Train lover

Train lover Vlog & Experiment

"Every soul shall taste death." (Surah Al-Imran 3:185)

ব্রেকিং নিউজ!!!!লালমনিরহাট রেলওয়ে স্টেশনে শান্টিং করতে আসা লালমনি এক্সপ্রেসের রেকের সাথে ৬৬ আপ ট্রেনের লোকো ২৬০৫ এর সাথ...
28/07/2025

ব্রেকিং নিউজ!!!!
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে শান্টিং করতে আসা লালমনি এক্সপ্রেসের রেকের সাথে ৬৬ আপ ট্রেনের লোকো ২৬০৫ এর সাথে সংঘর্ষ হয়েছে🙂

দুপুর ১:৩০ সান্তাহার রেলগেটে চক সোনার    নাসিম মাহমুদ জয়। ট্রেনের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে...
27/07/2025

দুপুর ১:৩০ সান্তাহার রেলগেটে চক সোনার নাসিম মাহমুদ জয়। ট্রেনের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি রাজিউন।

এই হোন্ডার নাম্বার কে চিনতে পারলে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করবেন সান্তাহার।

24/07/2025

গাজীপুরে DUET এর 5 শিক্ষার্থী সমকামিতায় লিপ্ত তাঁদের সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

24/07/2025

অবশেষে থাইল্যান্ড ও যুদ্ধে জড়িয়ে গেলো মনে হচ্ছে!

কম্বোডিয়ার দুইটি মিলিটারি ঘাটিতে আক্রমণ করেছে থাইল্যান্ড।

23/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি

21/07/2025

অবশেষে ২২ জুলাই এর HSC পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত এসেছে শিক্ষাবোর্ড থেকে।

সোর্স: তথ্য উপদেষ্টা
লিংক কমেন্টে!

21/07/2025

Anonymous Main Page is a Fake Scam Page.

Don’t Get Panicked..

21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস!

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এভাবে নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

21/07/2025

Latest Update: Updated at 4.00 PM.

The Fight is over. No more hope.
ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উত্তরা থেকে সিএমএইচে নেওয়ার সময় সে বেঁচে ছিলো। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেলো চিরতরে।

ওদিকে মাইলস্টোন স্কুলের বাচ্চাদের অবস্থা এখনও অবর্ণনীয়, ক্যাজুয়ালটি বাড়তে পারে অনেক।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

21/07/2025

আপনার ফ্রেন্ডলিস্টে উত্তরা মাইলস্টোন কলেজের পরিস্থিতি নিয়ে যারা ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করতেছে তাদের লাইভে গিয়ে কমেন্ট করুন দূরে সরে আসতে।

এখন লাইভ নয়, বরং উদ্ধারকাজ দ্রুততম সময়ের মধ্যে হওয়া প্রয়োজন। উৎসুক মানুষ এবং গণ মাধ্যম কর্মীদের জন্য এখনো এম্বুলেন্স আর সেনাবাহিনীর টীম এখনো দায়িত্ব পালনে হিমসিম খাচ্ছে। মানবিক হোন, উৎসুক দর্শক নয়।

21/07/2025

যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।

আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে।

ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।

21/07/2025

Prayers for the students, their families and the teachers of Milestone College. This is absolutely heartbreaking.

Address

Santahar

Telephone

+8801518981358

Website

Alerts

Be the first to know and let us send you an email when Train lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Train lover:

Share