Jui palit

Jui palit Jui Palit is ready to give you full computer skill and freelancing service

আপনি কি পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন যে সফল হতে চাই না। কেউ মুখে স্বীকার করুক আর না করুক মনে মনে সবাই চাই সফল হতে।আ...
25/03/2023

আপনি কি পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন যে সফল হতে চাই না। কেউ মুখে স্বীকার করুক আর না করুক মনে মনে সবাই চাই সফল হতে।

আজ আমি আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো তা হলো সফল লোকদের প্রতিদিনের রুটিন।

আমরা একটি কথার সাথে অনেকেই পরিচিত আপনি যতো টুকু পেইন নিবেন আপনি ততোটুকুই গেইন করবেন এক কথায় No pain No gain. তাহলে কি সারাজীবন আমাদের পেইন সহ্য করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য? না আমাদের সারাজীবন পেইন নেওয়া লাগবে না সফল হওয়ার জন্য।

শুধু আমাদের একটি বিষয়ের প্রতি মনোযোগ ও সিরিয়াস হতে হবে সেটা হলো সময়। Time is money কথাটির গুরুত্ব উপলব্ধি করতে হবে।

একজন সফল মানুষের প্রতিদিনের কাজকর্ম ও চিন্তা ঠিক এমন হওয়া উচিত -

প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আপনি আগামীকাল কি কি করবেন সেটা লিখে ফেলা।

প্রতিটা কাজ নির্দিষ্ট সময়ে শুরু করা এবং সেখানে কোনো অজুহাত না রাখা। কাজের মাঝে মাঝে একটু কোয়ালিটি ব্রেক নেওয়া তারপর আবার ফুল এনার্জির সাথে কাজে মন দেওয়া। দিন শেষে রাতে গিয়ে একবার লিখে রাখা কাগজটি বের করে দেখা, যে আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে পেরেছেন কি না,যেই যেই কাজ গুলো আপনি সঠিক সময়ে করতে পেরেছেন সেখানে টিক দেন। যদি আপনি নিজেকে দেওয়া কমিটমেন্ট রাখতে সফল হোন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করবেন।

আমরা যেই কাজ করি না কেনো তার উদ্দেশ্য টা নিজের কাছে ক্লিয়ার করা,

এই জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে, যেটা প্রতিটি সাকসেসফুল মানুষ করে থাকে।
তবেই সাকসেস নিজ দায়িত্বে আমাদের কাছে ধরা দিবে।



09/03/2023

💠যারা শুয়ে, বসে, ঘুমিয়ে বিনা পরিশ্রমে সুপ্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য এ পোস্ট
💠যারা ফ্রি তে কাজ শিখতে চায়,হতাশা,আর অজুহাত দেখায় তাদের জন্য এ পোস্ট
💠যারা চেষ্টা না করেই হাল ছেড়ে দেয়,তাদের জন্য
এ পোস্ট
➡️"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

➡️"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয়?

➡️"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথাই দেখলেন যে শেষ বলছেন?

➡️"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

➡️"আমার কোনও সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়ে ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে?

➡️"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছে!

➡️"অনেক টাকার দরকার"-> টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকাই সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যাই না!

➡️"আমার কপালই খারাপ"-> কোন আয়নাই দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

➡️ "আমি হতাশাই ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে।

তাহলে আবার শুরু থেকেই শুরু করুন।
বিগত দিনের ভুলগুলোকে শুধরিয়ে!!

প্রযুক্তির এই সময়ে আমরা সবাই কম বেশি ইন্টারনেট, কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানি। আমাদের প্রতিদিনের একটা বিশাল সময় কিন্তু...
23/02/2023

প্রযুক্তির এই সময়ে আমরা সবাই কম বেশি ইন্টারনেট, কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানি। আমাদের প্রতিদিনের একটা বিশাল সময় কিন্তু আমরা অনলাইনে ব্যয় করে থাকি। কেউ হয়ত মুভি দেখি আবার কেউ নাটক দেখি আবার ফানি ভিডিও দেখে আমাদের এই মূল্যবান সময় নষ্ট করে থাকি। আবার কেউ বা সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে থাকি। কিন্তু আপনি যদি অনলাইনে এই সময় টুকু নিজের স্কিল বাড়াতে কিছু শিখার ক্ষেত্রে ব্যয় করেন তা হলে এক সময় দেখবেন আপনার স্কিল অনেক বেড়ে গেছে আবার আপনি অনলাইন থেকে আপনার এই মেধা এবং স্কিলটা কাজে লাগিয়ে ভাল একটা ইনকাম করতে পারছেন।

