BegumPara Canada - বেগমপাড়া কানাডা

BegumPara Canada - বেগমপাড়া কানাডা Second home🇨🇦🇧🇩

07/12/2025

আপনি কত টাকা ইনকাম করলে কত টাকা দেশনেতাকে চাঁদা দিতে হবে নিচের ওয়েবসাইটে হিসেব করে নিন।

Website Link;

প্রিয় অভিজ্ঞ নেতা, আপনার অবদানের কথা আমরা ভুলিনি। তবে এখন আপনার পালা রিভার্স গিয়ারে! 😄

07/07/2025

বাংলাদেশে কি এরকম দেখা যায়?

07/05/2025

আমাদের কানাডায় এরকম ঝিরি হাজার হাজার আছে।

জামাই ভিসায় কানাডায় আসি বরফ সাফ করা লাগতেছে। এখানে পুরুষ মাইনসের জীবন অনেক কঠিন। আমার শ্বশুর আব্বার আবার অনেক টেকা, সচিব...
05/28/2025

জামাই ভিসায় কানাডায় আসি বরফ সাফ করা লাগতেছে। এখানে পুরুষ মাইনসের জীবন অনেক কঠিন। আমার শ্বশুর আব্বার আবার অনেক টেকা, সচিব থাকাকালীন আল্লাহর রহমতে দুই হাতে কামাইছে। শ্বশুরের একটাই চাওয়া তার একমাত্র মেয়ের যাতে কোন কষ্ট না হয়। তাই সবকিছু আমারেই করা লাগে গাড়ীর এবং উঠানের বরফ পরিষ্কার থেকে শুরু করে হান্ডিপাতিল ধোয়া পর্যন্ত। এখন একটাই আশায় আছি যখন শ্বশুর আব্বা পটল তুলবে তখন সবকিছুর মালিক আমিই হবো, তখন আমার সুখ আর সুখ হবে, পায়ের উপর পা তুলে খাবো আর তখন বেগমকে দিয়ে বরফ পরিষ্কার থেকে শুরু করে হান্ডিপাতিল ধোয়া সবকিছুই করাবো- সেই আশায় দিন বুনছি।🫥

এস এম মাসুদ
সচিবের মেয়ের জামাই।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Biplab Bhattacharjee, Monjur Alam Monju, ...
05/19/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Biplab Bhattacharjee, Monjur Alam Monju, Zaglu Chowdhury, Md Shabul Alom, Mki Swapon

আমাদের বেগমপাড়ায়ও হায়ারক্লাস, মিডেলক্লাস, লোয়ারক্লাস আছে। হায়ারক্লাস হলো দেশের প্রাক্তন এমপি, মন্ত্রী থেকে শুরু করে বড় ব...
05/18/2025

আমাদের বেগমপাড়ায়ও হায়ারক্লাস, মিডেলক্লাস, লোয়ারক্লাস আছে।

হায়ারক্লাস হলো দেশের প্রাক্তন এমপি, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় নেতানেত্রীদের ফ্যামিলি। উনারা বাংলাদেশ থেকে কানাডায় প্রচুর রেমিটেন্স পাঠাইত আপা যখন ছিলেন তখন। যে পরিমান রেমিটেন্স কানাডায় পাঠাইছে গত ১৬ বছরে তাতে তাদের ২/৩ জেনারেশন পায়ের উপর পা তুলে খাইতে পারবে। আপনারা আবার এটাকে মানি লন্ডারিং বইলেন না। এটাকে আমরা দেশ থেকে রেমিটেন্স পাঠানো বলি।

মিডেলক্লাস হলো দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা যারা হায়ারক্লাস লোকগুলোর মাধ্যমে দেশ থেকে কানাডায় রেমিট্যান্স পাঠাইত। হায়ারক্লাসকে খুশি করতে পারলে দেশে উনাদের ব্যবসার অভাব হইতো না। দেখা যাইত তাদের হায়ারক্লাসদের খুশি করানোর জন্যে তাদেরকে মাঝেমধ্যে তাদের কানাডায় একটা দুইটা বাড়ী গিফট করত। গিফটকে আপনারা আবার ঘুষ বইলেন না।

