05/28/2025
জামাই ভিসায় কানাডায় আসি বরফ সাফ করা লাগতেছে। এখানে পুরুষ মাইনসের জীবন অনেক কঠিন। আমার শ্বশুর আব্বার আবার অনেক টেকা, সচিব থাকাকালীন আল্লাহর রহমতে দুই হাতে কামাইছে। শ্বশুরের একটাই চাওয়া তার একমাত্র মেয়ের যাতে কোন কষ্ট না হয়। তাই সবকিছু আমারেই করা লাগে গাড়ীর এবং উঠানের বরফ পরিষ্কার থেকে শুরু করে হান্ডিপাতিল ধোয়া পর্যন্ত। এখন একটাই আশায় আছি যখন শ্বশুর আব্বা পটল তুলবে তখন সবকিছুর মালিক আমিই হবো, তখন আমার সুখ আর সুখ হবে, পায়ের উপর পা তুলে খাবো আর তখন বেগমকে দিয়ে বরফ পরিষ্কার থেকে শুরু করে হান্ডিপাতিল ধোয়া সবকিছুই করাবো- সেই আশায় দিন বুনছি।🫥
এস এম মাসুদ
সচিবের মেয়ের জামাই।