Qaderi Media BD

Qaderi Media BD اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
Sunni | Hanafi | Quaderi |✨🫶
মসলকে আলা হযরত🖤🤍
(4)

22/07/2025

জামেয়া শরীফে মানত করে যারা সফল হয়েছেন তারা বলি, আলহামদুলিল্লাহ😊

21/07/2025

কত সালে বায়াত হয়েছেন.?

পীরে বাঙাল মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ কেবলা  মুদ্দা জিল্লুহুমাল আলি কানাডা থেকে নিউইয়র্কে তাশরিফ নি...
20/07/2025

পীরে বাঙাল মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ কেবলা মুদ্দা জিল্লুহুমাল আলি কানাডা থেকে নিউইয়র্কে তাশরিফ নিয়েছেন। হুজুর কেবলা মা.জি.আ.কে স্বাগত জানান শাহাজাদা Mehmood Shah কেবলা ও নিউইয়র্ক গাউসিয়া কমিটির নেতৃত্ববৃন্দ💐
সেখানে গাউসিয়া কমিটি নিউইয়র্ক শাখা কর্তৃক আয়োজিত পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলসহ সিলসিলার অন্যান্য মাহফিলে অংশগ্রহণ করবেন।

আমেরিকায় নূরের আগমন আলহামদুলিল্লাহ!🥰নিউইয়র্কে তাশরিফ এনেছেন পীরে বাঙ্গাল নূরের ফেরিওয়ালা,হুজুর কেবলা সাইয়্যিদ মুহাম্মদ ছ...
20/07/2025

আমেরিকায় নূরের আগমন
আলহামদুলিল্লাহ!🥰
নিউইয়র্কে তাশরিফ এনেছেন পীরে বাঙ্গাল নূরের ফেরিওয়ালা,হুজুর কেবলা সাইয়্যিদ মুহাম্মদ ছাবির শাহ (মাঃজিঃআ)।
সাথে রয়েছেন উনার নূরজাহির শাহজাদা মেহমুদ শাহ হুজুর কেবলা।
গাউছিয়া কমিটির ভাইদের সঙ্গে এক আত্মিক মিলনমেলা।

📢 ব্রেকিং নিউজ 📢জামেয়ার গম্বুজের নিচে দুই রাকাত নামাজ পড়ে বোবা মানুষের জবান খুলে গেল! #সুবহান_আল্লাহবান্দরবন নিবাসী জনাব...
19/07/2025

📢 ব্রেকিং নিউজ 📢
জামেয়ার গম্বুজের নিচে দুই রাকাত নামাজ পড়ে বোবা মানুষের জবান খুলে গেল!
#সুবহান_আল্লাহ

বান্দরবন নিবাসী জনাব মুহাম্মদ বেলাল হোসাইন গত জুমাবার হঠাৎ বোবা হয়ে গিয়েছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন—জামেয়ার গম্বুজের নিচে তিনি নামাজ আদায় করছেন।

আজ বৃহস্পতিবার সকালে, একজন ভাইকে সঙ্গে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে জামেয়ার গম্বুজের নিচে দুই রাকাত নামাজ আদায় করেন। এরপর যখন তিনি আলমগীর খানকা শরীফে জোহরের নামাজের জন্য প্রবেশ করেন, ঠিক সেই মুহূর্তেই তাঁর জবান খুলে যায়!

এটাই আওলাদে রাসূল (দঃ) শাহেন শাহে সিরিকোটের জ্বলন্ত কারামত!

📌 বিঃদ্রঃ তিনি বর্তমান হুজুর কেবলা সৈয়দ তাহের শাহ (ম.জি.আ)-এর একনিষ্ঠ মুরিদ।

🔁 সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
এই কারামতের ঘটনা বেশি বেশি শেয়ার করুন...

