
25/03/2023
আপনি কি পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন যে সফল হতে চাই না। কেউ মুখে স্বীকার করুক আর না করুক মনে মনে সবাই চাই সফল হতে।
আজ আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো তা হলো সফল লোকদের প্রতিদিনের রুটিন।
আমরা একটি কথার সাথে অনেকেই পরিচিত আপনি যতো টুকু পেইন নিবেন আপনি ততোটুকুই গেইন করবেন এক কথায় No pain No gain. তাহলে কি সারাজীবন আমাদের পেইন সহ্য করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য? না আমাদের সারাজীবন পেইন নেওয়া লাগবে না সফল হওয়ার জন্য।
শুধু আমাদের একটি বিষয়ের প্রতি মনোযোগ ও সিরিয়াস হতে হবে সেটা হলো সময়। Time is money কথাটির গুরুত্ব উপলব্ধি করতে হবে।
একজন সফল মানুষের প্রতিদিনের কাজকর্ম ও চিন্তা ঠিক এমন হওয়া উচিত -
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি আগামীকাল কি কি করবেন সেটা লিখে ফেলা।
প্রতিটা কাজ নির্দিষ্ট সময়ে শুরু করা এবং সেখানে কোনো অজুহাত না রাখা। কাজের মাঝে মাঝে একটু কোয়ালিটি ব্রেক নেওয়া তারপর আবার ফুল এনার্জির সাথে কাজে মন দেওয়া। দিন শেষে রাতে গিয়ে একবার লিখে রাখা কাগজটি বের করে দেখা, যে আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে পেরেছেন কি না,যেই যেই কাজ গুলো আপনি সঠিক সময়ে করতে পেরেছেন সেখানে টিক দেন। যদি আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে সফল হোন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করবেন।
আমরা যেই কাজ করি না কেনো তার উদ্দেশ্য টা নিজের কাছে ক্লিয়ার করা,
এই জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে, যেটা প্রতিটি সাকসেসফুল মানুষ করে থাকে।
তবেই সাকসেস নিজ দায়িত্বে আমাদের কাছে ধরা দিবে।