ফয়েজে কোরআন

ফয়েজে কোরআন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ফয়েজে কোরআন, Digital creator, Chittagong.

.

হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর

🥀বাণী মোবারক🥀

"হে যুবক! নামাজ পড়, রোজ রাখ, নবী করীম (দ.) এর উপর দরূদ পড়, মাতৃভূমি শান্ত কর"

08/08/2025
06/08/2025

এই দুঃখির দ্বিলে কেন বহাও বিরহ জ্বালা,
দাওনা দ্বিদার শুধু একবার ইয়া রাসুলাল্লাহ

শানে দরবারে কাগতিয়া।
ভলিউম-৩৯

•───────────────────────────────────────────────────────────────────────────────────────────────────•

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মনোগ্রামের
তাৎপর্যঃ

এটি একটি ঐতিহাসিক মনোগ্রাম । 'আল্লাহ' শব্দে অঙ্কিত এ মনোগ্রামটির আল্লাহ শব্দের ভিতরে ৭টি বৃত্তাকার বলয় রয়েছে। যার মাধ্যমে দেখানো হয়েছে মানব দেহস্ত সাত টি লতিফা।

📌 (১) ক্বলব

📌 (২) রুহ্

📌 (৩) ছির

📌‌ (৪) খপি

📌 (৫)আখফা

📌 (৬)নফস্

📌 (৭)আনাছারে আরবা ( বাদ,নার,মা,খাক)। যা প্রকৃতপক্ষে সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা যুক্ত আল কোরআনে বর্ণিত সাত আকাশের‌ই প্রতিচ্ছবি। মনোগ্রামে চিত্রায়িত হয়েছে সৃষ্টির নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক পূর্ণাবয়ব রেখা চিত্র। যা মিরাজ রজনীতে হযরত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সংঘটিত দীঘল সফরের ইতিবৃত্ত। মনোমুগ্ধকর এই নকশায় রয়েছে মানবজাতির স্বার্থকতার পূর্নাঙ্গ গাইডলাইনের এক রুপক চিত্র।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ

📌 আহলে সুন্নাত ওয়াল জাম‌আত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা।

📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা।

📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হ‌ওয়া।

📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।

📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হ‌ওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জাম‌আত এর উপর প্রতিষ্ঠিত রাখা।

📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া।

📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।

📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।

📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ

📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা।

📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা।

📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা।

📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজম কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা।

📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর প্রকাশনাঃ

📌 হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে বিশেষ স্মরণিকা 'আল হাবীবু মা'আল হাবীবে ফিল ইস্‌রা'

📌 তোহফায়ে আহমদী।

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত আল্লাহ প্রাপ্তির সহজ পথ।

📌 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য।

📌 এশায়াত কি ও কেন?

📌 এইতো হেরার নূর-পূর্ণাঙ্গ বিধান মুকুর।

📌 কাগতিয়ায় সেই মহান মোর্শেদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 মনোগ্রামে সেরাতুল মোস্তাকিম।

📌 মুক্তির পয়গাম।

📌 বাগে আহমদী।

📌 যুগে যুগে গাউছুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মোর্শেদ গাউছুল আজম।

📌 তরিক্বত জীবন।

📌 রদ্দে এলান।

📌 রদ্দে আন-নূর।

📌 যুগে যুগে গাউছুল আজমের আগমন (ফতোয়া)।

📌 মনিরুল উছুল ফি এছবাতে খলিফাতির রাসূল (খলিফায়ে রাসূল)

📌 জমানার বিস্ময়কর তাপস্বী রমণী।

📌 বিশেষ স্মরণিকা-২০০৯।

📌 বিশেষ বুলেটিন-২০০৯।

📌 আল মোস্তাকিম।

📌 এছাড়াও সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক ফজ্লে আহমদী নিয়মিত প্রকাশিত হচ্ছে।

🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ

📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল।

📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল।

📌 ১০ রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।

📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল

📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল।

📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।

📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে)।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।

📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।

🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)

www.kagatiaaliadarbar.org

প্রধান কার্যালয়ঃ
মুনিরীয়া আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ,
বিনাজুরী , রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

#কাগতিয়া #হাদিস #কোর‌আন #মাহফিল #গজল #নিউজ

ফয়েজে কোরআন এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লিংকঃ- https://youtube.com/?si=o7jpoSjQb4sQqzxB

30/07/2025

আই মালিকে সাবুজে গুম্বাদে এই দুঃখিরে করো রহমত।

শানে দরবারে কাগতিয়া।
ভলিউম-৩৮

•───────────────────────────────────────────────────────────────────────────────────────────────────•

