02/06/2025
বালিশ ছাড়া ঘুমাতে না পারা মানুষটিকেও-একদিন শূন্য মাটিতে সাহিত করে দেওয়া হবে।দামি মেকআপ-শাড়ী আর গহনা পেচিয়ে থাকা দেহটাও-একদিন সাদা কাপনে মোড়ানো হবে।সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও-বৃষ্টি লেগে থাকা স্যাতস্যাতে মাটির নিচে থাকবে।একটু গরম সহ্য না পারা দেহটাও-হয়তো একদিন কবরের আযাবে আগুনে পুড়বে।একা একা অন্ধকার থাকতে ভয়ে করা,ভূতের ভয় করা দেহটাও-একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভিতরে পচতে থাকবে।এত বন্ধু-বান্ধব আত্মীয় -স্বজন দের সাথে খোঁষ-গল্প করা মানুষটার কবরেও-সময় করে একদিন দেখতে যাবে না কেউ।
🎙️রাহাত হোসাইন
🎦 Islamic video by Rahat Hossain
🎦 Servant of Allah