Farjana forazy.A k sumon

Farjana forazy.A k sumon ফেসবুকের সকল বন্ধু বান্ধব দের অনেক অনেক ভালো বাসা রইলো সবাই আমাকে সাপোর্ট করবেন [email protected]
(1)

24/07/2025

বিশ্বাস ছিল ভরসা ছিল কিন্তু সে বুঝিয়ে দিল সবাইকে বিশ্বাস আর ভরসা করতে নেই

নিজের সন্তানের গরম লাগবে বলে যে চা টা আমরা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়াই বা গরম ভাত ঠান্ডা করে খাওয়াই চুলার কাছে যে...
23/07/2025

নিজের সন্তানের গরম লাগবে বলে যে চা টা আমরা ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে খাওয়াই বা গরম ভাত ঠান্ডা করে খাওয়াই চুলার কাছে যেতে দেই না, গরম তাপ লাগবে বলে, সে সন্তান যখন আগুনে দগ্ধ হয়ে পুড়ে তখন একটা মায়ের মন কেমন ছটফট করে আপনারা একটু কল্পনাতে চিন্তা করেন ,যে তাদের মৃত্যু টা কত যন্ত্রণাদায়ক হয়েছিল, আসলে আমি কল্পনাতে ভেবে আমার মনে হয় বুকটা ছিড়ে যাচ্ছে এত কষ্ট লাগতেছে ,আর ওরা যে আগুনে দত্ত হয়ে মরেছে ওদের কত কষ্টে জীবনটা গেছে ,আমি শুধু এই চিন্তাটাই করতেছি, আমি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে থাকি আর ওই ছেলেগুলো মুখ আমার সামনে ভাসতে থাকে, যারা সন্তান হারিয়েছে তারাই জানে যারা লাশ খুঁজে পাচ্ছে না তারাই জানে কতটা যন্ত্রণাদায়ক আর এই লাশ নিয়েও এ দেশে দুর্নীতি চলে ,আমরা কোন দেশে বসবাস করি, মাঝেমধ্যে মনে চায় নিজের সন্তানকে নিয়ে এমন কোথাও চলে যায় যেখানে কোন বিপদ-আপদ নিজের সন্তানের ধারে কাছেও আসতে পারবে না কোন পড়ালেখার দরকার নেই কোন ভবিষ্যতের দরকার নেই আমার সন্তান শুধু আমার বুকে থাকুক সারা জীবন বেঁচে থাকুক যতদিন আমি বেঁচে আছি, এটাই আমার বাস্তব আশা এর বেসি কিছু আশা নেই আমার, আমার সন্তানকে নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু করতে হবে এমনটা নয় সে খেয়ে পড়ে নিজের জীবন সুখে শান্তিতে পার করতে পারলেই হবে এর বেশি কিছু চাইনা আমি, কারণ দুনিয়াটা হচ্ছে দুইদিনের পরকালটা হচ্ছে সারা জনম জনমের, যারা অন্যের সন্তান নিয়ে দেখে সমালোচনা করে যে ওর সন্তান ভালো পড়ালেখা করে আমারটা পারে না কেন আমি কখনো এগুলো মাথায় আনি না কারণ আমার সন্তান বেঁচে আছে ভালো আছে সুস্থ আছে এটাই সবচাইতে বড় প্রাপ্য আমার, মাঝেমধ্যে মন চায় নিজের সন্তানকে নিয়ে এমন কোথাও চলে যায় যেখানে এমন হিংসা বা এমন হানাহানি কোন কিছুই থাকবে না, যেখানে নিজের সন্তানকে স্কুলে রেখে আসলে মনের মধ্যে কোন ভয় কাজ করবে না এমন কোথাও চলে যেতে ইচ্ছা করে নিজের সন্তানকে নিয়ে যেখানে কেউ হিংসামি করে বলবে না যে তোমার ছেলে ভালো না আমার ছেলে ভালো তোমার ছেলে কিছুই পারে না আমার ছেলে অনেক কিছু পারে এগুলো কমসে কম থাকবে না, আর এইগুলো যে সব মা বাবা বলে তারা নিজের সন্তানের মনটাকে ভেঙ্গে চুরে চূর্ণ-বিচূর্ণ করে দেয়।

তৃতীয় শ্রেণীর কেউ বেঁচে নেই এখানে কি তাহলে 20 জন বাচ্চা ছিল।
22/07/2025

তৃতীয় শ্রেণীর কেউ বেঁচে নেই এখানে কি তাহলে 20 জন বাচ্চা ছিল।

22/07/2025

আমি এগুলো চিন্তা করতে করতে কালকে সারারাত ঘুমাতে পারি নাই এমনি অসুস্থ সারারাত ঘুম হয় না ,তারপর যতবারই চোখ বন্ধ করে এগুলির খালি চোখের সামনে ভাসতেছিল না আমি কাউরে বুঝাইতে পারবো না আজ আমার কি পরিমান কষ্টটা লাগতেছে, আজকে আমার মনি টানতে ছিল না আমার ছেলেরা আমি স্কুলে দিয়ে আসছি ওই পরীক্ষা না থাকলে আমি সত্যি চাইতাম না যেখানে ৩ ঘন্টার পরীক্ষা সেখানে আমি আমার ছেলের এক ঘন্টা যায় নিয়ে আসছি, আমার মাথার ভিতরে খালি একটা চিন্তায় ঘুরতেছে যে গরমটা সহ্য হইতেছে না আজকে ২-৩ দিন গরম পরছে এই বাচ্চা গুলি কতটা কষ্টে তাদের জীবনটা গেছে কতটা তাপে তাদের জীবনটা গেছে কতটা যন্ত্রণায় কিভাবে ছটফট করছে, কতটা কষ্টে তাদের জীবনটা গেছে কতটা ছটফট করছে বাচার জন্য আমি হলে সেই চিন্তাটাই করতেছি।

সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার তারা থাকবে না রাতে হোমওয়ার্ক এর চিন্তা থাকবে না আজকে থেকে মার বকা দিবে না তাড়াতাড়ি ...
21/07/2025

সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার তারা থাকবে না রাতে হোমওয়ার্ক এর চিন্তা থাকবে না আজকে থেকে মার বকা দিবে না তাড়াতাড়ি ঘুম যাও বাবার বলবে না পড়ালেখা না করলে জীবনে কি করতে পারবে, কেউ আর কিছু বলবে না এ প্লাস না পেলেও কেউ কিছু বলবে না, পরীক্ষার টেনশন থাকবে না ভালো রেজাল্ট করতে হবে ভবিষ্যতে কিছু একটা করতে হবে এগুলো আর চিন্তা থাকবে না চিরতরে এই দুনিয়ায় এই পৃথিবীর সবকিছু থেকে বিদায় ১০০ থেকে ১৫০ শিশু, সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য যে তারা থাকে সেজন্য মা-বাবার সন্তানদেরকে ভালো করে খাওয়াতেও পারে না বা ঘুম থেকে উঠে তারা খেতেও চায় না ভাবে যে স্কুল থেকে আসার পরে আমার ছেলেটা পেট ভরে খাবে একটু রেস্ট করবেন সেই চিন্তা টাও থাকবে না কাল সকাল থেকে, জীবন কখন কিভাবে থেমে যায় কেউ জানে না, তারপরও মানুষের কত চিন্তা জীবন নিয়ে, কত কষ্টে না জীবনটা গেছে আমি শুধু এটা আফসোস করে চোখের পানি ঠেকিয়ে রাখতে পারলাম না এখন নিজের বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম মনের ভিতরে ভয় কাজ করবে যে কখন কি হয় জানিনা যারা সন্তান হারিয়েছে তাদের অবস্থাটা এখন কি আল্লাহ তাদেরকে মনে সান্তনা দেওয়ার তৌফিক দান করুক।

কিছুদিন আগে ভারতের একটা বিমান দুর্ঘটনা হলো আর এখনই যে বাংলাদেশে বিষয়টা কি মানুষ কি মানুষকে দেখে দেখে শিখে নাকি ভয়ে এই ...
21/07/2025

কিছুদিন আগে ভারতের একটা বিমান দুর্ঘটনা হলো আর এখনই যে বাংলাদেশে বিষয়টা কি মানুষ কি মানুষকে দেখে দেখে শিখে নাকি ভয়ে এই জিনিসটা হয়ে যায়,উত্তরার মাইলস্টোন স্কুলের উপরে যুদ্ধবিমান বিদ্ধস্ত।।প্রচুর হতাহতের আশঙ্কা, একটা ঘটনা হলে সেই ঘটনার পরিপেক্ষা আরেকটা ঘটনা হতে থাকে একই রকম সেম ঘটনা, এর কি কোন ব্যাখ্যা আছে বা যৌতিক কারণ আছে, প্রচুর স্টুডেন্ট আহত আর নিহত হয়েছে মানুষ বাচ্চাদেরকে কোথায় পাঠাবে কোথায় সেভ থাকবে নিজের বাচ্চা, কেয়ামত যে আমাদের খুব অতি নিকটে মানুষ এটা আসলে বুঝতে চায় না যত দেখছি সব কিয়ামতের লক্ষণ যেমন বিমান বিধ্বস্ত হয়েছে তেমন দুনিয়াটা হয়তোবা কিছুদিনের মধ্যে এরকম ধ্বংস হয়ে যাবে, কারণ মানুষের প্রতি মানুষের এখন ভালোবাসা মায়া মহাব্বত সব কিছু কমে গেছে মানুষ ঘরের মানুষের চাইতে বাইরের মানুষদেরকে বেশি খুশি করতে ব্যস্ত থাকছে এগুলোই তো কিয়ামতের লক্ষণ।

20/07/2025

শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অভার থিংকিং এবং অন্যের সংসারে নাকটা একটু বেশি গলায় আর এই নাক গলাতে গিয়ে নিজেদের নাকটাই কেটে পড়ে যায়, এরা লোভের কারণে সবকিছু করতে পারে কারো সংসার ভাঙ্গা হতে জোড়া লাগানো।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Farjana forazy.A k sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farjana forazy.A k sumon:

Share