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মনোগ্রামের
তাৎপর্যঃ

এটি একটি ঐতিহাসিক মনোগ্রাম । 'আল্লাহ' শব্দে অঙ্কিত এ মনোগ্রামটির আল্লাহ শব্দের ভিতরে ৭টি বৃত্তাকার বলয় রয়েছে। যার মাধ্যমে দেখানো হয়েছে মানব দেহস্ত সাত টি লতিফা।

📌 (১) ক্বলব

📌 (২) রুহ্

📌 (৩) ছির

📌‌ (৪) খপি

📌 (৫)আখফা

📌 (৬)নফস্

📌 (৭)আনাছারে আরবা ( বাদ,নার,মা,খাক)। যা প্রকৃতপক্ষে সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা যুক্ত আল কোরআনে বর্ণিত সাত আকাশের‌ই প্রতিচ্ছবি। মনোগ্রামে চিত্রায়িত হয়েছে সৃষ্টির নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক পূর্ণাবয়ব রেখা চিত্র। যা মিরাজ রজনীতে হযরত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সংঘটিত দীঘল সফরের ইতিবৃত্ত। মনোমুগ্ধকর এই নকশায় রয়েছে মানবজাতির স্বার্থকতার পূর্নাঙ্গ গাইডলাইনের এক রুপক চিত্র।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ

📌 আহলে সুন্নাত ওয়াল জাম‌আত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা।

📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা।

📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হ‌ওয়া।

📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।

📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হ‌ওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জাম‌আত এর উপর প্রতিষ্ঠিত রাখা।

📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া।

📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।

📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।

📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ

📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা।

📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা।

📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা।

📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজম কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা।

📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর প্রকাশনাঃ

📌 হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে বিশেষ স্মরণিকা 'আল হাবীবু মা'আল হাবীবে ফিল ইস্‌রা'

📌 তোহফায়ে আহমদী।

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত আল্লাহ প্রাপ্তির সহজ পথ।

📌 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য।

📌 এশায়াত কি ও কেন?

📌 এইতো হেরার নূর-পূর্ণাঙ্গ বিধান মুকুর।

📌 কাগতিয়ায় সেই মহান মোর্শেদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 মনোগ্রামে সেরাতুল মোস্তাকিম।

📌 মুক্তির পয়গাম।

📌 বাগে আহমদী।

📌 যুগে যুগে গাউছুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মোর্শেদ গাউছুল আজম।

📌 তরিক্বত জীবন।

📌 রদ্দে এলান।

📌 রদ্দে আন-নূর।

📌 যুগে যুগে গাউছুল আজমের আগমন (ফতোয়া)।

📌 মনিরুল উছুল ফি এছবাতে খলিফাতির রাসূল (খলিফায়ে রাসূল)

📌 জমানার বিস্ময়কর তাপস্বী রমণী।

📌 বিশেষ স্মরণিকা-২০০৯।

📌 বিশেষ বুলেটিন-২০০৯।

📌 আল মোস্তাকিম।

📌 এছাড়াও সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক ফজ্লে আহমদী নিয়মিত প্রকাশিত হচ্ছে।

🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ

📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল।

📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল।

📌 ১০ রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।

📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল

📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল।

📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।

📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে)।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।

📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।

🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)

www.kagatiaaliadarbar.org

প্রধান কার্যালয়ঃ
মুনিরীয়া আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ,
বিনাজুরী , রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

#কাগতিয়া #হাদিস #কোর‌আন #মাহফিল #গজল #নিউজ

ফয়েজে কোরআন এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লিংকঃ- https://youtube.com/?si=o7jpoSjQb4sQqzxB

27/07/2025

প্রেমিক খোদার প্রেম তুমি শাহে মদিনা।

শানে দরবারে কাগতিয়া।
ভলিউম-৩৮

•───────────────────────────────────────────────────────────────────────────────────────────────────•

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মনোগ্রামের
তাৎপর্যঃ

এটি একটি ঐতিহাসিক মনোগ্রাম । 'আল্লাহ' শব্দে অঙ্কিত এ মনোগ্রামটির আল্লাহ শব্দের ভিতরে ৭টি বৃত্তাকার বলয় রয়েছে। যার মাধ্যমে দেখানো হয়েছে মানব দেহস্ত সাত টি লতিফা।

