Mysha Khan

Mysha Khan অনুভূতি অনেক, কিন্তু প্রকাশের ভাষা অল্প ��

15/11/2024

যাকে চোখ বন্ধ করে 'বিশ্বাস' করবেন,যার প্রতি প্রচুর 'আশা' রাখবেন,সে মানুষ টা এমন ভাবে ঠকাবে,জীবনে ভুলতে পারবেন না 😅

আলহামদুলিল্লাহ ছোটখাটো একটা বিজনেস শুরু করেছি দেখি কতটুকু আগাই যাইতে পারি ইনশাল্লাহ
21/10/2024

আলহামদুলিল্লাহ ছোটখাটো একটা বিজনেস শুরু করেছি দেখি কতটুকু আগাই যাইতে পারি ইনশাল্লাহ

19/09/2024
__অবশেষে তুমিও ভুলে গেলে আমায়..!! পৃথিবীর সবকিছু ভুলে গেলেও আমায় কখনো ভুলবে না বলেছিলে,অথচ সেই তুমি ভুলে গেলে যে কথা দিয়...
02/01/2024

__অবশেষে তুমিও ভুলে গেলে আমায়..!! পৃথিবীর সবকিছু ভুলে গেলেও আমায় কখনো ভুলবে না বলেছিলে,অথচ সেই তুমি ভুলে গেলে যে কথা দিয়েছিলে..!!ভুলে গেলে আমায়, ভুলে গেলে সবকিছু! আমাদের দু'জনের একটা স্বপ্ন ছিলো"!কাঁধে মাথা রেখে হাতে হাত জড়িয়ে এই তুমি বলেছিলে,,যতই ঝড় আসুক তোমায় কখনো ছেড়ে যাব না..!!বলেছিল তুমি আমার চোখে কখনো জল এনো না,আমায় ছেড়ে কখনো দূরে যেওনা,,!!আমি ভীষণ এলোমেলো হয়ে যাব তুমি ছাড়া, নিজেকে সামলে রাখতে পারবো না!!তোমার ছলছল চোখের দিকে তাকিয়ে আমার ভীষণ ভয় হতো জানো..!?আমি ভাবতাম, যদি কখনো তোমার প্রতি আমার আগ্রহ কমে যায়, যদি তোমাকে জীবনের সাথে জড়িয়ে না রাখতে পারি..!!
__অথচ দ্যাখো,সময়ের ব্যবধানে আজো আমি তোমার..!! তুমি নীরবে নিঃশব্দে ভুলে গেলে আমায়, নীরবে আমার মন ভেঙেছো কেউ দেখেনি!!তুমি নীরবে পর করেছ কেউ বোঝেনি..!!কিছু ব্যাথা হয়তো মানুষের চোখের আড়াল করা যায়, কিন্তু সে ব্যাথা বুকের ভিতর আস্ত একটা পাহাড় চেপে থাকে...!!😭নিজেকে কি আর সেইখান থেকে লুকিয়ে রাখা যায়..!! 😔 জলভরা চোখে চোখ যে মানুষ বলেছিলো, তোমাকে ছাড়া আমার চলবে না,,সেই মানুষ যখন হঠাৎ করেই ভুলে যায়..!! চোখের জল ও অভিনয় করতে জানে বুঝতে পেরেছি, যখন তুমি আমায় ভুলে গেলে..!! 😅💔

যে মানুষ গুলো কাউকে ক'ষ্ট দিতে পারে না,সে মানুষ গুলোকে যত্ন করে কেউ ক'ষ্ট দিতে ছাড়ে না;পৃথিবীর নিয়ম আজ বড় উল্টো, ভালো মা...
31/12/2023

যে মানুষ গুলো কাউকে ক'ষ্ট দিতে পারে না,
সে মানুষ গুলোকে যত্ন করে কেউ ক'ষ্ট দিতে ছাড়ে না;

পৃথিবীর নিয়ম আজ বড় উল্টো, ভালো মানুষ গুলো আজকাল আর ভালো থাকতে পারে না, খা'রাপ মানুষেরাই সর্বত জুড়ে রাজত্ব করে, ক'ষ্ট কখনো তাদের
স্পর্শ পারে না;

মেসেজ করা মাত্রই যে মানুষটি সাথে সাথে রিপ্লাই করে, কল করা মাত্রই যে মানুষটি রেসপন্স করে, স'মস্যা শোনা মাত্রই যে মানুষটি নিজে থেকে স'মস্যা সমাধানের জন্য আ'প্রাণ চে'ষ্টা করে যায়-- সে মানুষটিকে সবাই খুব সস্তা ধরে নেয়, কেউ কখনোই তাদের মূল্যায়ন করতে চায় না;

এই মানুষ গুলো যেন খুবই সহজলভ্য, চাইলেই তাদের পাওয়াও যায় আবার ছু'ড়ে ফেলেও দেওয়া যায়;

দিন শেষে এই মানুষ গুলো সবার চোখের আড়ালে নীরবে চোখের জল ফেলে, ভাবে আমি এমন কেনো?

কেনো সবাইকে ভালোবেসে ভালো রাখতে চেয়েও আমি ভালো থাকতে পারি না?

কিন্তু কোনো উত্তর মিলে না, সর্বত জুড়ে যেন শুধু প্রতিধ্বনিত হয়-- "বেশি ভালো হওয়াও ভালো না"

30/12/2023

রাগ দেখাচ্ছেন উল্টা পাল্টা কথা বলতেছেন সব কিছু সহ্য করে দিনশেষে যে আপনার খোঁজ নিয়েই যাচ্ছে সে আপনাকে নিজের থেকেও বেশি ভালো বাসে.! 🖤

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mysha Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mysha Khan:

Share