Qaderi Media BD

Qaderi Media BD اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
Sunni | Hanafi | Quaderi |✨🫶
মসলকে আলা হযরত🖤🤍
(4)

মাশা-আল্লাহ 🖤পাকিস্তানের পাইন তারবেলা ড্যামে  ফ্লাড লাইট প্রিমিয়ার লীগের চূড়ান্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ...
01/10/2025

মাশা-আল্লাহ 🖤
পাকিস্তানের পাইন তারবেলা ড্যামে ফ্লাড লাইট প্রিমিয়ার লীগের চূড়ান্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে বাঙাল হুজুর কেবলা এবং সাথে ছিলেন শাহজাদা হুজুর কেবলাগন..❣️
سابق وزیر اعلٰی و سینیٹر پیر صابر شاہ اور تحصیل چیئرمین غازی قاسم شاہ کی صنوبر کالونی تربیلا ڈیم میں فلڈ لائٹس پریمیئر لیگ کے فائنل پروگرام میں مہمان خصوصی کے طور پر شرکت
اس موقع پر صاحبزادہ احمد شاہ بھی موجود تھے

খোশ নসিব ওফাদারির জন্য আবার সুযোগ হল আলহামদুলিল্লাহ,মেহেরবান হুজুর কিবলা ❤️‍🩹আলহাজ্ব  Mohammad Hossain Khokon   ভাই,দক্ষ...
01/10/2025

খোশ নসিব ওফাদারির জন্য আবার সুযোগ হল

আলহামদুলিল্লাহ,মেহেরবান হুজুর কিবলা ❤️‍🩹
আলহাজ্ব Mohammad Hossain Khokon ভাই,দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দ্বীনি সংস্থা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট্রের #কেবিনেট_মেম্বার নির্বাচিত হওয়ায়
আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ❣️

#বিঃদ্রঃ তিনি আগে ট্রাস্টের মেম্বার ছিলেন বর্তমানে ১১ জন কেবিনেট এর ১ জন হয়েছেন।।

২৪ সেপ্টেম্বর ২০২৫ হুজুর কেবলা পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী যাচ্ছিলেন ঢাকার বনানীতে।রাস্তার জ্যাম কেটে হুজুর কেবলা...
30/09/2025

২৪ সেপ্টেম্বর ২০২৫ হুজুর কেবলা পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী যাচ্ছিলেন ঢাকার বনানীতে।রাস্তার জ্যাম কেটে হুজুর কেবলা কে সহজে গন্তব্যে নিতে স্বেচ্ছাসেবক এ এস এফ হুইশেল ব্যবহার করছিল। এ এস এফ এর গাড়িতে আমিও ছিলাম। তৎক্ষনাৎ ফোন আসলো, হুজুর কেবলা রেগে যাচ্ছেন, হুইশেল যেন না বাজানো হয়। সর্বসাধারণের মতোই যাওয়া আসা হলো শেষ পর্যন্ত। এটা শুধু সেদিন নয়,আজ বহুবছর ধরেই হুজুর কেবলা রাস্তা ঘাটে, ঘরে বাইরে নিজেকে সর্বসাধারণের মতোই দেখতে পছন্দ করে আসছেন।
মদিনা শরীফে ২০২৩'র রমযানে, সরকারে দো আলম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে সালাম ও জেয়ারাতে যাচ্ছিলাম।রমযানের শেষ তখন, প্রচন্ড ভীড় ঠেলে সামনে এগুনো যে কত কঠিন ছিল তা না দেখলে আন্দাজ করা মুশকিল। ধাক্কাধাক্কি তে হুজুরের কষ্ট হচ্ছে, তিনি আমাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তাই, চেষ্টা করছিলাম কয়েকজনে মিলে ব্যারিকেড দিয়ে নিতে, কিন্তু পারলাম না।এক পর্যায়ে হুজুর এমনভাবে রেগে গেলেন যে, সবাই রণেভঙ্গ দিতে বাধ্য হয়ে গেল। বললেন, কেয়া সমজতে! কাঁহা আয়া! সমজ মে নেহি আতে ইয়ে কেয়া দরবার হ্যায়!
কা'বা শরীফ তাওয়াফেও বারবার বকা খেতে হয়েছে জনে জনে। হুজুর কেবলা ভীড়ের মধ্যে থাক্কার পর ধাক্কা খেতে খেতেই তাওয়াফ করেন বরাবর। মিঠা দো আপনা হাস্তি কো আগর কুচ মরতবা চাহো... এর এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
মদিনা শরীফে, হোটেল কক্ষে সালাত সালামে তিনি নিজের নামে সালাম না দিতে আমাদের কে খুব কঠিনভাবে নিষেধ করেছিলেন।আমেরিকা সফরেও বন্ধ করে দিয়েছিলেন। এবারের বাংলাদেশ সফরে যখনই সালামীতে তাঁর নিজের নাম আসবার সময় হয়েছে তখনই যে সালাম দিচ্ছেন, তাঁর দিকে এমন কঠিন দৃষ্টিতে চেয়ে থেকেছেন যে, ভয়ে কেউ আর তাঁর নামে সালাম দিতে সাহস পান নাই।
হ্যাঁ, তিনিই পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী, বর্তমান যুগের পথ প্রদর্শক।