একবার ভেবে দেখুন কেমন হয়, যদি আপনি আপনার টেবিলে থাকা কম্পিউটার দিয়ে ঘরে বসে কিছু শিখে সেটা দিয়ে অনলাইনে কাজে লাগিয়ে মাস শেষে ভাল একটা ইনকাম করতে পারেন। আজ আমি আপনাদের ঠিক তেমন একটি অনলাইন কোর্সের কথা বলব যা আপনি ঘরে বসে শিখে সেখান থেকে ভাল একটা ইনকাম করতে পারেন।

আমরা সবাই জানি ফাইভার (Fiverr.com) হল বর্তমান অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটে সব চেয়ে বড় মার্কেটপ্লেস। যেখানে দেশ বিদেশের হাজার হাজার বায়ার প্রতি মিনিটে কাজের জন্য আসে। আর ফাইভারে রয়েছে কাজের অপার সম্ভাবনা। কারন ফাইভারে সব ক্যাটাগরিতে কাজ করার সুযোগ রয়েছে যেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ শিখে একটা প্রোফাইল তৈরি করে শুরু করে দিতে পারেন আপনার অনলাইন ইনকাম। আর ইনকাম করতে গেলে অবশ্যই আগে আপনাকে ভাল ভাবে শিখে কাজে নামতে হবে।
আর তার জন্য রয়েছে Biz Family কর্তৃক আয়োজিত োর্স যা আপনি ঘরে বসে শিখতে পারবেন আর কোর্সের সাথে রয়েছে লাইফ টাইম সাপোর্ট আর 100% Scholarship এর সাথে প্রজেক্টের কাজের সুযোগ। সুতরাং বুঝতে পারছেন এইটা আপনার জন্য কত বিশাল একটা সুযোগ।
একদমই তাই,অনলাইনে ক্যারিয়ার গঠন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য Success Biz Family একটি Mega Seminar এর আয়োজন করেছেন।উক্ত সেমিনার টা জুমের মাধ্যমে লাইভ হবে। তাই লাইফ টাইম সাপোর্ট এর পাশাপাশি প্রজেক্ট মেম্বার হিসেবে কাজ করে অনলাইনে ক্যারিয়ার গঠন করে স্বাবলম্বী হতে চাইলে সেমিনার এ অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করতে পারেন।

"ধৈর্য্য হলো এমন এক শক্তি    যার মাধ্যমে জীবনের সব কঠিন বাঁধা কাটিয়ে ওঠা সম্ভব হয়"আজকে অনেক চেষ্টার ফলে অনেকদিনের স্বপ্ন...
10/02/2023

"ধৈর্য্য হলো এমন এক শক্তি
যার মাধ্যমে জীবনের সব কঠিন
বাঁধা কাটিয়ে ওঠা সম্ভব হয়"
আজকে অনেক চেষ্টার ফলে অনেকদিনের স্বপ্ন পূরণ হলো দীর্ঘ ৩ঘন্টা চেষ্টার পর কাঙ্খিত সার্টিফিকেট টি পেলাম।
অসংখ্য ধন্যবাদ জানাই বাপ্পী স্যার কে স্যার এর সহযোগিতা ছাড়া এই মূল্যবান সার্টিফিকেট টি হয়তো পেতাম না।

অবশেষে লাকি কুপন টা পেয়েই গেলাম 🎁তবে এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে Badhon Roy দিদি এবং Kaniz Fatema Kamal আপুর জন্য। আপনাদের ...
02/02/2023

অবশেষে লাকি কুপন টা পেয়েই গেলাম 🎁
তবে এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে Badhon Roy দিদি এবং Kaniz Fatema Kamal আপুর জন্য।
আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য এবং পাশে থাকার জন্য ❤️🧡

একজন নবাগত হিসেবে ফ্রীলান্সিং শুরু করার আগে আপনাকে নিজেকে ভালো করে একবার যাচাই করে নেওয়া দরকার। 💢💢প্রথমেই যেটা দরকার তা ...
31/01/2023

