে চালাও,
সেই গন্তব্যও ঠিক তেমনি রকম হবে।
সচেতন হও, চালাও ভালোবাসা আর ধ্যানের রেলপথে।
জীবনের ট্রেনটা থেমে যাওয়ার আগে—
একবার অন্তরের কাচে তাকাও, তুমি কোন পথে ছুটছো?

13/06/2025
13/06/2025
26/05/2025
18/05/2025
18/05/2025
13/05/2025

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Kuso reals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share