
06/08/2025
রাংগুনিয়ায় ইসলামী ফ্রন্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
৫ আগষ্ট ২০২৫ জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের পরিপূর্ণ সু্স্থতা কামনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া উপজেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ আমাদের প্রেরণা। বক্তারা ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “শুধু শহীদদের স্মরণ নয়—তাঁদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করাও রাষ্ট্রের কর্তব্য। জনগণের বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে।”
বক্তারা আরও বলেন, “আগের সরকারের শাসনামলে তরুণ সমাজ মুখ খুলতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। ভবিষ্যতে যেন আমাদের সন্তানদের আর তাজা রক্ত দিতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
উপজেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাহামুদুর রশিদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া পৌরসভা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুর রহিম, উপজেলা ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, মাওলানা সালাউদ্দিন নেজামী, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম , আবু বক্কর, মুহাম্মদ নুরুল ইসলাম , হাফেজ মুহাম্মদ তারেক, আবদুল খালেক, মুহাম্মদ তারেকুল ইসলাম, মুহাম্মদ জসিম , মুহাম্মদ হারুন, সালাউদ্দিন , মুহাম্মদ মিজানুর রহমান , উপজেলা ছাত্রসেনা ( মধ্যম-দক্ষিণ) সভাপতি শাহ এমরান রণিসহ প্রমুখ।