একজন নবাগত হিসেবে ফ্রীলান্সিং শুরু করার আগে আপনাকে নিজেকে ভালো করে একবার যাচাই করে নেওয়া দরকার।
💢💢প্রথমেই যেটা দরকার তা হলো-আপনি কোন স্কিলের বা নিসের ওপর কাজ করতে পারবেন তা ঠিক করে নেওয়া। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে -আপনি কোন নিসের ওপর কাজ করলে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।

💢💢দ্বিতীয়ত : আপনার যে স্কিলটিতে ভালো জ্ঞান রয়েছে বলে মনে করেন তা অনলাইন প্রতিযোগিতায় টিকে থাকার পক্ষে কতটা কার্যকরী সে বিষয়ে আপনার সম্যক ধারনা থাকা দরকার।

💢💢তৃতীয়ত : প্রতি মুহূর্তে নিজেকে আরো মার্জিত করে তোলার ক্ষেত্রে অদম্য ইচ্ছেশক্তি থাকা দরকার।

💢💢চতুর্থত : কম্পিউটারের নলেজ ভালো থাকা বাঞ্চনীয়।

💢💢পঞ্চমত : খুব গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো বিগিনারদের জন্য ফ্রীলান্সিং প্লাটফর্ম এ কাজ করখুঁজে বের করা।

এছাড়া একটা বিষয় বলবো ইনকাম শুরু না হওয়া পর্যন্ত হার না মানা,যেটা সফলতা অর্জনের অন্যতম মূল মন্ত্র🧡💛

💯💯যাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটি প্রযোজ্যযাদের গতানুগতিক ৯ টা - ৫ টা অফিস করতে ভালো লাগেনা।--যাদের সরকারি-বেসরকারি বা...
13/01/2023

💯💯যাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটি প্রযোজ্য
যাদের গতানুগতিক ৯ টা - ৫ টা অফিস করতে ভালো লাগেনা।

--যাদের সরকারি-বেসরকারি বা মাল্টিন্যাশনাল কোম্পানির জব ভালো লাগে না।

--যারা নিজের স্কিল সম্পূর্ণ নিজের মতো করে ব্যবহার করতে চায়।

--যাদের ইংরেজি এবং অন্যান্য ভাষা সম্পর্কে ভালো ধারণা আছে এবং তা নিয়মিত ব্যবহার করতে ইচ্ছুক।

--যারা বিদেশী ক্লায়েন্ট বা বিদেশীদের সাথে কাজ করতে ইচ্ছুক।

--যারা নিজের বাসায় বসে, নিজের সময়মতো কাজ করতে ইচ্ছুক।

--যারা পড়াশুনা এবং জবের পাশাপাশি বাড়তি আয়ের জন্য কিছু করতে ইচ্ছুক।

--যাদের সারাজীবন সৎ পথে অতিবাহিত করার ইচ্ছা এবং মানষিকতা আছে।

--যাদের প্রতিনিয়ত নিজেকে দক্ষ করে গড়ে তোলার ইচ্ছা আছে।

--যাদের নতুন নতুন বিষয় প্রতিনিয়ত শেখার ইচ্ছা আছে।

--যাদের অসম্ভব ধৈর্য আছে এবং ফলাফল পাওয়া পর্যন্ত লেগে থাকার প্রবণতা আছে।"
দিন শেষে তারাই সফল হতে পারবে🏆🏆

কিছু ভালো লাগার অনুভূতি শেয়ার করছি🥰💙  একদিন Badhon Roy দিদির হাত ধরে এ প্লাটফর্মে এসেছিলাম নিজের স্বপ্ন পূরণ এর আশায়।দিদ...
07/01/2023

কিছু ভালো লাগার অনুভূতি শেয়ার করছি🥰💙
একদিন Badhon Roy দিদির হাত ধরে এ প্লাটফর্মে এসেছিলাম নিজের স্বপ্ন পূরণ এর আশায়।

দিদির সহায়তায় বেসিক ট্রেনিং, লেভেল ১এর কাজ শিখলাম, তারপর স্কিলআপ টেস্টে নিজের যোগ্যতায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে, গোলসেটাপ প্রোগ্রামকরেছি,সেইসাথে প্রজেক্ট মেম্বার হিসেবে কোম্পানির এডমিশন অফিসার হিসেবে কাজ করছি।
দিদির সাথে সাথে অন্যান্য স্যার-ম্যামরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য।

