08/03/2025
কোনকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী।
- কাজী নজরুল ইসলামের এই যতটা না শ্রুতিমধুর তারচে ঢেরবেশি গভীর অর্থবোধক। যে মানবীর গর্ভের মাধ্যমে খোদা তা'আলা আজকের পৃথিবীর ৮০০ কোটি মানুষ পাঠিয়েছেন তিনি সেই নারী।
আমাকে আপনি এমন একজন কর্মচারী দেখান যিনি টোয়েন্টি ফোর আওয়ার্স জব করেন। পারবেন না। কেউ ৮, কেউ ৯ ঘন্টা। কিন্তু আমি আপনাকে দেখাব এমন একজন কর্মচারী যিনি লাগাতার ২৪ ঘন্টা সার্ভিস দেন। হ্যাঁ তিনি আমাদের জননীর জাতি নারী।
কথাটা অত্যুক্তি মনে হলে কোনো এক নবজাতকের মা'কে দেখে আসবেন। আমার দাবিটি আপনারও মনপুত হবে।
এবার বলি কিছু নারী নির্যাতনের কথা। না না। আমি রাস্তায় হওয়া ধ*র্ষ*ণ কিংবা সামাজিক বৈষম্যের পুরনো কথা আপনাকে মোটেও শুনাব না। শুনাব আপনার ঘরের চারদেয়ালের অভ্যন্তরীণ নির্যাতনের কথা যেটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত অন্যান্য নি*র্যা*তন ভেতর চাপা পড়ে আছে।
তার আগে চলেন, নি*র্যা*তকের সাথে পরিচয় করিয়ে দেই। সে আর কেউ নয়। শিক্ষিত, ভদ্র, মার্জিত, রুচিশীল আপনি। হ্যাঁ, আপনি। অবাক হলেন?
তাহলে চলুন, আপনি কীভাবে নির্যাতক হলেন সেটি দেখাই। অবরোধবাসিনী নারী পুরুষের উপর নির্ভরশীল। কিন্তু পুরুষ সেই নির্ভরশীলতাকে এমনভাবে কাজে লাগায় যে নারী যেন তার দাসী। কথা ও কাজে সে পূর্ণ পুরুষত্ব প্রদর্শনের নিমিত্তে নারীকে কষ্ট দিয়েই যায়। সেটা কখনও শারীরিক কখনও মানসিক।
আকাশসম স্বপ্ন নিয়ে অন্যের ঘরে পা রাখা মেয়েটি এই কষ্টে ধুকতে ধুকতে দুনিয়া ছাড়ে। অথচ সামান্য কম্প্রমাইজ, সুন্দর কথা, অল্প পরামর্শ পেলে সে জীবনটাকে নিজের চাওয়ার মতো
পেতো। যেমনটা পেয়েছিলেন দেড় হাজর বছর আগে হোজাজের রমণীগণ। বিশ্বকুল সর্দার নবি ﷺ ও তাঁর সাথীদের কাছ থেকে।
কিছু কথার সাথে আপনি একমত না ও হতে পারেন। কিছু কথা অত্যুক্তি কিংবা দূর্বোধ্য হতে পারে। কিন্তু এটিই চারপাশে ঘটমান ঘটনাগুলোর ছোট্ট এক সার কথা মাত্র।
দিবসে মায়েদের একটু স্মরণ করলাম আরকি। মায়েরা ভালো থাকুন। ❤️