
28/07/2025
পার্বতীপুরের বিএনপি সভাপতির হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় স্থানান্তর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা সভাপতি এজেডএম রেজওয়ানুল হক হঠাৎ হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত রাজধানীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। তার আশু সুস্থতার জন্য পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।