লোয়ারক্লাসে হচ্ছে প্রজাতন্ত্রের সম্মানিত আমলারা। এই যে হায়ারক্লাস এবং মিডেলক্লাসের মাঝে নেগোসিয়েশন এর ব্যবস্থা করত আমলারা। তো হায়ারক্লাস এবং মিডেলক্লাসের মানুষজন তখন খুশি হয়ে নেগোসিয়েশনের কনসালটেন্সি ফি হিসাবে টুকটাক কিছু পাইত যা পরে রেমিট্যান্স হিসাবে কানাডায় পাঠাইত। আপনারা আবার এটাকে বাম হাতের কাজ বইলেন না।

তবে কষ্টের কথা কি জানেন এই যে আপা চলে যাওয়ার পর এখন কানাডার অর্থনীতি থমকে গেছে। এখন আর আগের মতো বাংলাদেশ থেকে রেমিট্যান্স আসে না।🙂

বেগমপাড়ার গল্প চলমান থাকবে.....পাশে থাকুন।

05/16/2025

আগের পোস্ট থেকে যা বুঝলাম তিনবেলা ভাত খাওয়া বাঙালিদের কাজ দুইটা-
একটা হলো আমাদের হ্যাপিনেস সহ্য করতে না পেরে জেলাসি করা।
সেকেন্ড হলো জেলাসি থেকে নীতিকথা শুনানো যেন তারা এক একটা মক্কা শরীফের খাদেম।
একটা তিতা সত্য হলো বাংলাদেশের মানুষ সুযোগের অভাবে সৎ। সো নেক্সট টাইম থেকে আমাদের সাহেবদের নিয়ে বাজে মন্তব্য করার আগে চিন্তা করবেন।
আমাদের বেগমপাড়ার মানুষের লাইফেও স্ট্র্যাগল আছে।তবে আমাদের স্ট্র্যাগল তোমাদের মতো বাঙালিদের কাছে বিলাসিতা মনে হইতে পারে। ধারাবাহিকভাবে সবকিছুর ধারনা দেয়া হবে।শুরুতেই যদি জেলাস হয়ে যান বাকিগুলো শুনবেন কিভাবে!
সো ধৈর্য ধরে পাশে থাকুন না হয় অনেক ইনটারেস্টিং কিছু মিস করবেন।

মিস সুলতানা
সিনিয়র সচিবের বেগম

05/13/2025

বেগমপাড়া কানাডায় সবাইকে স্বাগতম।
আজকে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে একটু ধারণা দিবো।
এখানে আমাদের জীবনযাপন অন্য দশটা কানাডিয়ান প্রবাসীর বেগমদের মতো না। আমরা এখানে কামলা দেই না অন্য বাঙালিদের মতো। আমাদের সাহেবরা দেশ থেকে কামাই করে আমাদের জন্যে পাঠায় তারপর আমরা খরচ করি। আমাদের সাহেবরা আমাদের রাজরানীর করে রাখে এখানে। এখানে কষ্ট একটাই, সেটা হলো এখানে কাজের জন্যে খালা নাই। তবে সুবিধা হচ্ছে বেশী ডলার খরচ করে সবকিছু রেডি টু কুক কিনি তাই কষ্ট কম হয়। সাহেবের একটাই কথা ডলার গেলে যাবে তবুও বেগমের কষ্ট করা যাবে না। বিকেল বেলায় আমাদের সার্কেলের বেগমরা একসাথে পার্কে আড্ডা দেই কিন্তু অন্য প্রবাসীর বউরা আমাদের দেখে হিংসা করে কারণ কামলা দেয়ার জন্যে তাদের আমাদের মতো এতো টাইম হয় না গসিপ করার। আমরাও এদের এড়িয়ে চলি কারণ এদের মন মানসিকতা টিপিকাল বাঙালিদের মতো।
আজকে আর না বাড়াই। পরবর্তী পোস্টে আরও অনেক কিছুর ধারনা দিবো।

মিস সুলতানা
সিনিয়র সচিবের বেগম

Address

Danforth
East Danforth, ON

Telephone

+8801953690567

Website

Alerts

Be the first to know and let us send you an email when BegumPara Canada - বেগমপাড়া কানাডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BegumPara Canada - বেগমপাড়া কানাডা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company in East Danforth?

Share