
06/06/2025
ছোটবেলার কুরবানির ঈদ ছিল একদমই আলাদা! ক'দিন আগে থেকে'ই আরম্ভ হইতো উৎসবের আমেজ- রাতভর ভাই বোন, বন্ধু, আত্মীয়স্বজনদের নিয়ে জমজমাট খোশগল্প!🖤
ভোরবেলায় ঘুম ভাঙ্গত ঈদের উন্মােদনায়, ঘুম থেকে উঠে বারবার ঘড়ি দেখ ভাবতাম কখন সকাল হবে, গোসল করে মায়ের হাতে'র স্পেশাল সেমাই খাওয়া! আর নামাজ শেষে চলতো কুরবানির ব্যস্তাতা" পশু জবাই, মাংস খাটুনি, আত্মীয়স্বজনের আসা-যাওয়া, আর বিকালবেলা বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া! সবকিছু মিলিয়ে এক আপার্থিব আনন্দ ভরা থাকতো দিনটায়! আজ প্রবাসে বসে মনে হয় সেই দিনগুলো যেন কোন রঙিন সিনেমার দৃশ্য, আর আমি এখন শুধুই দর্শক! সৃতিগুলো রয়ে গেছে, কিন্তু সেই মানুষগুলো, সেই মুহুর্তগুলো আর ফিরে আসবে নাহ্! 🥹🖤
প্রবাসে ঈদ মানে'ই এখন নস্টালজিয়া!
চোখের কোণে অশ্রু কিংবা নরম কিছু সৃতি। 🥹