Md,Habib

Md,Habib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md,Habib, Digital creator, Patenga.

◎⃝🌹﷽◎⃝আসসালামু আয়ালাইকুম
◎⃝কেমন আছেন সবাই❤️
◎⃝New Friends wellcome◎⃝🌹🥀
🥀কেউ কারো সাথে খারাপ ব্যবহার করবেন না🥀Welcome❤️Our❤️Group❤️thanks❤️for join..
🥀আর কেউ ফলো না দিয়ে আপনার ভালোবাসা থেকে বন্চিত করবেন না🥀

09/06/2025

মোটরসাইকেল খেলা

09/06/2025
সবাইকে অগ্রিম ঈদ মোবারক এ বছরের আমাদের গরু
05/06/2025

সবাইকে অগ্রিম ঈদ মোবারক এ বছরের আমাদের গরু

03/06/2025

চোখের যেনা থেকে বাঁচার দোয়া,,________________
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাছারী

02/06/2025

কোরবানির ফজিলত (গুণ ও মর্যাদা) ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঈদুল আজহার অন্যতম প্রধান ইবাদত, যা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মৃতিকে স্মরণ করেই আদায় করা হয়। নিচে কোরবানির কিছু ফজিলত উল্লেখ করা হলো:

---

🌟 কোরবানির ফজিলত ও মর্যাদা:

1. আল্লাহর কাছে প্রিয় ইবাদত:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি করা।"
(তিরমিজি, হাদিস: ১৪৯৩)

2. প্রতিটি পশুর পশমের বিনিময়ে সওয়াব:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"কোরবানির পশুর একটি একটি লোমের বদলেই সওয়াব দেয়া হবে।"
(ইবনে মাজাহ, হাদিস: ৩১২৭)

3. আখিরাতে শাফা'তের উসিলা:

হাদিসে এসেছে, কোরবানির পশু কিয়ামতের দিনে তার শিং, খুর ও পশমসহ মালিকের জন্য ওজনদার আমল হিসেবে হাজির হবে।
(তিরমিজি, হাদিস: ১৪৯৩)

4. আত্মিক প্রশান্তি ও ত্যাগের শিক্ষা:

কোরবানি আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের এক বাস্তব নিদর্শন।

5. পবিত্র কুরআনে ঘোষণা:

"তোমরা প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান করেছি, যাতে তারা আল্লাহর দেওয়া পশু জবেহ করার সময় তাঁর নাম স্মরণ করে..."
(সূরা হজ, আয়াত: ৩৪)

"আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া (ভয় ও আনুগত্য)।"
(সূরা হজ, আয়াত: ৩৭)

---

✅ কোরবানি কার উপর ওয়াজিব:

প্রাপ্তবয়স্ক মুসলমান,

যার নিজ ও পরিবারের প্রয়োজন মিটিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকে,

ঈদুল আজহার দিনগুলোতে (১০-১২ জিলহজ) তা বৈধভাবে ভোগ করে।

---

যদি আপনি চান, আমি দলিলসহ একটি সুন্দর ইসলামিক পোস্টার বা ম্যাসেজ আকারে কোরবানির ফজিলত সাজিয়ে দিতে পারি। বললে বানিয়ে দিই।

02/06/2025

🌙 কোরবানির গুরুত্ব:

1. কোরবানি করা সুন্নতে মুয়াক্কাদা:
রাসূলুল্লাহ ﷺ নিজে কোরবানি করেছেন এবং সাহাবাদেরকেও কোরবানির আদেশ দিয়েছেন। হাদীসে এসেছে –
"যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।"
(ইবনে মাজাহ: ৩১২৩)

2. আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম:
কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তার তাকওয়া (আল্লাহভীতি)।
(সূরা হজ্জ: ৩৭)

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Md,Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share