Mahin Vlog's

Mahin Vlog's postঃ08:00 am
reelsঃ09:00 am
reelsঃ12:00 pm
reelsঃ03:00 pm
postঃ06:00 pm
liveঃ90:00 pm.
(4)

মুরসালিন যখন কর্নার কিকটি দিতে যাচ্ছিল, আমি ঠিক করলাম, আমি সেটা দেখব না। মাঠের দিকে পিঠ দিয়ে গ্যালারির দিকে মুখ করে দাঁড়...
15/10/2025

মুরসালিন যখন কর্নার কিকটি দিতে যাচ্ছিল, আমি ঠিক করলাম, আমি সেটা দেখব না। মাঠের দিকে পিঠ দিয়ে গ্যালারির দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, যদি সবাই বিকট চিৎকারে ফেটে পড়ে, তাহলে বুঝব গোল হয়েছে। আমি দেখলে যদি গোল না হয়!

অবিশ্বাস্য হলেও সত্যি, সত্যিই সবাই দানবীয় গর্জনে ফেটে পড়ল! আমি দুই হাতে মুখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা করছি। কারা আমাকে জড়িয়ে ধরেছে, দেখতে পাচ্ছিলাম না।

যদিও এখন পর্যন্ত আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তটির স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিটের মতো, তবুও বাংলাদেশের ফুটবল আমাকে এমন মুহূর্ত উপহার দেবে, তা কখনও কল্পনাও করিনি।

ধন্যবাদ বাংলাদেশ ফুটবল। 🇧🇩

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছ...
15/10/2025

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছেন হয়তো, তাই আগের মতো আর চাঞ্চল্যতা নেই, তবুও সিংহাসন ছেড়ে দেওয়ার আগে রাজার মাথা উঁচু থাকবে, যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন৷

যে দেশে ফুটবল হয়ে গিয়েছিল আউট অব টপিক, বিদায়ের আগে দেখে যাচ্ছেন, তার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না, এদেশের মানুষের মাঝেও ফুটবলের বিপ্লব চলে এসেছে।

দেশের এই ফুটবল জাগরণের ভাস্কো দ্য গা মা আমাদের ক্যাপ্টেন, আমাদের এই প্রজন্মের সুপারস্টার৷ জামাল ভূঁইয়া দ্য গ্রেট।

কালেক্টেড পোস্ট

জাদরানের কাছে ২ রানে পরাজিত বাংলাদেশ।।
15/10/2025

জাদরানের কাছে ২ রানে পরাজিত বাংলাদেশ।।

সিঙ্গাপুরের বিপক্ষে ভারতের হারের ফলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ বাংলাদেশ ও ভারতের।🇧🇩
15/10/2025

সিঙ্গাপুরের বিপক্ষে ভারতের হারের ফলে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ বাংলাদেশ ও ভারতের।🇧🇩

আজকে আমি কাদের খেলা দেখলাম বুঝতে পারতাছি না, এটা কি আসলেই আমাদের সেই বাংলাদেশ ফুটবল টীম, যারা ভালো ভাবে পাসিং করতে পারতো...
15/10/2025

আজকে আমি কাদের খেলা দেখলাম বুঝতে পারতাছি না, এটা কি আসলেই আমাদের সেই বাংলাদেশ ফুটবল টীম, যারা ভালো ভাবে পাসিং করতে পারতো না। তাঁদের নিয়ে নানা কুসমালোচনা করা কত, যাদের নাম ইতিহাস থেকে প্রায় মুছে গিয়েছিল। আসলেই এটা সেই টীম, আমার বিস্বাস করতে কষ্ট হচ্ছে যে এটাই সেই টীম। তাঁদের সম্পূর্ণ খেলাটা আমি দেখেছি, আর মুদ্ধ হয়েছি। তারা hong kong এর মাঠে গিয়ে হং কং এর দর্শকের গলার আওয়াজ কেরে নিয়েছে। ১-০ গোলে পিছিয়ে গিয়েও আবার কামব্যাক করেছে, গর্বিত করেছে প্রতিটা বাংলার পাগলা ফুটবল ফ্যান দের।we are proud of you all team Bangladesh.

🇧🇩 1-1 🇭🇰

⭐️ শুভ জন্মদিন শচীন কন্যা সারা ⭐️সারা টেন্ডুলকার হলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেট শচীন টেন্ডুলকার একমাত্র মে...
14/10/2025

⭐️ শুভ জন্মদিন শচীন কন্যা সারা ⭐️

সারা টেন্ডুলকার হলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেট শচীন টেন্ডুলকার একমাত্র মেয়ে। সারা টেন্ডুলকার ২৮ তম জন্মদিন আজ। বর্তমান শচীন কন্যা সারা পরিচয়ের চেয়ে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলের গার্লফ্রেন্ড পরিচয়টাই বড়। বর্তমান মিডিয়া জগতে গুঞ্জন অতি দ্রুতই গাটছোড়া বাধতে পারে গিল সারা। সারা আবার মায়ের মতো কম বয়সের পুরুষ গিলকে বিবাহ করবে?