📌 (১) ক্বলব

📌 (২) রুহ্

📌 (৩) ছির

📌‌ (৪) খপি

📌 (৫)আখফা

📌 (৬)নফস্

📌 (৭)আনাছারে আরবা ( বাদ,নার,মা,খাক)। যা প্রকৃতপক্ষে সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা যুক্ত আল কোরআনে বর্ণিত সাত আকাশের‌ই প্রতিচ্ছবি। মনোগ্রামে চিত্রায়িত হয়েছে সৃষ্টির নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক পূর্ণাবয়ব রেখা চিত্র। যা মিরাজ রজনীতে হযরত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সংঘটিত দীঘল সফরের ইতিবৃত্ত। মনোমুগ্ধকর এই নকশায় রয়েছে মানবজাতির স্বার্থকতার পূর্নাঙ্গ গাইডলাইনের এক রুপক চিত্র।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ

📌 আহলে সুন্নাত ওয়াল জাম‌আত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা।

📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা।

📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হ‌ওয়া।

📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।

📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হ‌ওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জাম‌আত এর উপর প্রতিষ্ঠিত রাখা।

📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া।

📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।

📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।

📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ

📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা।

📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা।

📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা।

📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজম কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা।

📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর প্রকাশনাঃ

📌 হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে বিশেষ স্মরণিকা 'আল হাবীবু মা'আল হাবীবে ফিল ইস্‌রা'

📌 তোহফায়ে আহমদী।

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত আল্লাহ প্রাপ্তির সহজ পথ।

📌 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য।

📌 এশায়াত কি ও কেন?

📌 এইতো হেরার নূর-পূর্ণাঙ্গ বিধান মুকুর।

📌 কাগতিয়ায় সেই মহান মোর্শেদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 মনোগ্রামে সেরাতুল মোস্তাকিম।

📌 মুক্তির পয়গাম।

📌 বাগে আহমদী।

📌 যুগে যুগে গাউছুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মোর্শেদ গাউছুল আজম।

📌 তরিক্বত জীবন।

📌 রদ্দে এলান।

📌 রদ্দে আন-নূর।

📌 যুগে যুগে গাউছুল আজমের আগমন (ফতোয়া)।

📌 মনিরুল উছুল ফি এছবাতে খলিফাতির রাসূল (খলিফায়ে রাসূল)

📌 জমানার বিস্ময়কর তাপস্বী রমণী।

📌 বিশেষ স্মরণিকা-২০০৯।

📌 বিশেষ বুলেটিন-২০০৯।

📌 আল মোস্তাকিম।

📌 এছাড়াও সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক ফজ্লে আহমদী নিয়মিত প্রকাশিত হচ্ছে।

🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ

📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল।

📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল।

📌 ১০ রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।

📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল

📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল।

📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।

📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে)।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।

📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।

🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)

www.kagatiaaliadarbar.org

প্রধান কার্যালয়ঃ
মুনিরীয়া আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ,
বিনাজুরী , রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

#কাগতিয়া #হাদিস #কোর‌আন #মাহফিল #গজল #নিউজ

ফয়েজে কোরআন এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লিংকঃ- https://youtube.com/?si=o7jpoSjQb4sQqzxB

26/07/2025

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা ( মূল ক্যাম্পাসে ও চট্টগ্রাম মহানগর বায়েজিদস্থ ক্যাম্পাসে) আলিম ১ম বর্ষে ভর্তি চলছে।

কছিদ্বাংশ⤵️
☪️"মারফতের জ্ঞান আছে নূরী কোরআনে, সেই কোরআনের নূরী সুধা পাবে এখানে"

☪️"শরিয়ত আর তরিক্বতের অনন্য ভূবন, প্রিয় নবীর দ্বীন প্রচারে শিক্ষা নিকেতন।"

আপনার সন্তান-সন্ততিদের মাদ‌্‌রাসায় ভর্তি করিয়ে সার্বিক সহযোগিতা করুন।

আপনার সন্তান-সন্ততিদের উক্ত মাদ‌্‌রাসায় পড়িয়ে হক্কানি আলেম হিসেবে তৈরি করে দুনিয়া ও আখিরাতের ফায়দা হাসিল করুন।

রাউজানে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতশুক্রবার (২৫ জুলাই) বেলা ৩ টা হতে রাউজানের নোয়াপাড়াস্থ বৈশাখ...
25/07/2025

রাউজানে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩ টা হতে রাউজানের নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মজিদ, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.জালাল আহমদ।

