Panchagarh Community news

Panchagarh Community news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Panchagarh Community news, Media/News Company, Panchagarh.

16/07/2025

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

16/07/2025
যে রাজনীতি মানুষের জন্য নয় সেই রাজনীতি প্রত্যাখ্যান করবে জনগণ।
11/07/2025

যে রাজনীতি মানুষের জন্য নয় সেই রাজনীতি প্রত্যাখ্যান করবে জনগণ।

10/07/2025

পঞ্চগড়ে শিশুদের ফুটবল খেলায় মারামারির মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া গ্রামের এক প্রভাবশালী আইনজীবি পরিবারের হামলা- মামলা ও মিথ্যা মব প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

09/07/2025

গ্যাস দিয়ে মারছে মাছ।

সেচ্ছায় স্বাক্ষাতকার দিতে এগিয়ে আসুন। অপারগতয় : +৮৮০ ১৭২১৪৬০১৫১🇧🇩
05/07/2025

সেচ্ছায় স্বাক্ষাতকার দিতে এগিয়ে আসুন।
অপারগতয় : +৮৮০ ১৭২১৪৬০১৫১🇧🇩

03/07/2025

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিদ্যুত বিভাগের (নেসকোর) প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন , গণস্বাক্ষর কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে । তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি , ৬ নং ভজনপুর ও ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের বিদ্যুত গ্রাহক ও সর্বস্তরের জনগনের অংশগ্রহনে ভজনপুর বাজারের মহাসড়কের প্বার্শে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি , ৬ নং ভজনপুর ও ৭ নং দেবনগড় ইউনিয়নের নেসকো বিদ্যুত সরবরাহ লাইনের নতুন সংযোগ প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বক্তারা বলেন বিগত ফ্যাসিষ্ট সরকার বিদ্যুত খাতে অভাবনীয় লুটপাট এর প্রকল্প প্রিপেইট মিটার সংযোগ। এই প্রকল্পের মাধ্যমে স্বৈরাচারের দোসররা বিদ্যুত বিভাগ থেকে হাজার হাজর কোটি টাকা লুটপাট করেছিল যা এখনও অব্যাহত রয়েছে। ঐ প্রিপেইড মিটারের নামে জনগনের টাকা ডিজিটাল লুটপাটের কারখানা হিসাবে ব্যাখা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ভজনপুর পাথরবালি সরবরাহকারী ব্যবসায়ী ও কল্যান সমিতির সভাপতি ও সাবেক ছাত্র নেতা মিদুল হাসান লাবু বলেন

01/07/2025
01/07/2025

জুলাই বিপ্লব। ধারনাটার জন্মই হয়েছে বৈষম্যবিরোধী ট্যাগলাইন দিয়ে। অথচ বর্তমানে আমরা ভুলে গেছি নারী আন্দোলনকারী জুলাই কণ্যাদের কথা। আফসানা আক্তার পঞ্চগড়ের জুলাই আন্দোলনের প্রথম সারির একজন নারী নেত্রী। জুলাইয়ের চেতনায় পঞ্চগড় কমিউনিটি নিউজের নিবেদন। জুলাই কণ্যা আফসানা।

https://www.notunshomoy.com/details.php?id=175811
28/06/2025

https://www.notunshomoy.com/details.php?id=175811

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। প্রতিটি প্রকল্পে...

তেঁতুলিয়ার জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় চাই পরিকল্পিত পদক্ষেপ সাধারণত বায়ুমন্ডলে কার্বনের পরিমান বৃদ্ধি পেলে পরিবেশ...
24/06/2025

তেঁতুলিয়ার জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় চাই পরিকল্পিত পদক্ষেপ

