24/05/2024
নবীজি কি নবুয়তের পূর্বে নবী বা রাসূল ছিলেন❓
এ বিষয়ে জনাব আহমাদউল্লাহ সাহেবের একটা বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে।
তিনি বলেছেন যে, ৪০ বছর বয়সে নবীজি নবুয়ত লাভ করেছেন অর্থাৎ ৪০ বছর বয়সে নবীজি নবী এবং রাসূল হয়েছেন।
অনেকেই এই বক্তব্যের বিরোধিতা করছেন। বিরোধীদের বক্তব্য হচ্ছে, রাসূল (স:) জন্ম থেকেই নবী-রাসূল ছিলেন।
আসুন দেখি আল্লাহপাক এ সম্পর্কে কী বলেছেন!
মহান আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدٰى
অর্থ : তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
সুতরাং ৪০ বছর বয়েসের আগে নবী হলে, পথ না পাওয়া অবস্থায় থাকবে কেন?
মহান আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন " সূরা: আশ-শূরা, আয়াত: 52
وَكَذٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَاۚمَا كُنتَ تَدْرِى مَا الْكِتٰبُ وَلَا الْإِيمٰنُ وَلٰكِن جَعَلْنٰهُ نُورًا نَّهْدِى بِهِۦ مَن نَّشَآءُ مِنْ عِبَادِنَاۚوَإِنَّكَ لَتَهْدِىٓ إِلٰى صِرٰطٍ مُّسْتَقِيمٍ
অর্থ : এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশক্রমে। আপনি জানতেন না, কিতাব কি এবং ঈমান কি? কিন্তু আমি একে করেছি নূর, যাদ্দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন-
অর্থাৎ নবুয়তের পূর্ব পর্যন্ত নবীজি ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানতেন না। এবং এটাই স্বাভাবিক। সুতরাং জন্ম থেকেই তিনি নবী-রাসুল ছিলেন, এটা অবশ্যই ভুল এবং কোরআন বিরোধী ধারণা।
মহান আল্লাহপাক আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ মোস্তফা (স:)-কে জন্ম থেকেই পরবর্তী রাসূল হিসেবে তৈরি করেছেন,
সেভাবেই তাকে পরিচালিত করেছেন, যাতে তিনি অনুসরনীয় আদর্শ হোন।
"নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (সঃ) এর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।"
(সূরা- আল আযহাব, আয়াত-২১)
এই "সর্বোত্তম আদর্শ" যে শুধু নবুয়তের পরের জীবনের, তা কিন্তু না। বরং রাসূল (সাঃ) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। কারণ মহান আল্লাহপাক তাকে সর্বদা সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন।
অতঃপর ৪০ বছর বয়সে মহান আল্লাহপাক তাকে নবুয়ত দান করেন অর্থাৎ নবী ও রাসূল হিসেবে মনোনীত করেন।
উল্লেখ্য যে, নবুয়ত পাওয়ার আগে নবীজি মিল্লাতে ইব্রাহিম এর উপর বিশ্বস্ত ছিলেন, অর্থাৎ তিনি কখনো শিরক-কুফরি গ্রহন করেননি, কোন পাপাচারে জড়াননি।
সুতরাং আহমাদউল্লাহ সাহেবের বক্তব্য ১০০% সঠিক, এবং এতে নবীজি শান-মান কোনটাই কমে না। বরং সস্তা আবেগে ইসলাম ধর্ম সম্পর্কে আন্দাজে কথা বলা, সম্পূর্ণ ইসলাম বিরোধী!
মহান আল্লাহপাক বলেন,
"ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে"
(সূরা- যারিয়াত, আয়াত-১০)
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন।