23/07/2025
নিজের সন্তানের গরম লাগবে বলে যে চা টা আমরা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়াই বা গরম ভাত ঠান্ডা করে খাওয়াই চুলার কাছে যেতে দেই না, গরম তাপ লাগবে বলে, সে সন্তান যখন আগুনে দগ্ধ হয়ে পুড়ে তখন একটা মায়ের মন কেমন ছটফট করে আপনারা একটু কল্পনাতে চিন্তা করেন ,যে তাদের মৃত্যু টা কত যন্ত্রণাদায়ক হয়েছিল, আসলে আমি কল্পনাতে ভেবে আমার মনে হয় বুকটা ছিড়ে যাচ্ছে এত কষ্ট লাগতেছে ,আর ওরা যে আগুনে দত্ত হয়ে মরেছে ওদের কত কষ্টে জীবনটা গেছে ,আমি শুধু এই চিন্তাটাই করতেছি, আমি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি আর ওই ছেলেগুলো মুখ আমার সামনে ভাসতে থাকে, যারা সন্তান হারিয়েছে তারাই জানে যারা লাশ খুঁজে পাচ্ছে না তারাই জানে কতটা যন্ত্রণাদায়ক আর এই লাশ নিয়েও এ দেশে দুর্নীতি চলে ,আমরা কোন দেশে বসবাস করি, মাঝেমধ্যে মনে চায় নিজের সন্তানকে নিয়ে এমন কোথাও চলে যায় যেখানে কোন বিপদ-আপদ নিজের সন্তানের ধারে কাছেও আসতে পারবে না কোন পড়ালেখার দরকার নেই কোন ভবিষ্যতের দরকার নেই আমার সন্তান শুধু আমার বুকে থাকুক সারা জীবন বেঁচে থাকুক যতদিন আমি বেঁচে আছি, এটাই আমার বাস্তব আশা এর বেসি কিছু আশা নেই আমার, আমার সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু করতে হবে এমনটা নয় সে খেয়ে পড়ে নিজের জীবন সুখে শান্তিতে পার করতে পারলেই হবে এর বেশি কিছু চাইনা আমি, কারণ দুনিয়াটা হচ্ছে দুইদিনের পরকালটা হচ্ছে সারা জনম জনমের, যারা অন্যের সন্তান নিয়ে দেখে সমালোচনা করে যে ওর সন্তান ভালো পড়ালেখা করে আমারটা পারে না কেন আমি কখনো এগুলো মাথায় আনি না কারণ আমার সন্তান বেঁচে আছে ভালো আছে সুস্থ আছে এটাই সবচাইতে বড় প্রাপ্য আমার, মাঝেমধ্যে মন চায় নিজের সন্তানকে নিয়ে এমন কোথাও চলে যায় যেখানে এমন হিংসা বা এমন হানাহানি কোন কিছুই থাকবে না, যেখানে নিজের সন্তানকে স্কুলে রেখে আসলে মনের মধ্যে কোন ভয় কাজ করবে না এমন কোথাও চলে যেতে ইচ্ছা করে নিজের সন্তানকে নিয়ে যেখানে কেউ হিংসামি করে বলবে না যে তোমার ছেলে ভালো না আমার ছেলে ভালো তোমার ছেলে কিছুই পারে না আমার ছেলে অনেক কিছু পারে এগুলো কমসে কম থাকবে না, আর এইগুলো যে সব মা বাবা বলে তারা নিজের সন্তানের মনটাকে ভেঙ্গে চুরে চূর্ণ-বিচূর্ণ করে দেয়।