বক্তব্য রাখেন রাশেদ হায়দার মহিউদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে (সূরা যুমার: ৯)। জানার জন্য এবং মানার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। ইলম অর্জন যেমন জরুরী সে অনুযায়ী আমল করাও জরুরী। এলমে জাহের যেমন জরুরী তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য। পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন। তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। এই মহান ব্যক্তিত্ব নিজে যেমন এলমে জাহেরের অফুরন্ত ভান্ডার ছিলেন তেমনি এলমে বাতেনের সুউচ্চ মকামে উপবিষ্ট হয়েছেন। শুধু তাই নয় এলমে জাহের বিতরণের জন্য কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার বানিয়ে লাসানিতে পরিণত হয়েছেন। উনার সংস্পর্শে এসে কাগতিয়া মাদরাসা আজ বিশ্বব্যাপী সমাদৃত। দৃষ্টিনন্দন পরিবেশ, আধুনিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল অবকাঠামো, উন্নত হোস্টেল সুবিধা সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসাকে করেছে সবদিক থেকে অনন্য। সুশিক্ষা প্রসারের জন্য চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্থাপন করা হয়েছে কাগতিয়া কামিল এম.এ মাদরাসার মহানগর ক্যাম্পাস। হযরত গাউছুল আজম (রাঃ) এর রেখে যাওয়া মাদরাসাকে আজ তারই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) পরিপূর্ণ আমানতদারীতা এবং আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর এ মাদরাসার ঈর্ষনীয় সাফল্য তারই প্রমান বহন করে। এ মাদরাসায় আসলে একদিকে যেমন এলমে জাহের অর্জন করা যায় অপরদিকে এলমে বাতেনের অমিয় সুধা আহরণের রয়েছে অপূর্ব সুযোগ, মাশাআল্লাহ।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

21/07/2025

কাগতিয়া নামটি আমার বড়ই মধুর লাগে।

শানে দরবারে কাগতিয়া।
ভলিউম-৩৫

•───────────────────────────────────────────────────────────────────────────────────────────────────•

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মনোগ্রামের
তাৎপর্যঃ

এটি একটি ঐতিহাসিক মনোগ্রাম । 'আল্লাহ' শব্দে অঙ্কিত এ মনোগ্রামটির আল্লাহ শব্দের ভিতরে ৭টি বৃত্তাকার বলয় রয়েছে। যার মাধ্যমে দেখানো হয়েছে মানব দেহস্ত সাত টি লতিফা।

📌 (১) ক্বলব

📌 (২) রুহ্

📌 (৩) ছির

📌‌ (৪) খপি

📌 (৫)আখফা

📌 (৬)নফস্

📌 (৭)আনাছারে আরবা ( বাদ,নার,মা,খাক)। যা প্রকৃতপক্ষে সাত আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা যুক্ত আল কোরআনে বর্ণিত সাত আকাশের‌ই প্রতিচ্ছবি। মনোগ্রামে চিত্রায়িত হয়েছে সৃষ্টির নিম্ন স্তর থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক পূর্ণাবয়ব রেখা চিত্র। যা মিরাজ রজনীতে হযরত নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সংঘটিত দীঘল সফরের ইতিবৃত্ত। মনোমুগ্ধকর এই নকশায় রয়েছে মানবজাতির স্বার্থকতার পূর্নাঙ্গ গাইডলাইনের এক রুপক চিত্র।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ

📌 আহলে সুন্নাত ওয়াল জাম‌আত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা।

📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা।

📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হ‌ওয়া।

📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা।

📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হ‌ওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জাম‌আত এর উপর প্রতিষ্ঠিত রাখা।

📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া।

📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।

📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।

📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ

📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা।

📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা।

📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা।

📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজম কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা।

📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর প্রকাশনাঃ

📌 হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে বিশেষ স্মরণিকা 'আল হাবীবু মা'আল হাবীবে ফিল ইস্‌রা'

📌 তোহফায়ে আহমদী।

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত আল্লাহ প্রাপ্তির সহজ পথ।

📌 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্য।

📌 এশায়াত কি ও কেন?