কানাডায় সফররত দরবার-এ আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের অন্যতম সাজ্জাদানশীন পীরে বাঙাল মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ...
18/07/2025

কানাডায় সফররত দরবার-এ আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের অন্যতম সাজ্জাদানশীন পীরে বাঙাল মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ কেবলা (মাঃজিঃআঃ)'র সাথে সাক্ষাৎ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মুহাম্মদ শাহাদাত হোসাইন।

16/07/2025

আলহামদুলিল্লাহ 💥

আমরা কেমন দরবার পেয়েছি শুনুন⁉️

শুভ খোজরোজ মুবারক🥰💐কিছু ওলি দুনিয়ায় এসে ব্যাপক ইবাদত বন্দেগী করে ওলি হয়ে থাকেন। আর কিছু ওলি আল্লাহু রাব্বুল ইজ্জত ওলী...
16/07/2025

শুভ খোজরোজ মুবারক🥰💐

কিছু ওলি দুনিয়ায় এসে ব্যাপক ইবাদত বন্দেগী করে ওলি হয়ে থাকেন। আর কিছু ওলি আল্লাহু রাব্বুল ইজ্জত ওলী বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেন।

কুয়ো ও সমুদ্রের তফাৎ কোথায় জানেন?
কুয়োতে পানি ঢালতে হয় (কুয়োর পানি শুকিয়ে যায়), সমুদ্রে পানি নিজ থেকে উৎসারিত হয় (যার পানি শুকায় না)। কাজেই, দুইটা এক ও অভিন্ন নয়।

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ! আজ গাউসিয়াতের নূরানী রাজপুত্র, বেলায়তের প্রজ্জ্বলিত চমকিত প্রদীপ্ত সূর্য, বাগে আহলে বায়তের সুরভিত প্রস্ফুটিত গোলাপ, শাহাজাদা আহমদ শাহ্ হুজুর কেবলা এই দিনে ধুলির ধরায় শুভ আগমন করেন। শুভ জন্মদিন ইয়া সাইয়িদ! ইয়া মুর্শিদ!

আজকে উনার কারামতের কথা বলব না। আজকে উনার ইলম নিয়ে আমার পর্যবেক্ষণে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি।

আহমদ শাহ্ বাজী ছোটবেলা থেকে লেখাপড়া নিয়ে সারাদিন মশগুল ছিলেন। উনাকে দরবারে এবং মাদরাসায় পাওয়াটা দুষ্কর ছিল। সারাদিন স্টাডিতে ব্যস্ত থাকতেন। উনার লেখাপড়া ও বংশীয় মর্যাদা এবং জন্মগত ওলি হওয়ায় পুরো মাদরাসার ছাত্র শিক্ষক সবাই সম্মান সমীহ করতেন। এবং, মাদরাসা কর্তৃপক্ষ থেকে উনার জন্য স্বতন্ত্র রুম দেয়া হয়েছে। যাতে করে উনার লেখাপড়ায় বিন্দু পরিমাণ ডিস্টার্ব না হয়। উল্লেখ্য, উনার শিক্ষকের মধ্যে বাবাজী খা/দেম হোসা/ইন রিজভী অন্যতম।

হুজুর গাউসুল আজম দস্তগীরের ছাত্রজীবন আর আহমদ শাহ্ বাজীর ছাত্রজীবনের মধ্যে বহু মিল আছে। যেমন: গাউসুল আজম দস্তগীর বলেছেন, তিনি ইলম অর্জন করতে করতে কুতুব হয়েছেন। আহমদ শাহ্ বাজীও ছোটবেলা থেকে ইলমের সমুদ্রে বুধ হয়ে থাকতেন... গাউসুল আযম দস্তগীর মাদরাসার অধ্যক্ষ ছিলেন, আহমদ শাহ্ বাজিও মাদরাসার অধ্যক্ষ আছেন। গাউসুল আযম দস্তগীর ওয়াজ করতেন, আহমদ শাহ্ বাজীও ওয়াজ করেন। গাউসুল আজম দস্তগীর হাফেজ ও কারী ছিলেন, আহমদ শাহ্ বাজীও হাফেজ ও কারী...

