Kuso reals

Kuso reals লাইফ ইজ এ গেইম অফ কম্পিটিশন

29/08/2025
29/08/2025
27/08/2025
20/08/2025
11/08/2025
09/08/2025

শরাব ও সাকি

শরাব ও সাকি দুটোই আরবি শব্দ। ‘শরাব’ শব্দের আভিধানিক অর্থ মদ, কিন্তু সিরাজ নগরে উত্তম শরাব তৈরি হত, তাই এর আরেক নাম সিরাজি। সাকি শব্দের অর্থ মদ পরিবেশনকারী তরুণ বা তরুণী।

পার্থিব জীবনে শরাব নিষিদ্ধ_নন্দনকাননে সিদ্ধ । কোরানে সুরা আদ দাহরে বলা হয়েছে নন্দনকাননে রব স্বয়ং পবিত্র শরাব পান করাবেন। তার মানে, রব শরাব পরিবেশনকারী—সাকি।

তাহলে শরাব কী? শরাব হলো জ্ঞান। শরাব পরিবেশন করার অর্থ হলো জ্ঞান পরিবেশন করা। এই শরাব অধ্যাপকের লেকচার নয়— অধ্যক্ষের নীতিবাক্য নয়, এই শরাব প্রেমাস্পদের অমৃত বচন। যে জ্ঞানের জন্য তৃষিত ছিল প্রেমিক; আজ প্রেমাস্পদ স্বয়ং নিজ হাতে সেই জ্ঞান তৃষ্ণার নিরারন করবেন। প্রেমিককে কাছে উন্মুক্ত করে দেবেন জগতের সব রহস্য এবং প্রেমিককে আপন সত্তার অন্তরভুক্ত করে নেবেন।

প্রকৃতিতে এত কিছু থাকতে জ্ঞানের রূপক শরাব হলো কেন? “শিব-শরাব” কেন পবিত্র ? নন্দনকাননে শরাব কেন? স্বর্গে শরাবের ঝর্ণা ‘আলা কাওসার’ কেন? কারণ সম্ভত এই যে, আঙ্গুর থেকে শরাব হয়; আঙ্গুর গুলো একটি থেকে অন্যটি পৃথক। শরাবে রুপান্তরিত হয়ে আঙ্গুর বিচ্ছিন্নতা হারিয়ে ফেলে এবং একত্বকে ধারণ করে: জীবাত্মাও যখন অহং হারিয়ে ফেলে তখন একত্বের স্বদ অনুভব করে। তাই জ্ঞানের রূপক শরাব। একত্ব থাকা জ্ঞান— বহুত্বে থাকা অজ্ঞান।

ঈশ্বর কেন সাকি? এত ভালো ভালো শব্দ থাকতে মদ্য পরিবেশনকারী তরুণী কেন তার রূপক? কারণ জ্ঞান যে পরিবেশন করে তার সঙ্গে গ্রহণকারীর থাকে প্রেমের সম্পর্ক। তরুণীর প্রেমে মত্ত তরুণ বহু দূরগামী পথ পাড়ি দেয়। সে রাতের অন্ধকারে পিঁচ্ছিল দেওয়াল বেয়ে জানালা পর্যন্ত যায় । পড়ে গিয়ে সামান্য ব্যাথাও পায় বটে । কিন্তু কিছুই হয় না তার, রক্ত ঝরে, টেরও পায় না। আর মাতালা? মাতালা ছাদ থেকে লাফ দেয়, কিছুই হয় না তার। কেনইবা হবে? মরেতো দেহ। আর দেহ সম্বন্ধে সে অচেতন হয়ে গেছে। তাই মৃত্যু তার কাছে আসে না।

মানুষ মারা যায় কেন? দেহ মন আত্মা নিয়ে মানুষ। যতক্ষণ পর্যন্ত এই তিনটি এক বন্ধনে আবদ্ধ থাকে—মৃত্যু সম্ভব নয়। দেহ থেকে মন,মন থেকে আত্মা যখন পৃথক হয়ে যায় তখনই মানুষের মৃত্যু হয়।

প্রেমাস্পদের শরাব পানকারী মাতালের দেহ মন আত্মা আবদ্ধ থাকে প্রেমের বন্ধনে তাই প্রেমিকের মৃত্যু নেই।

কীভাবে প্রেমের শরাব পান করবে তুমি, যদি অহং মুক্ত না হতে পার? কীভাবে অহং মুক্ত হবে তুমি, যদি প্রেমিক না হতে পার?

প্রেমেই কেবল দেহ মন আত্মার মিলন ঘটে, আর কোনো কিছুতে নয়।

সুফি ছাড়া আর কেউ ঈশ্বরকে ‘সাকি’ সম্বোধন করতে না। ‘সুফি শব্দের বুৎপত্তি নিয়ে পণ্ডিতরা গবেষণা করুক। শব্দটির পারিভাষিক তাৎপর্য হলো প্রেমিক । সাকি প্রেমাস্পদ। প্রেমিক ও প্রেমাস্পদের মিলন যা ঘটে তা হলো শরাব।

05/08/2025

,,,,,,,,,,,,,,,, হিংসা,,,,,,
হিংসা উৎপন্ন হতে শুরু করে শিশু কাল থেকেই । এক শিশু অন্য শিশুর খেলনা অধিকরন করতে চায় । ধীরে ধীরে হিংসা প্রকাশিত হয় প্রতিযোগিতা রুপে। বয়স যত বাড়তে থাকে হিংসাও তত বাড়তে থাকে ।
হিংসা ক্যান্সারের চেয়েও মারাত্মক ব্যাধি । পৃথিবীতে যত মানুষ ক্যান্সারে মারা যায় তা থেকেও অনেক বেশি মানুষ মারা যায় হিংসায়। পার্থক্য হল ক্যান্সারে আক্রান্ত হলে লোকে চিকিৎসকের কাছে যায় কিন্তু হিংসা ব্যাধিতে আক্রান্ত কেউ তা স্বীকারই করে না।

31/07/2025

শুভ সকাল,,

30/07/2025

শুভ রাত্রি,,

29/07/2025

নাটোরের গ্ৰীন ভ্যালি পার্কে কিছুটা সময়,,,

20/07/2025

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when Kuso reals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share