আজকে আমি ও চেষ্টা করলাম আমার মতো যেনো অন্যরাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে তাই তাদের ও এ প্লাটফর্মে আসার জন্য সহযোগিতা করলাম।
তাদের যখন বেসিক ট্রেনিং ক্লাস করতে দেখেছি তখন নিজের মধ্যে একটা ভালো লাগা অর্থাৎ প্রশান্তি কাজ করছিলো তাই সবার সাথে শেয়ার করলাম
আমার অনুভূতিটুকু😊😊
আর Taskia Ara ম্যামের কথা কি বলবো🥰
ওনার কথাগুলো শুনলেই আলাদা একটা সাহস পায় কাজ করবার জন্য।
আজকে ম্যামের বেসিক ট্রেনিং ক্লাসের সম্পূর্ণ ক্লাস টা আমি আবারও দেখলাম।💙🤎
❤️সাকসেস বীজ ফ্যামিলির সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।
🤎নতুন সকল সহপাঠীদের জন্য শুভকামনা রইল।


-is-the-best-and-good-work

নতুন বছরের শুরুতে সবার জন্য সুখবর নিয়ে আসলাম 🌹🌹💢যারা পড়াশোনার পাশাপাশি নিজে কিছু একটা করতে চায় অর্থাৎ নিজের পড়ালেখার খরচ...
04/01/2023

নতুন বছরের শুরুতে সবার জন্য সুখবর নিয়ে আসলাম 🌹🌹
💢যারা পড়াশোনার পাশাপাশি নিজে কিছু একটা করতে চায় অর্থাৎ নিজের পড়ালেখার খরচ নিজে যোগাতে চায়।
🧑‍🍳সুখবর নিয়ে আসলাম তাদের জন্য যারা ঘরে বসে সন্তানের পাশে থেকে সংসার সামলিয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চায়।
🧔‍♂️আর যারা বেকার সমস্যায় ভুগছেন অর্থাৎ চাকরি নামক সোনার হরিণ টা এখন ও হাতে পাননি তাদের জন্য মূলত একটা সুবর্ণ সুযোগ 😊😊
👉👉আপনারা যারা পুঁজি ছাড়া কম সময় বিনিয়োগ করে ক্যারিয়ার গঠন করতে চান তারা চাইলে এখনই ফ্রিল্যান্সিং জগতে যাত্রা শুরু করতে পারেন।
💯💯আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের উজ্জ্বল ভবিষ্যত
🖥️ফ্রিল্যান্সিং বিষয়ক সবকিছু বিস্তারিত জানতে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ফ্রি সেমিনার এর আয়োজন করা হয়েছে।
📲উক্ত সেমিনারে ফ্রিল্যান্সিং এর A To Z আলোচনা করা হবে জুম এফস এর মাধ্যমে।
সেই সাথে সেমিনার এ অংশগ্রহণকারী ২০ জনকে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি প্রজেক্ট মেম্বার হিসেবে কাজ করে কোর্স চলাকালীন সময়ে ইনকাম করার সুযোগ দিবে
📲সেমিনারে অংশগ্রহণ করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন
ধন্যবাদ 🤎

আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই তবে.......    আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই কিন্তু......    আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই যদি .....
21/12/2022

আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই তবে.......
আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই কিন্তু......
আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই যদি ......
আমি শিখতে আগ্রহী আমার অভিভাবক বা বাবা
মা,কোর্স করার জন্য টাকা দিবে না🥲আমার কাছে ল্যাপটপ, টাকা কিছু নেই আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো 🤔