আমরা অনেকেই জানি সিন্ডিকেটের কারনে আর্জেন্টিনা ৩৬ বছর কোনও ধরনের প্রতিযোগিতায় চাম্পিয়ন হতে পারেনি, তারপর ২০১৬ সালে কোপার...
14/10/2025

আমরা অনেকেই জানি সিন্ডিকেটের কারনে আর্জেন্টিনা ৩৬ বছর কোনও ধরনের প্রতিযোগিতায় চাম্পিয়ন হতে পারেনি, তারপর ২০১৬ সালে কোপার ফাইনালে হারার পর মেসির সেই কান্না, এবং রাগে ও অভিমানে ন্যাশনাল টিম থেকে অবসর নেয়ার ঘোষনা দিলো, সেই দিন থেকে টানা এক সপ্তাহ আর্জেন্টিনার জনগন রাস্তায় নেমে মেসিকে ফেরানো জন্য এক ধরনের নিরব আন্দলোন করেছিলো, তারপর মেসি ফিরলো এবং সিন্ডিকেটের পতন হলো, এর পরের ঘটনা আমাদের সবার জানা, পরপর তিনটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চাম্পিয়ন,,,

এবার বাংলাদেশের ক্ষেত্রেও এমন একটা ব্রেক দরকার,
জামাল ভূইয়া যিনি বাংলাদেশ ফুটবলের পোষ্টার বয়, বাফুফে তাকে যতোটা মাঠের বাহিরে ব্যাবহার করছে, সেভাবেই মাঠের খেলায় তিনি উপেক্ষিত, হামজার সঙ্গেও এমনটাই হবে শুধু সময়ের ব্যাপার, সামিত সোম, ফাহমিদুল, জায়ন, এরা দলে যায়গা পাচ্ছেনা, শুধুৃমাত্র ঔ সিন্ডিকেটের কারনে, গত ১৫-১৬ বছর গাজি সালাউদ্দিনের কবলে পড়ে ফুটবলের সিস্টেমটা সিন্ডিকেটের অধীনে চলে গিয়েছিলো, নতুন চেয়ারম্যান আসলেন নতুন কোচ আসলেন কিন্তু সিন্ডিকেট আর গেলো না,
এই সিন্ডিকেট ভাঙ্গতে ফুটবল প্রেমী জনগনদেরকেই দ্বায়িত্ব নিতে হবে,
এখোন দরকার শুধু একজন মেসির মতো অভিমানি সিদ্ধ্যান্তের,
আমার মতে জামাল, হামজাই পারবেন এই সিন্ডিকেটের মুখে লাথি মারতে,
তা না হলে ফুটবলের আশাও ছেড়ে দিতে হবে,,,

আমি খুব করে চাই ৯ এবং ১০ পজিশনে ওরা ২জন খেলুক। জায়ানকে নিয়ে বিগত জুন মাসে বলেছিলাম তার প্রমান গতকাল পেয়েছেন। এই ২টার প্র...
12/10/2025

আমি খুব করে চাই ৯ এবং ১০ পজিশনে ওরা ২জন খেলুক। জায়ানকে নিয়ে বিগত জুন মাসে বলেছিলাম তার প্রমান গতকাল পেয়েছেন। এই ২টার প্রমানও পেয়ে যাবেন।

কথা হচ্ছে আপনি মাঝে খেলাবেন হাইক্লাস মিড, আর থার্ড ওয়ানে খেলাবেন উস্টা খেয়ে পড়ে যাওয়া স্ট্রাইকার।

রেজাল্ট আসবে কিভাবে?

এই হারে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ল বাংলাদেশ
11/10/2025

এই হারে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ল বাংলাদেশ




২০২৩ বিশ্বকাপে আজকের দিনে অর্থাৎ ১১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার নতুন ...
11/10/2025

২০২৩ বিশ্বকাপে আজকের দিনে অর্থাৎ ১১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার নতুন রেকর্ড গড়ে পাকিস্তান!

*ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জেতা দল:

১. পাকিস্তান: ৩৪৫ টার্গেট (৬ উইকেটে জয়)
২. আয়ারল্যান্ড: ৩২৮ টার্গেট (৩ উইকেটে জয়
৩. বাংলাদেশ: ৩২২ টার্গেট (৭ উইকেটে জয়)

ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই হত্যাকাণ্ড।
11/10/2025

ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই হত্যাকাণ্ড।


মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে মিশর! জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত...
10/10/2025

মোহাম্মদ সালাহর জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে মিশর!
জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল আফ্রিকার পরাশক্তি মিশর।🔥লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ করেন দুটি গোল।

২০১৮ সালের পর আবারও “গ্রেটেস্ট শো অন আর্থ” ফিফা বিশ্বকাপে দেখা যাবে সালাহর পায়ের জাদু
২০১৮ তে ইনজুরির কারণে বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি— এবার সেই আ*ক্ষে*প ঘোচানোর সময়!

Address

Patenga
4100

Alerts

Be the first to know and let us send you an email when Mahin Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahin Vlog's:

Share