30/04/2025
তাগলাগানো একজন ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ ৩৪ বলে ৯৪, বোলিং টি-টোয়েন্টির সেরা স্পিনার আফগান সৈনিক রশিদ খান।
যে রশিদ খানকে বোলিং এন্ডে দেখলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের পা কাঁপে সেই রশিদ খানের বলে ছক্কা হাকিঁয়ে শতক পূর্ণ করে ছোট্ট ছেলেটি। সকল মহাতরকাকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড নিজের করে নেন।
বৈভব সূর্যবংশী । ছেলেটার বয়স কত তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কাগজপত্রে ১৪! কেউ কেউ বলছে ১৬, কেউ বা বলছে ১৮!
মহাতারকাদের জন্ম হয় এভাবে। যে ভূমিতে শচীন সৌরভ, ধোনি, কোহলি, রোহিতদের জন্ম, সে ভূমিতে ভৈরবরা জন্ম নেবেই। ক্রিকেট যেদেশে প্রার্থনার মতো,ক্রিকেট ও দেশাত্মবোধ মুদ্রার এপিট ওপিট, ক্রিকেট যে দেশকে স্বপ্ন দেখায়, নবজাতকের জন্মের পর যে দেশের বাবা মায়েরা তাঁর সন্তানদের ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখে। ভৈরবরা সে দেশেই জন্মায়।
গুজরাটের দেয়া ২০৯কে মামুলি বানিয়ে ফেলে রাজস্থানের বৈভব। বিশ্বকাপ জয়ী সিরাজ ও ইশান্তকে নিয়ে একেবারেই ছেলেখেলায় মেতে উঠে এই নতুন তারকা। যেখানে বাদ যায়নি রশিদখানদের মত বিশ্বমানের বোলাররাও।
আফগান খানকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলো, এটা সাহস নয়, দুঃসাহস। টগবগে এই তরুণ আইপিএলে প্রথম বলে ছক্কা মেরে ক্যারিয়ার শুরু করলো— এটাও দুঃসাহস।
নিজের শতরানের কথা ভেবে ৯০ এর ঘরে পৌঁছানোর পর ২০ বলে ১০ রান করে এরা দলকে বিপদে ফেলে দেয় না । এরা কোন রকম খেলে সম্মানজনক পরাজয় চায় না। হয় এসপার - নাহয় ওসপার।
ক্রিকেট এদেরই মনে রাখে। মেগাস্টার এভাবেই তৈরী হয়। অভিষেক শর্মা, জয়সওয়াল, শুভমান গিলদের জন্ম হয় এভাবে দুঃসাহস নিয়ে। ভীরু কাপুরুষোচিত মেন্টালিটি নিয়ে নয়।
ওয়েলডান ভৈবব...