📌 এইতো হেরার নূর-পূর্ণাঙ্গ বিধান মুকুর।

📌 কাগতিয়ায় সেই মহান মোর্শেদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 মনোগ্রামে সেরাতুল মোস্তাকিম।

📌 মুক্তির পয়গাম।

📌 বাগে আহমদী।

📌 যুগে যুগে গাউছুল আজমের ধারাবাহিকতায় কাগতিয়ার মহান মোর্শেদ গাউছুল আজম।

📌 তরিক্বত জীবন।

📌 রদ্দে এলান।

📌 রদ্দে আন-নূর।

📌 যুগে যুগে গাউছুল আজমের আগমন (ফতোয়া)।

📌 মনিরুল উছুল ফি এছবাতে খলিফাতির রাসূল (খলিফায়ে রাসূল)

📌 জমানার বিস্ময়কর তাপস্বী রমণী।

📌 বিশেষ স্মরণিকা-২০০৯।

📌 বিশেষ বুলেটিন-২০০৯।

📌 আল মোস্তাকিম।

📌 এছাড়াও সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক ফজ্লে আহমদী নিয়মিত প্রকাশিত হচ্ছে।

🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ

📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল।

📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল।

📌 ১০ রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।

📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল

📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল।

📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল।

📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে)।

🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ

📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল।

📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু।

📌 আসুন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন।

🌟🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟🌟
(একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন)

www.kagatiaaliadarbar.org

প্রধান কার্যালয়ঃ
মুনিরীয়া আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ,
বিনাজুরী , রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ।

#কাগতিয়া #হাদিস #কোর‌আন #মাহফিল #গজল #নিউজ fans

ফয়েজে কোরআন এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লিংকঃ- https://youtube.com/?si=o7jpoSjQb4sQqzxB

 #আলিম_১ম_বর্ষে_ভর্তি_চলছে
20/07/2025

#আলিম_১ম_বর্ষে_ভর্তি_চলছে

19/07/2025
দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসাবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক...
10/07/2025

দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

চলতি বছর দাখিল পরীক্ষায় ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে ০৭ জন জিপিএ ৫.০০ (এ+), ৫৪ জন 'এ', ১২ জন 'এ'- সহ শতভাগ পাস করে রাউজান উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে।

মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। তারা এজন্যে মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু'র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী'র আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমন্ডলীর নিয়মিত পাঠদান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

হযরত ইমাম হুসাইন (রা.) এর ত্যাগ ও আদর্শের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মাননীয় মোর্শেদে আজমমাহে মহররম এর দ...
06/07/2025

হযরত ইমাম হুসাইন (রা.) এর ত্যাগ ও আদর্শের প্রতিফলন হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত: মাননীয় মোর্শেদে আজম

মাহে মহররম এর দশ তারিখ পবিত্র আশুরা নামে পরিচিত। এদিনটি ইতিহাসে অনেক তাৎপর্য বহন করে। এ দিনেই হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়, হযরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ড থেকে, হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে, হযরত আইয়্যুব (আ.) রোগ থেকে মুক্তি লাভ করেন। এই দিনেই কারবালার ফোরাত নদীর তীরে নবীজির প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.)-কে শহিদ করা হয়।

কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) এঁর আত্মত্যাগ হক এবং বাতিলের ব্যবধানকে ফুটিয়ে তোলে, সত্য এবং মিথ্যার তফাৎকে স্পষ্ট করে, আশেকে রাসূল (দ.) এবং দুশমনে রাসূল (দ.) এর পরিচয়কে তুলে ধরে। সত্যের পথে এবং মতে ইমাম হুসাইন (রা.) যে আপোষহীন মনোভাব দেখিয়েছন তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই অনুপ্রেরণা এবং প্রিয় নবীজির ভালোবাসায় হযরত গাউছুল আজম (রা.) আজীবন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন। এই মহান ব্যক্তিত্বের তরিক্বতে রয়েছে মুহাব্বতের নিয়তে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ কখনো ক্বাজা হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করা ছাড়াও তরিক্বতের নির্দিষ্ট স্তরে পৌঁছার পর আহলে বায়াতের উপর ১২৫ বার দরূদ শরীফ পড়তে হয়। যা একদিকে যেমন প্রিয় রাসূল (দ.) এঁর ভালোবাসাকে সমুন্নত করে অন্যদিকে আহলে বায়াতের প্রতি ভালোবাসাকে ফুটিয়ে তুলে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই সমস্ত আমলগুলো শুধু মহররম মাসে পালন করা হয় না বরং সমস্ত জীবনে পালন করে যেতে হয়। সুবহানআল্লাহ।

শনিবার (৫ জুলাই) বাদে যোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৩তম আশুরা মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

#কাগতিয়া #হাদিস #কোর‌আন #নাত #মাহফিল #গজল #নিউজ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ফয়েজে কোরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share