এসব অজুহাত এর একটাই সমাধান ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে আপনার অবশ্যই ধৈর্য্য ও প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে।
আর ফ্যামিলি যদি প্রথম পর্যায়ে টাকা দিতে না চায় তাহলে আমাদের বার বার চেষ্টা করতে হবে ওদের ভালো ভাবে বুঝাতে হবে।
আমি একটা বাস্তব উদাহরণ দেইঃ যখন একটা সন্তান দামী ফোন বা বাইক কিনতে চাই তখন পরিবার তাকে নিষেধ করে দেয়। কিন্তু বারবার বলার পর ঠিকই ফ্যামিলিকে মানিয়ে সেই কাঙ্খিত ফোন বা বাইক কিনা হয়। সঠিকভাবে বুঝালে তারা অবশ্যই বুঝতে পারবে।🧡
✍️টাকা না থাকার সমস্যা থাকলে আমি বলবো, ফ্রিল্যান্সিং করে ইনকাম করার কথা চিন্তা করতাম না যদি না টাকা থাকতো। তাই কিছু একটা পেতে হলে বা অর্জন করতে হলে বা জীবন কে বদলাতে হলে সামান্য রিস্ক নেওয়া যায়।

🤔আবার অনেকে চিন্তা করেন আমার ল্যাপটপ,পিসি কিছু নেই তবে কি শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করা সম্ভব?
💥এটাও সম্ভব কারণ ডিজিটাল মার্কেটিং এ ৯০% কাজ মোবাইল দিয়ে করা যায় । তাছাড়া শুরুতে আমরা অবশ্যই ছোট ছোট কাজ করি।
কারণ ছোট কাজ করে এক্সপিরিয়েন্স বাড়লে বায়ারকে সহজে সব বড় কাজ বুঝিয়ে দেয়া যায় 🥰
বি.দ্রঃ জীবনে কিছু করতে চাইলে বা কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে চাইলে সব অজুহাত পরিহার করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে, 💙💜🧡

Freelancing
Freelancing Career
is the best & smart work

যদি আগামী দিনগুলোতে নিজেকে সফল ব্যাক্তি হিসেবে দেখতে চান, তাহলে আজকেই স্বপ্ন পূরণের জন্য সঠিক পথটা খুঁজে নেন।🥇আর সেই পথট...
20/12/2022

যদি আগামী দিনগুলোতে নিজেকে সফল ব্যাক্তি হিসেবে দেখতে চান, তাহলে আজকেই স্বপ্ন পূরণের জন্য সঠিক পথটা খুঁজে নেন।
🥇আর সেই পথটি হতে পারে ফ্রিল্যান্সিং।
✍️একদম সঠিক। ফ্রিল্যান্সিং এমন একটি স্বাধীন পেশা যেটার মাধ্যমে কম সময়ে নিজেকে দক্ষ করার পাশাপাশি ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রাথমিক কাজগুলো অর্থাৎ ৮৫%কাজ মোবাইল দিয়ে করা যায়।
🥰সেই সাথে থাকছে লাইফ টাইম সাপোর্ট ও ১০০% স্কলারশিপ অর্থাৎ কোর্স চলাকালীন সময়ে ইনকাম করার সুযোগ।
তাই আর দেরি না করে আগ্রহী ব্যাক্তিরা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন

অনেকদিনের পরিশ্রম ও পরিচর্যার পর আমার ছাদবাগান টা আবার ফুল ও ফলে পরিপূর্ণ হলো          🪴🌺🌻🌴🌳🌾🌲🫑🎃🍊🍉🥝সত্যিই ধৈর্য্য ও প্রব...
18/12/2022

অনেকদিনের পরিশ্রম ও পরিচর্যার পর আমার ছাদবাগান টা আবার ফুল ও ফলে পরিপূর্ণ হলো
🪴🌺🌻🌴🌳🌾🌲🫑🎃🍊🍉🥝
সত্যিই ধৈর্য্য ও প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে কাজ করলে সুন্দর একটা ফল আসে।
আমার বাগানের গাছগুলো কিছুদিন ধরে তার সতেজতা হারিয়ে ফেলেছিলো কিন্তু আমি হাল ছেড়ে দিয়নি,নিবিড় পরিচর্যার পর আবার ফুল ও ফলে পরিপূর্ণ হলো আমার বাগানটা।☘️🌻🥀🌼
আমাদের জীবনটাও সেরকম, হাজার বাধা -বিপত্তি আসলেও হতাশ না হয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
আজ আমার লিডার বাঁধন দিদির সাথে কথা বলে ভালোভাবে বুঝতে পারলাম সকল ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারলে তবেই সাফল্য অর্জন করতে পারবো। 🏆🎖️
ধন্যবাদ দিদি পাশে থাকার জন্য। ❤️

Address

Patenga

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jui palit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jui palit:

Share