15/10/2025
মুরসালিন যখন কর্নার কিকটি দিতে যাচ্ছিল, আমি ঠিক করলাম, আমি সেটা দেখব না। মাঠের দিকে পিঠ দিয়ে গ্যালারির দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, যদি সবাই বিকট চিৎকারে ফেটে পড়ে, তাহলে বুঝব গোল হয়েছে। আমি দেখলে যদি গোল না হয়!
অবিশ্বাস্য হলেও সত্যি, সত্যিই সবাই দানবীয় গর্জনে ফেটে পড়ল! আমি দুই হাতে মুখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা করছি। কারা আমাকে জড়িয়ে ধরেছে, দেখতে পাচ্ছিলাম না।
যদিও এখন পর্যন্ত আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তটির স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিটের মতো, তবুও বাংলাদেশের ফুটবল আমাকে এমন মুহূর্ত উপহার দেবে, তা কখনও কল্পনাও করিনি।
ধন্যবাদ বাংলাদেশ ফুটবল। 🇧🇩