আহমদ শাহ্ হুজুর কেবলা ইমাম আলা হজরত কেবলা চিন্তা দর্শন দ্বারা ব্যাপক প্রভাবিত। যা আহমদ শাহ্ বাজি এর ওয়াজ ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেই প্রতিমান হয়। আমাদেরও উচিত ইমাম আলা হজরতকে স্টাডি করা।

একটা কথা বলি। আহমদ শাহ্ হুজুর কেবলার নূরানী চেহেরা শরীফ হাজরে আসওয়াদের রূহানী শক্তি রয়েছে। হাজরে আসওয়াদ যেমন মানুষের রুহকে অটোমেটিক আকর্ষণ করে, আহমদ শাহ্ বাজীও মানব রূপে হাজরে আসওয়াদ। যিনি দরবারে সিরিকোটে সশরীরে হুজুর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পান এবং জিয়ারতে ধন্য হন।
এরচেয়ে বড় কারামত আর কি চান?

আহমদ শাহ্ বাজি এর কাছে ছোট করে পকেট সাইজের একটা মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। মদীনা শরীফে উনার সাথে ছিলেন এইরকম একজন আমাকে বলেছেন, হুজুর নাকি সময় পেলে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমিও ভিডিওতে সেটা দেখেছি। এটা দ্বারা আমাদের হুজুর শিক্ষা দিচ্ছেন, আমরাও যেন সর্বদা
মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করতে থাকি।
হৃদয়ের বাদশাহ, আলোকিত হৃদয়ের আউলাদে মুস্তাফা (ﷺ) শায়খুল ইসলাম শাহজাদা হুজুর,
আল্লামা হাফিজ সাইয়্যিদ আহমদ শাহ (মুদ্দাজিল্লুহুল আলী)।

 #আলহামদুলিল্লাহ 🤲হুজুর ক্বিবলাহ পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ (মাঃজিঃআঃ) কানাডার জমীনে তশরিফ এনেছেন।
12/07/2025

#আলহামদুলিল্লাহ 🤲
হুজুর ক্বিবলাহ পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ (মাঃজিঃআঃ) কানাডার জমীনে তশরিফ এনেছেন।

মুহাররামের নফল রোজা (আইয়ামে বীয):আগামীকাল মঙ্গলবার রাতে সাহরি খেয়ে শুরু হবে মুহাররাম মাসের আইয়ামে বীযের রোজা। অর্থাৎ, ৯,...
08/07/2025

মুহাররামের নফল রোজা (আইয়ামে বীয):

আগামীকাল মঙ্গলবার রাতে সাহরি খেয়ে শুরু হবে মুহাররাম মাসের আইয়ামে বীযের রোজা। অর্থাৎ, ৯, ১০ ও ১১ই জুলাই (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) এই ৩ দিন নফল রোজা রাখতে হবে।

❖ আইয়ামে বীযের পরিচয়:

আইয়ামে বীয অর্থ হলো, উজ্জ্বল ও শুভ্র দিনসমূহ। প্রত্যেক আরবি চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের জোছনাময় রাতগুলো বেশ আলোকোজ্জ্বল দেখায়। এজন্য এই দিনগুলোর নামকরণ করা হয়েছে ‘আইয়ামে বীয’।

৯ই জুলাই—১৩ই মুহাররাম, বুধবার;
১০ই জুলাই—১৪ই মুহাররাম, বৃহস্পতিবার এবং
১১ই জুলাই—১৫ই মুহাররাম, শুক্রবার।

❖ আইয়ামে বীযের রোজার গুরুত্ব:

আবু হুরায়রা (রা.) বলেন, আমাদের প্রিয় নবী (সাঃ) আমাকে তিনটি কাজের অসিয়ত করেছেন। সেগুলো হলো: প্রতি মাসে ৩টি রোজা রাখা, দোহার (চাশতের) ২ রাকাত (নফল নামাজ) আদায় করা এবং ঘুমানোর আগে বিতর (নামাজ) পড়া। [ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৮১]