Uddin Baktiar ভাই হতে কপিকৃত।

ছবি পরিচিতি: KDS গ্রুপের মালিক খলিল সাহেব হুজুর পীর সাবির শাহ (মা.জি.আ) এর ঘাম মুছে দিচ্ছেন।

মুর্শিদ বন্ধু নয়! শেরে মিল্লাত বলতেন। "পিঁপড়ার গল্পে যে শিক্ষা নিহিত রয়েছে~যে পিঁপড়া হাড়ির কিনারায় দাঁড়িয়ে অল্প অ...
30/09/2025

মুর্শিদ বন্ধু নয়! শেরে মিল্লাত বলতেন।

"পিঁপড়ার গল্পে যে শিক্ষা নিহিত রয়েছে~

যে পিঁপড়া হাড়ির কিনারায় দাঁড়িয়ে অল্প অল্প মধু পান করে, তার পেটও ভরে, প্রাণও বাঁচে।

কিন্তু যে পিঁপড়া ভাণ্ডারের মাঝখানে ঝাঁপ দেয়,
সে না মধু খেতে পারে, না বাঁচতে পারে।

তাই বলি—
ভাণ্ডারের মাঝখানে নয়,
ভাণ্ডারের কিনারায় থাকাই নিরাপদ।

আমি চোখের সামনে দেখেছি—
যাদের দাপটে নাকের ডগায় মশা–মাছি উড়তে পারেনি,
তারাই কিছুদিনের মধ্যে খাদে নিপতিত হয়ে নাস্তানাবুদ হয়েছে।

আমার অভিজ্ঞতায় হুজুর কেবলাকে দেখেছি—
তিনি দূরে ঠেলে দেন কাছে আনার জন্য,
আবার কাছে টানেন দূরে রাখার জন্য।

তাই কি করবেন? শোকরিয়া করেন...

ফখর নয়, অহংকার নয়, অহমিকা নয়, লৌকিকতা নয়, পার্ট মারা নয়, হুহালুলা নয়— বিনয়ী হও, তাহলেই জিতবে।

নইলে একদিন ঠাস করে আছাড় খেয়ে, একদম মেডিকেলের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি হতে হবে।

আরেকটা কথা, ইনাদের বন্ধু ভাইবেন না। শেরে মিল্লাত বলতেন, আজকে জন্ম নেয়া আওলাদও আমাদের মুর্শিদ। বন্ধু নয়।"

শাহসুফি আল্লামা আব্দুস সালাম ঈছাপুরী মাইজভান্ডারী (রহ.) এর রুহানিয়্যাতের প্রস্রবণ আর আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈ...
27/09/2025

শাহসুফি আল্লামা আব্দুস সালাম ঈছাপুরী মাইজভান্ডারী (রহ.) এর রুহানিয়্যাতের প্রস্রবণ আর আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর প্রেমের স্রোত এখানে মিলেমিশে একাকার।

صابر ہو صابر ہو
دل پے تم حاضر ہو
مہک ہو چمک ہو
جدھر تم دہکتے ہو
সাবির তুমি তুমিই সাবির
মনমাঝে আছো হাজির
সুঘ্রাণ তুমি তুমিই আলো
যেদিক তুমি হেটে চলো

نثار وفدا تم پے دل ہر ایک کا
بنتے ہو شمع لاکھوں پروانوں کا
নিসার ও ফিদা তুম পে দিল হার এক কা..
বনতে হো শমা লাখো পরওয়ানো কা..

উৎসর্গ তোমাতে হৃদয় জনেজনে...
প্রদীপরূপী তুমি লাখো পতঙ্গমনে...
(আকিব)

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েটিং রুমে হুজুর কেবলাগণ। ❤️Hazrat Shahjalal International Airport, Dhaka Bangladesh.
25/09/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েটিং রুমে হুজুর কেবলাগণ। ❤️
Hazrat Shahjalal International Airport, Dhaka Bangladesh.

Address

Chittagong
Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaderi Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share