সাধারণত বায়ুমন্ডলে কার্বনের পরিমান বৃদ্ধি পেলে পরিবেশ ও আবহাওয়ার উপর যে পরিবর্তন লক্ষ্য করা যায় মোটাদাগে এটাই হল জলবায়ু পরিবর্তন । কলকারখানার কালো ধুয়া যখন বায়ু মন্ডলে অবস্থান নেয় তখন প্রাকৃতিক সৃষ্ট মেঘ ও বৃষ্টি সঠিক সময়ে হয়না বিধায় সৃষ্টি হয় অতি গরম ও বৃষ্টিহীন পরিস্থিতি। ক্ষতিগ্রস্থহয় এর সঙ্গে সংশিষ্ট জীবন ও জীবিকা দাম।
একদল চা গবেষক উনিশ শতকের শেষ দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীর পারে এসে দাড়ালেন । তারা এ অঞ্চলে চা চাষের কথা ভাবছেন । এর মধ্যে রয়েছেন দুজন আমেরিকান উদ্যোক্তা ও চা গবেষক। প্রথমে তারা মাটি পরীক্ষা করলেন এরপর সিলেট থেকে আনা চায়ের চারা রোপন করলেন । এরপর থেকেই শুরু হল চায়ের বাণিজ্যিক সফল চাষাবাদ। কাজী এন্ড কাজী টি এস্টেট নামে একটি প্রতিষ্ঠান তেঁতুলিয়া উপজেলার অনূর্বর বালি জমি ভরে দিলেন সবুজে সবুজে। প্রাণ ফিরে পেল তেঁতুলিয়ার প্রকৃতি ও পরিবেশ।
এই চা বাগানের সবুজায়ন তেঁতুলিয়ার একটি বৃহৎ অংশ জুরে বিস্তৃত । এশিয়ান হাইওয়ের দু পাশে এমনকি শাখা প্রশাখার রাস্তাগুলোর ডানে বামে র্দীঘমেয়াদী এই চায়ের বাগান যেন সবুজের প্রান্তর। এই সবুজ ধরে রেখেছে এ অঞ্চলের জলবায়ুর স্বাভাবিক অবস্থা।
জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলের পর্যটন খাতের ক্ষতি মাঝে মাঝে পর্যটক ও সংশ্লিষ্টদের ব্যাথিত করে। সাধারণত বায়ুমন্ডল পরিস্কার থাকলে অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে । কিন্তু বায়ুমন্ডল অথবা আকাশ পরিস্কার না থাকলে নভেম্বরেও দেখা পাওয়া যায়না এই ভাগ্যরুপি কাঞ্চনজঙ্ঘার। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকদের পথভষ্ট করে দেয়। তারা আগ্রহ হারিয়ে ফেলে । কারণ কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের মূল আর্কষণ । এতে ক্ষতিগ্রস্থ হয় পর্যটন সংশ্লিষ্ট সকলে। কলকারখানা কালো ধুয়া আর বায়ুমন্ডে ধুলাবালি মিলিয়ে যে মরিচিকা তৈরী করে তা তেঁতুলিয়ার পর্য়টন শিল্পে বিরুপ প্রভাব ফেলে । এর জন্য চাই বিকল্প বিনোদন ব্যবস্থা ও জলবায়ু ফান্ড। যা ক্ষতিগ্রস্থ পর্যটকদের পাশে দাড়াবে। তৈরী হবে নতুন নতুন বিনোদন কেন্দ্র।
তেঁতুলিয়া পরিবেশ সুরক্ষায় আগামী নতুন নতুন পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরী । এর মধ্যে পাথর ও বালি উত্তোলনে থাকতে হবে সঠিক ব্যবস্থাপনা । সবুজ শহর গড়ে তুলতে পরিকল্পিত গাছ লাগানো পরিকল্পনা । জলবায়ু পরিবর্তনের ফলে পর্যটন খাতের ক্ষতিপুরণে উদ্যোগ । পাথর ক্রাসিং মেশিনের ধুলাবালি পরিবেশ ও স্বাস্থ্যের উপর যে বিরুপ প্রভাব ফেলছে সে ব্যাপারে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা । পাথর ও বালি পরিবহনে চাই পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতন থাকার সঠিক প্রচারণা ও শব্দ দুষন নিয়ে পারস্পরিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ। ভবিষ্যত কর্ম পরিকল্পনায় পরিবেশ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি । কৃষি ও প্রান প্রকৃতি সুরক্ষায় যথাযথ আইনের বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধি । কারখানার বর্জ্য অপসারণে পরিবেশ অধিদপ্তরের পরিকল্পনার মূল্যায়ন সহ নদী ও পানি দুষণে গৃহীত পদক্ষেপ এর সঠিক বাস্তবায়ন।

মুস্তাক আহমেদ

Address

Panchagarh

Telephone

+8801721460151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh Community news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panchagarh Community news:

Share