(উল্লেখ্য, যারা শেষ রাতে তাহাজ্জুদ আদায় করেন, তাদের জন্য উত্তম হলো, তাহাজ্জুদের পর বিতর আদায় করা। তবে, এটি জরুরি নয়। শেষ রাতে ওঠতে না পারার আশঙ্কা থাকলে অবশ্যই ঘুমানোর আগে আদায় করে নিতে হবে।)

❖ আইয়ামে বীযের রোজার ফজিলত:

রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি প্রতি মাসে ৩টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখে।” [ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬২; হাদিসটি সহিহ]

তবে, প্রতি মাসের ৩ দিন আইয়ামে বীযের রোজা রাখা জরুরি নয়, বরং এটি নফল আমল।

❖ আইয়ামে বীয কোন্ দিনগুলো?

আবু যার (রা.)-কে নবিজি বলেছিলেন, ‘‘হে আবু যার! তুমি যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখতে চাও, তবে ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখ।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬১; হাদিসটি হাসান সহিহ]

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুফাচ্ছির, মুফতি মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন আল ক্বাদেরী (মা.জি.আ) হুজুর অসু...
07/07/2025

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুফাচ্ছির, মুফতি মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন আল ক্বাদেরী (মা.জি.আ) হুজুর অসুস্থ হয়ে ICU তে ভর্তি আছেন।

মহান আল্লাহ পাক পঞ্জতনের সাদকাম হুজুর কে পরিপূর্ণ শেফা দান করুক, আমি বেহুরমাতি সাইয়িদিল মুরসালিন। 🤲

যারা আশুরার রোজা রাখতে চান, তারা জেনে নিন___ (এটিই সর্বোত্তম পদ্ধতি)আশুরা মানে মুহাররাম মাসের ১০ তারিখ। আশুরার রোজা রাখা...
04/07/2025

যারা আশুরার রোজা রাখতে চান, তারা জেনে নিন___
(এটিই সর্বোত্তম পদ্ধতি)
আশুরা মানে মুহাররাম মাসের ১০ তারিখ। আশুরার রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হলো, আশুরার আগের দিন (৯ই মুহাররাম) ও আশুরার দিন (১০ই মুহাররাম) রোজা রাখা। অর্থাৎ, আগামী ৫ ও ৬ই জুলাই (শনি ও রবিবার) এই দুই দিন রোজা রাখা উত্তম হবে।
ইবনু আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং (অন্যদের) রোজা রাখার নির্দেশ দিলেন, তখন লোকেরা বললো, ‘হে আল্লাহর রাসুল! এটিতো এমন দিন, যাকে ইহু -দি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় (তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেনো?)!’ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আগামী বছর এই দিন আসলে, আমরা (আশুরার দিনের সাথে) ৯ তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ।’’ বর্ণনাকারী বলেন, পরের বছর আসার আগেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যায়। [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৫৫৬]

কেউ চাইলে আশুরার দিন (১০ই মুহাররাম) এবং এর পরের দিনও (১১ই মুহাররাম) রোজা রাখতে পারেন। অর্থাৎ রবি ও সোমবার (৬ ও ৭ই জুলাই)।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা ইহু~ দি’দের বিরোধিতা কোরো—আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো।’’ [ইমাম আহমাদ, আল-মুসনাদ: ২১৫৫]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি—তিনি (এর দ্বারা) পূর্ববর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৩৬]
এক ব্যক্তি আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন— ذَاكَ صَوْمُ سَنَةٍ
‘‘এটি এক বছরের (নফল) রোজা(র সমতূল্য)।[ আস-সহিহ: ৩৬৩১; হাদিসটি সহিহ]

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “রামাদানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররাম (মাসের রোজা)।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৪৫]
তাই, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম ও ফজিলতের ব্যাপার। আমরা শুধু আশুরার রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, বরং আল্লাহর মাসের বাকি দিনগুলোতেও সাধ্যানুসারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qaderi Media BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share