National Maritime Institute, Chattogram

National Maritime Institute, Chattogram National Maritime Institute, Chittagong (Former STC) was initially established in 1952.

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
07/06/2025

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ স্যার গত ২৭/০৫/২০২৫ তারিখে ন্যাশনাল মেরিটাম ইনস্টিটিউট,...
30/05/2025

নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ স্যার গত ২৭/০৫/২০২৫ তারিখে ন্যাশনাল মেরিটাম ইনস্টিটিউট, চট্টগ্রাম পরিদর্শন করেন।

অদ্য ২৯/০৫/২০২৫ তারিখে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), এনডিসি, পিএসসি, বিএন ন্যাশনা...
29/05/2025

অদ্য ২৯/০৫/২০২৫ তারিখে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), এনডিসি, পিএসসি, বিএন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম ক্যাম্পাস পরিদর্শন করেন৷

14/04/2025
...........শোক বার্তা............ আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে — ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৬ তম ব্যাচের  প...
13/04/2025

...........শোক বার্তা............

আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে — ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৬ তম ব্যাচের প্রশিক্ষণার্থী, স্টুয়ার্ট রেটিং , নাহিদুল ইসলাম সবুজ আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের পুরো মেরিটাইম সেক্টরের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, বন্ধু ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক—আমিন।

অধ্যক্ষ
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট,
চট্টগ্রাম।

সংশোধিত জরুরী বিজ্ঞপ্তি।
05/01/2025

সংশোধিত জরুরী বিজ্ঞপ্তি।

Notice
20/12/2024

Notice

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে এনসিলিয়ারী কোর্সসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীগণ ...
25/11/2024

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে এনসিলিয়ারী কোর্সসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীগণ দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

An International Exhibition of Power & Energy, Agro & Marinetech Expo & Seminar -2024.Date: 26-28 September, 2024
29/09/2024

An International Exhibition of Power & Energy, Agro & Marinetech Expo & Seminar -2024.
Date: 26-28 September, 2024

07/09/2024

"From Department of Shipping"
আসসালামু আলাইকুম, নৌপরিবহন অধিদপ্তর যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনের মতামত অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করে। বিগত দুই সপ্তাহে চাকুরীতে অপেক্ষমান নাবিকদের (ফ্রেশ নাবিক) বিভিন্ন গ্রুপ অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করে। তাদের সাথে আলোচনায় অপেক্ষমান নাবিকদের তথ্য চাওয়া হলে অদ্যাবধি এক বছরের অধিক সময় ধরে অপেক্ষমান ৬৫ জন নাবিকের তথ্য উপাত্ত পাওয়া যায়। এই সকল নাবিক সহ যাদের এখনো তথ্য পাওয়া যায়নি তাদের সকলের চাকুরী সংস্থানের জন্য সংশ্লিষ্ট মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউটসমূহ কে কঠোর জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট নাবিকদের চাকরি সংস্থানের ব্যবস্থা গ্রহণ করা না হলে উক্ত প্রতিষ্ঠানসমূহের কোর্স নির্দিষ্ট মেয়াদের জন্য বন্ধ করে দেয়া হতে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি নৌপরিবহন অধিদপ্তরের মাধ্যমে এসটিসিডব্লিউ কনভেনশন প্রতিপালন করে এরকম কোস্টাল জাহাজে অপেক্ষমান নাবিকদের প্রশিক্ষণের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আগামী দু মাসের মধ্যে এটি সম্ভব হবে বলে আশা করা যায়। তবে এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। সম্প্রতি নাবিকদের প্রশিক্ষণের জন্য পত্রিকায় ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখিত সংখ্যা পরিবর্তনের সুযোগ রয়েছে। অধিদপ্তর সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সহসা আলাপ করে এই সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে পুনঃনির্ধারণ করবে, প্রয়োজন বোধে চাকরি প্রদানে ব্যর্থ প্রতিষ্ঠানসমূহের প্রস্তাবিত প্রশিক্ষনার্থী সংখ্যা শূন্যের কোঠায় নামানো হবে। সার্বিক চাকরির অবস্থা বিবেচনা করে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণপ্রার্থীদের প্রশিক্ষণ যৌক্তিক পর্যায়ে পেছানো হবে। বিষয়টি সকলকে জানানো হলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when National Maritime Institute, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Maritime Institute, Chattogram:

Share